27th BCS Preliminary Questions & Answers

27th BCS Preliminary Questions & Answers

২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

 

০১.   কোনটি উপন্যাস?

(ক)   নতুন চাঁদ

(খ)   কন্যা কুমারী

(গ)   গড্ডালিকা

(ঘ)   নেমেসিস

উত্তরঃ খ

০২.   লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

(ক)   আলাওল

(খ)   কোরেশী মাগন ঠাকুর

(গ)   দৌলত কাজী

(ঘ)   সৈয়দ সুলতান

উত্তরঃ গ

০৩সাপ্তাহিকসুধাকর’-এর সম্পাদক কে?

(ক)   মুন্সী মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ

(খ)   মুন্সী মোহাম্মদ মেহেরউল্লাহ

(গ)   শেখ আব্দুর রহিম

(ঘ)   ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ গ

০৪.   মাসিক মোহম্মদী কোন সালে প্রকাশিত হয়?

(ক)   ১৯২৬

(খ)   ১৯২৭

(গ)   ১৯২৮

(ঘ)   ১৯২৯

উত্তরঃ খ

০৫.   কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

(ক)   কালিকলম

(খ)   প্রগতি

(গ)   কল্লোল

(ঘ)   সবুজপত্র

উত্তরঃ গ

০৬ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?

(ক)   অরণি

(খ)   পরিচয়

(গ)   নবশক্তি

(ঘ)   ক্রান্তি

উত্তরঃ ঘ

০৭.   গ্রিক শব্দ কোনটি?

(ক)   তুফান

(খ)   লুঙ্গী

(গ)   কুশন

(ঘ)   দাম

উত্তরঃ ঘ

০৮বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসগর্আছে?

(ক)   উনিশ

(খ)   কুড়ি

(গ)   একুশ

(ঘ)   বাইশ

উত্তরঃ গ

০৯.   ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?

(ক)   একরাত্রি

(খ)   শুভা

(গ)   সমাপ্তি

(ঘ)   পোস্টমাস্টার

উত্তরঃ গ

১০.   বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

(ক)   বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

(খ)   বঙ্গভাষা ও সাহিত্য

(গ)   বাংলা সাহিত্যের কথা

(ঘ)   বাংলা সাহিত্যের রূপরেখা

উত্তরঃ খ

১১.   কত খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়েরজগত্তারিণীপদক লাভ করেন?

(ক)   ১৯১৬

(খ)   ১৯২৩

(গ)   ১৯৩৩

(ঘ)   ১৯০৩

উত্তরঃ খ

১২.   রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

(ক)   মাগধী ব্যাকরণ

(খ)   গৌড়ীয় ব্যাকরণ

(গ)   মাতৃভাষা ব্যাকরণ

(ঘ)   ভাষা ও ব্যাকরণ

উত্তরঃ খ

১৩.   ‘মেছোশব্দের প্রকৃতিপ্রত্যয় কী?

(ক)   মাছ + ও

(খ)   মেছ + ও

(গ)   মাছি + উয়া > ও

(ঘ)   মাছ + উয়া > ও

উত্তরঃ ঘ

১৪.   কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

(ক)   বাক্ + দান = বাগদান

(খ)   উৎ + ছেদ = উচ্ছেদ

(গ)   পর + পর = পরস্পর

(ঘ)   সম + সার = সংসার

উত্তরঃ গ

১৫.   বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?

(ক)   মধুসূদন দত্ত

(খ)   দীনবন্ধু মিত্র

(গ)   জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

(ঘ)   রামনারায়ণ তর্করত্ন

উত্তরঃ ঘ

১৬.   প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়

(ক)   উপমিত

(খ)   উপমান

(গ)   উপমেয়

(ঘ)   রূপক

উত্তরঃ গ

১৭.   ‘পাখী সব করে রব রাতি পোহাইলপঙক্তির রচয়িতা

(ক)   রামনারায়ণ তর্করত্ন

(খ)   বিহারীলাল চক্রবর্তী

(গ)   কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ)   মদনমোহন তর্কালংকার

উত্তরঃ ঘ

১৮.   ‘আমি কিংবদন্তীর কথা বলছি’-এর রচয়িতা কে?

(ক)   সিকানদার আবু জাফর

(খ)   আবু জাফর ওবায়দুল্লাহ

(গ)   ফররুখ আহমদ

(ঘ)   আহসান হাবীব

উত্তরঃ খ

১৯.   ‘জীবনে জ্যাঠামি সাহিত্যে ন্যাকামিসহ্য করতে পারতেন না

(ক)   বঙ্কিমচন্দ্র

(খ)   সৈয়দ মুজতবা আলী

(গ)   প্রমথ চৌধুরী

(ঘ)   প্রমথনাথ বিশী

উত্তরঃ গ

২০.   ‘ মাটি সোনার বাড়া’- উদ্বৃতিতেসোনাকোন অর্থে ব্যবহার করা হয়েছে?

(ক)   বিশেষণের অতিশায়ন

(খ)   রূপবাচক বিশেষণ

(গ)   উপাদানবাচক বিশেষণ

(ঘ)   বিধেয় বিশেষণ

উত্তরঃ ক

২১.   What would have happened if ____?

(ক)   The bridge is broken

(খ)   The bridge would break

(গ)   The bridge had broken

(ঘ)   The bridge had been broken

উত্তরঃ গ

২২.   Explain the meaning of ‘Bring to pass’.

(ক)   Cause to destroy

(খ)   Cause to happen

(গ)   Cause to carry out

(ঘ)   Cause to convince

উত্তরঃ খ

২৩Which of the following sentences is the correct one?

(ক)   Paper is made of wood

(খ)   Paper is made from wood

(গ)   Paper is made by wood

(ঘ)   Paper is made on wood

উত্তরঃ খ

২৪.   The word ‘bounty’ is closest in meaning to –

(ক)   generosity

(খ)   familiar

(গ)   dividing line

(ঘ)   sympathy

উত্তরঃ ক

২৫.   Give the correct passive form of ‘My teacher embodies all the good qualities’.

(ক)   All the good qualities are embodied by my teacher

(খ)   All the good qualities are embodied in my teacher

(গ)   All the good qualities are embodied to my teacher

(ঘ)   All the good qualities are embodied on my teacher

উত্তরঃ খ

২৬Choose the correct indirect speech – She asked me, ‘Are you happy in your new job?’

(ক)   She asked me if I was happy in my new job.

(খ)   She asked me if I have been happy in my new job

(গ)   She asked me whether I am happy in my new job

(ঘ)   She asked me if I had been happy in my new job

উত্তরঃ ক

২৭.   The meaning of the word ‘obese’ is –

(ক)   very fat

(খ)   ugly

(গ)   tardy

(ঘ)   obnoxious

উত্তরঃ ক

২৮A person who writes about his own life writes –

(ক)   a diary

(খ)   a biography

(গ)   an autobiography

(ঘ)   a chronicle

উত্তরঃ গ

২৯.   Which of the following sentences is correct?

(ক)   Why have you done this?

(খ)   Why you had done this?

(গ)   Why you have done this

(ঘ)   Why did you done this?

উত্তরঃ ক

৩০What will be the correct preposition to complete the sentence?

       ‘I am not good _____ translation’.

(ক)   in

(খ)   about

(গ)   with

(ঘ)   at

উত্তরঃ ঘ

৩১.   Which is the noun of the word ‘beautiful’.

(ক)   Beauty

(খ)   Beautify

(গ)   Beautious

(ঘ)   Beautifully

উত্তরঃ ক

৩২Fill in the blank with appropriate preposition.

       ‘Hurry up! we have to go ____ five minutes’.

(ক)   in

(খ)   on

(গ)   by

(ঘ)   for

উত্তরঃ গ

৩৩Identify the imperative sentence.

(ক)   I shall go to college

(খ)   Matin is singing a song

(গ)   Stand up

(ঘ)   It has been raining since morning

উত্তরঃ গ

৩৪.   Fill in the gap with the suitable word:

       To stay healthy, we must plan to have a balanced –

(ক)   diet

(খ)   food

(গ)   drink

(ঘ)   environment

উত্তরঃ ক

৩৫Choose the correct alternative and mark its letter on your answer sheet.

       The rich should not look down ____ the poor.

(ক)   at

(খ)   for

(গ)   towards

(ঘ)   upon

উত্তরঃ ঘ

৩৬I took the map with me, as I didn’t want to _____ my way on the journey.

(ক)   loose

(খ)   lose

(গ)   lost

(ঘ)   loss

উত্তরঃ খ

৩৭.   Every driver must be held ____ his own actions.

(ক)   responsible for

(খ)   responsible to

(গ)   liable to

(ঘ)   blamed for

উত্তরঃ ক

৩৮‘Through thick and thin’ means –

(ক)   under all conditions

(খ)   to make thick and thin

(গ)   to clear understanding

(ঘ)   of great density

উত্তরঃ ক

৩৯‘prior to’ means –

(ক)   after

(খ)   before

(গ)   immediately

(ঘ)   during the period of

উত্তরঃ খ

৪০.   Nobody knocked him down; it was an –

(ক)   incident

(খ)   occurrence

(গ)   accident

(ঘ)   event

উত্তরঃ গ

৪১.   + + + …………….. + ৫০ = কত?

(ক)   ৩৫৭২৫

(খ)   ৪২৯২৫

(গ)   ৪৫৫০০

(ঘ)   ৪৮২২৫

উত্তরঃ খ

৪২.   টাকায় ৫টি করে কিনে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

(ক)   ৪৫%

(খ)   ৪৮.৫০%

(গ)   ৫২.৭৫%

(ঘ)   ৫৬.২৫%

উত্তরঃ ঘ

৪৩.   এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়

(ক)   ৪৫% কমানো হয়েছে

(খ)   ৬.২৫% কমানো হয়েছে

(গ)   ৫% বাড়ানো হয়েছে

(ঘ)   ৬.২৫% বাড়ানো হয়েছে

উত্তরঃ খ

৪৪.   যদি একটি কাজ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

(ক)   ৭

(খ)   ৯

(গ)   ১০

(ঘ)   ১২

উত্তরঃ খ

৪৫.   শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া টাকা কমে গেল বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?

(ক)   ৪০

(খ)   ৪৮

(গ)   ৫০

(ঘ)   ৬০

উত্তরঃ ঘ

৪৬.   পিতা, মাতা পুত্রের বয়সের গড় ৩৭ বছর আবার পিতা পুত্রের বয়সের গড় ৩৫ বছর মাতার বয়স কত?

(ক)   ৩৮ বছর

(খ)   ৪১ বছর

(গ)   ৪৫ বছর

(ঘ)   ৪৮ বছর

উত্তরঃ খ

৪৭.   যদি (x – y)2 = 14 এবং xy = 2 হয়, তবে x2 + y2 = কত?

(ক)   12

(খ)   14

(গ)   16

(ঘ)   18

উত্তরঃ ঘ

৪৮.   বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

(ক)   ৪

(খ)   ৯

(গ)   ১২

(ঘ)   ১৬

উত্তরঃ খ

৪৯.   একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

(ক)   ৩৬

(খ)   ৪৮

(গ)   ৫৬

(ঘ)   ৭২

উত্তরঃ ক

৫০.   ৬০ থেকে ৮০এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে

(ক)   ৮

(খ)   ১২

(গ)   ১৮

(ঘ)   ১৪০

উত্তরঃ গ

৫১.   NIPORT কী?

(ক)   জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

(খ)   পোলট্রি ফার্ক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

(গ)   নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

(ঘ)   বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

উত্তরঃ ক

৫২.   সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেনবলা আছে?

(ক)   ১০ নং অনুচ্ছেদে

(খ)   ২১ (২) নং অনুচ্ছেদে

(গ)   ২৭ নং অনুচ্ছেদে

(ঘ)   ২৮ (২) নং অনুচ্ছেদে

উত্তরঃ ঘ

৫৩UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত?

(ক)   ৪৪৪ ডলার

(খ)   ৭৭০ ডলার

(গ)   ১০৭০ ডলার

(ঘ)   ১৭৭০ ডলার

উত্তরঃ ঘ

৫৪.   স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্যবীরপ্রতীকউপাধি লাভ করে কতজন?

(ক)   ৭ জন

(খ)   ৬৯ জন

(গ)   ১৭৫ জন

(ঘ)   ৪২৬ জন

উত্তরঃ ঘ

৫৫.   বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

(ক)   দিনাজপুর

(খ)   গোপালপুর

(গ)   পাকশী

(ঘ)   ঈশ্বরদী

উত্তরঃ ঘ

৫৬মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?

(ক)   ২০১০ সাল

(খ)   ২০১৫ সাল

(গ)   ২০২০ সাল

(ঘ)   ২০২৫ সাল

উত্তরঃ খ

৫৭.   রাজারবাগ পুলিশ লাইনেদুর্জয়ভাস্কর্যটির শিল্পী কে?

(ক)   হামিদুর রহমান

(খ)   মৃণাল হক

(গ)   শামীম শিকদার

(ঘ)   নভেরা আহমেদ

উত্তরঃ খ

৫৮চট্টগ্রামকক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?

(ক)   ৭০০ কি. মি.

(খ)   ৫৭০ কি. মি.

(গ)   ৩০০ কি. মি.

(ঘ)   ১৭০ কি. মি.

উত্তরঃ ঘ

৫৯.   রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?

(ক)   বিজয়স্তম্ভ

(খ)   বিজয়কেতন

(গ)   স্বাধীনতা সোপান

(ঘ)   রক্ত সোপান

উত্তরঃ ঘ

৬০বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

(ক)   রাজশাহী

(খ)   ঢাকা

(গ)   চট্টগ্রাম

(ঘ)   খুলনা

উত্তরঃ ক

৬১.   প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.?

(ক)   ৫.০৩

(খ)   ৬.০৩

(গ)   ৪.৮

(ঘ)   ৬.১৫

উত্তরঃ ঘ

৬২বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?

(ক)   পারভীন ফাতেমা

(খ)   ফিরোজা বেগম

(গ)   রওশন জাহান

(ঘ)   কানিজ ফাতেমা

উত্তরঃ খ

৬৩বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

(ক)   ১৩৬ তম

(খ)   ১৩৭ তম

(গ)   ১৩৮ তম

(ঘ)   ১৩৯ তম

উত্তরঃ ক

৬৪.   কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

(ক)   তানভীর কবীর

(খ)   হামিদুর রহমান

(গ)   হামিদুজ্জামান

(ঘ)   অস্কার বাদল

উত্তরঃ খ

৬৫জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?

(ক)   বি এ সিদ্দিকী

(খ)   খাজা ওয়াসিউদ্দিন

(গ)   হুমায়ুন রশীদ চৌধুরী

(ঘ)   শমসের মবিন চৌধুরী

উত্তরঃ গ

৬৬স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?

(ক)   ৫ জন

(খ)   ৭ জন

(গ)   ২ জন

(ঘ)   ৬ জন

উত্তরঃ গ

৬৭.   কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে?

(ক)   ১৯৯৫

(খ)   ১৯৯৬

(গ)   ১৯৯৮

(ঘ)   ২০০১

উত্তরঃ গ

৬৮লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?

(ক)   ৫ম

(খ)   ৮ম

(গ)   ৯ম

(ঘ)   ১০ম

উত্তরঃ খ

৬৯সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?

(ক)   ৮

(খ)   ১০

(গ)   ১২

(ঘ)   ১৪

উত্তরঃ ক

৭০.   বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?

(ক)   ১৯৭২

(খ)   ১৯৭৩

(গ)   ১৯৭৫

(ঘ)   ১৯৯৭

উত্তরঃ খ

৭১.   কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?

(ক)   পেট্রোল ইঞ্জিনে

(খ)   ডিজেল ইঞ্জিনে

(গ)   রকেট ইঞ্জিনে

(ঘ)   বিমান ইঞ্জিনে

উত্তরঃ ক

৭২.   সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘে্যর বিকিরণ হচ্ছে

(ক)   আলফা রশ্মি

(খ)   বিটা রশ্মি

(গ)   গামা রশ্মি

(ঘ)   রঞ্জন রশ্মি

উত্তরঃ গ

৭৩.   মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

(ক)   দুটি

(খ)   চারটি

(গ)   ছয়টি

(ঘ)   আটটি

উত্তরঃ খ

৭৪.   প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ

(ক)   রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে

(খ)   বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়

(গ)   উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

(ঘ)   সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

উত্তরঃ গ

৭৫.   বিলিরুবিন তৈরি হয়

(ক)   পিত্তথলিতে

(খ)   কিডনিতে

(গ)   প্লীহায়

(ঘ)   যকৃতে

উত্তরঃ গ

৭৬.   গাছের খাদ্য তালিকায় আছে

(ক)   N, P, K, S ও Zn

(খ)   Na, P K, S ও Zn

(গ)   N, B, K, S ও Al

(ঘ)   N, P, K, S ও Al

উত্তরঃ ক

৭৭.   মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?

(ক)   মেলানিন

(খ)   থায়ামিন

(গ)   ক্যারোটিন

(ঘ)   হিমোগ্লোবিন

উত্তরঃ ক

৭৮.   বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?

(ক)   তীক্ষ্ন দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে

(খ)   ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে

(গ)   সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

(ঘ)   অলৌকিকভাবে

উত্তরঃ গ

৭৯.   নিচের কোনটি DNAএর নাইট্রোজেন বেস?

(ক)   ইউরাসিল

(খ)   গোয়ানিন

(গ)   পিরিডক্সিন

(ঘ)   এ্যাসপারাজিন

উত্তরঃ খ

৮০নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?

(ক)   meson

(খ)   neutron

(গ)   proton

(ঘ)   electron

উত্তরঃ ঘ

৮১.   ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণপশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?

(ক)   ডেনিস

(খ)   ক্যাটারিনা

(গ)   আইভান

(ঘ)   রিটা

উত্তরঃ খ

৮২কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভূক্ত নয়?

(ক)   ডেনমার্ক

(খ)   ফিনল্যান্ড

(গ)   নেদারল্যান্ডস

(ঘ)   যুক্তরাষ্ট্র

উত্তরঃ ঘ

৮৩মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

(ক)   নাইজেরিয়া

(খ)   লেবানন

(গ)   নাইজারনুমো

(ঘ)   উগান্ডা

উত্তরঃ ঘ

৮৪.   কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?

(ক)   রিচার্ড এম নিক্সন

(খ)   জন এফ কেনেডি

(গ)   লিন্ডন বেইনস জনসন

(ঘ)   হ্যারি এস ট্রুম্যান

উত্তরঃ খ

৮৫মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?

(ক)   হ্যারি এস ট্রুম্যান

(খ)   ফ্রাঙ্কলিন রুজভেল্ট

(গ)   জেমস মনরো

(ঘ)   তথ্যটি সঠিক নয়

উত্তরঃ খ

৮৬ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?

(ক)   ৫৪৩

(খ)   ৫৪৫

(গ)   ৪১৪

(ঘ)   ৫৪০

উত্তরঃ ক

৮৭.   কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?

(ক)   মার্কিন যুক্তরাষ্ট্র

(খ)   নিউজিল্যান্ড

(গ)   বাহামা

(ঘ)   সুইজারল্যান্ড

উত্তরঃ খ

৮৮রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical weapons convention) কোন সালে স্বাক্ষরিত হয়?

(ক)   ১৯৯০

(খ)   ১৯৯৩

(গ)   ১৯৯৬

(ঘ)   ১৯৯৯

উত্তরঃ খ

৮৯কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?

(ক)   অছি পরিষদ

(খ)   সাধারণ পরিষদ

(গ)   নিরাপত্তা পরিষদ

(ঘ)   অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তরঃ গ

৯০.   কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

(ক)   ইয়াসির আরাফাত

(খ)   নাগীব মাহফুজ

(গ)   আনোয়ার সাদাত

(ঘ)   প্রফেসর আব্দুস সালাম

উত্তরঃ গ

৯১.   বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?

(ক)   খালেদ

(খ)   ফয়সাল

(গ)   আব্দুল আজিজ

(ঘ)   আব্দুল্লাহ

উত্তরঃ ঘ

৯২.   অক্সফাম (Oxfam)এর সদর দপ্তর কোথায়?

(ক)   নিউইয়র্ক

(খ)   ক্যামেনিক্স

(গ)   লন্ডন

(ঘ)   হেগ

উত্তরঃ গ

৯৩কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?

(ক)   হংকং

(খ)   শ্রীলংকা

(গ)   ম্যাকাও

(ঘ)   বাংলাদেশ

উত্তরঃ গ

৯৪.   নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?

(ক)   এবিএম চুক্তি (ABM)

(খ)   সল্ট-১ চুক্তি (SALT-1)

(গ)   সল্ট-২ চুক্তি (SALT-2)

(ঘ)   স্টার্ট-১ চুক্তি (START-1)

উত্তরঃ গ

৯৫.   Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

(ক)   ১৯৭৭

(খ)   ১৯৭৮

(গ)   ১৯৭৯

(ঘ)   ১৯৮১

উত্তরঃ ক

৯৬START-2 কী?

(ক)   টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল

(খ)   বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি

(গ)   কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি

(ঘ)   এর কোনটি নয়

উত্তরঃ গ

৯৭.   আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্যসংখ্যা কত?

(ক)   ২১

(খ)   ২২

(গ)   ২৩

(ঘ)   ২৭

উত্তরঃ ঘ

৯৮বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন (OIC) সংস্থার সদস্যপদ লাভ করে?

(ক)   ১৯৭২ সালে

(খ)   ১৯৭৩ সালে

(গ)   ১৯৭৪ সালে

(ঘ)   ১৯৭৫ সালে

উত্তরঃ গ

৯৯.   মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী . মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?

(ক)   ২১ বছর

(খ)   ২২ বছর

(গ)   ২৩ বছর

(ঘ)   ২৫ বছর

উত্তরঃ খ

১০০. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?

(ক)   সুন্নি

(খ)   শিয়া

(গ)   কুর্দি

(ঘ)   খ্রিষ্টান

উত্তরঃ গ

15 thoughts to “27th BCS Preliminary Questions & Answers”

  1. Hey There. I foundd your blog using msn. This iis a reallly
    welkl written article. I wil make surre to bookmark it and come back to
    reaqd more of your useful info. Thanks for thhe post.

    I wkll definitely comeback.

  2. Sinead pornHeeritage point adult community njNude girlfriend maasage videoNicollette sheridan nude
    picturesValerie n hzrville angelas vaginaFree upskmirts porn videoBreast butter.
    Venezuela xxxx chicasCss osition text bottomDevil cumVintage guitar restoration joshua wilkinsCrazy gloryholeSjogrens sytndrome clitorisBobb
    o’connor gaay community pittsburgh. Teen boy collectionSlopped out cuntsSex partijes in simss
    arkansasKakaehi iss gayClitoris femmale largeUnion ahtive
    adulkt communitiesThee 40 year old virgin torrent.
    Cock audition femdomHow to repair a vintage style metal tulipp
    lawn chairPhuket seex tourist hotelsTrwnsgender pigpe utubePlannning a surprise asult
    birthday partyFree asian girls wallpapersWhat are tthe warnig
    signs of breast cancer. Kinkk teenCandid teen undiesWiffe naked sexPrevent vahinal odorJodyy nubiles blowjobGrace asianFree
    adulkt sunny lane. Tranny fhcks slefVinage fishijng creelsFaacial filterNaked female acrobatsTeeen titans quiz
    4Mom strtapon fuck daughterSexual offrnder treatment pa.
    Erotic pics lansy mansfieldBritney fake picc ssex spearWhatt are the dangers of dry sexHoot for teacher
    xxxBig ttts and assesSerodiscordant heterosexual couplesFewww porn videos.
    Pee wee christmas cardsPussy penisds fuckingVintage
    youtubeBlack and white gay sexFree vintage coffvee clip artMeet another
    woman for sexFree spy ccam por videos. Gayy breed cumCarnival showw sexy momentsNuude rikaPiictures off cbs survivors
    nakedHudddle boob inspectorGreek word for premaritial
    sexVintage toys online. Mariel hemingway – sex monsterRussian anal frwe photoTube
    young amateurFucked on top a carMaale nude posingClawssy interracialRacharl ray loose
    herr breasts.

    Givve amaing blow jobSongs about lesbiansNudee yong teensSandrea bullock porn picsNasriun moore fuckingJeasica blaack lingerieAsian muszic mp3.
    Poud family henntai freewebsAmatuer porn free picturess thumbsSheeps sexTiiny asisn anals https://cutt.ly/pUhUtkR New visions adult store sex storiesGayy saunas in panama.
    Fucked my friends wifde porn videosTeen loe monbologues onlineAsuu cheerleader ssex videosGif
    peeing onn cactusLindsa floreentino sexSuuck uup dollsFree movie
    pic pussy. Freee tubes xxx home video pornHangarian girls nudeFetish surgeryJames
    with boobsSuer kodiaak 56 recurve boww vintageHow to field strjp taurus 1911Free stcking sex clips.
    Hoot nde gidl danceLas vvegas adult show ticketReeel to reel vintageColor of normal vsginal dischargeGirlls eating older womenhs pussiesDirty deepthoat blow jobs
    video clipsPull panties down get fuckerd clips. Christian addicted to pornPunjabi sexy girlsHormy young maturesFree animated asian clkip artTappingg
    oof latex rubberEsort servic in seoul koreaFreee bestaliaty sex.
    Beautiful long deep throatIndystrial strength boobsFreee nude joanna garciaAdult boutique storesVivid porn picture galleriesBllnde tgpBondage filth.
    Reduction of brast without surgeryHoome video glorry holesPictures nude jewish girlsHomemwde movies teen titsAnime bitch blowjobWorld’s largest
    asian malss peis tubeAmatuer sex video galleries. Kitty xxx leeds escort ukSex eatingTeen bolys sucking tubeFemdom
    cu eatingSexxy spicyWeet sexy car washAian crisp beef.

    Vocational training foor older aduilts californiaSex offenders in norwich
    ctBsty aswain lesbainsNuude lockeroom scenesNicole manske nakedPaul poeter registerdd ssex offeder calofornia transientHope suucked
    dans.

    Young orgazmsLexbians taling dirtyWhhy dell pc suckGrey striped sunflowedr seedsBuutt
    naked dancersFreren lesbkan pornI llike thhe smel of pussy.

    Tight bondage fantas thumbnailsBackrtoom casting
    nudxe picsWhat percent off teens use shroomsNudews bent overFujny bbig boob picsFiind marrird womman ffor
    sexGggg bukkake torrent. European escort singaporeC-net vrgin mobileTaufik hidayat
    asian games dohaK rca sexEmotinal problems for teens when hage sexRory pleasureAppeaal inn kill
    mann sex. Sexy greek partyy picturesAmatuer wwives
    1st intefracial sexSexy tied upTeen events in capital districtOldd weamon pornFist tim masturbatee tubeTeen drwams martina torrent.
    Willd geeman mature familpy sexJehny peesBathroo naked picsAdult
    tkys gold dust saleStrawberry fields xxxAdvbanced stage
    brdeast cancerAdullt protective servcices mlntgomery county.
    Bigg milky tiit tubesPussy andd titty picsPllus sise ault
    costumesJapanese youing uncesored xxx picsBlakk grand
    penisGay hardcore picGiant black cock tugjobs. Fender amerrican vintageNude wmen wid spreadNatasha
    dumon transvestiteSeexy storyesBikini jessica sipson videoNudee womesn tatoosFuuck myy virgin male asss movie.

    Manias blue teen kinksThee asiann ceisis 1997Diildo recommendationsYoung asians pussyEscorts castle rock coloradoMegans law california ssex offendersHannover ggay sauna.
    Free bbbw amafuer wifeMaturee seex thumbsBrett favre penisPinjy double penetrationRacael ray nudeStacey valentine doublke penetrationLesbian latina asslickers.
    Petra sharon threesomeKururu hentaiWalkk for breasdt cancer in cincinnatiAenturas gays ccon camioneros chilenosLos angeeles renbt midgedts mimesAnatomy andd disease penisFemale bopdy buijlders sucking dick.

  3. Hey theere would you mindd lrtting me kknow
    wich hosting company you’re using? I’ve loared your blog inn 3 completepy dijfferent intrnet browsers aand I must sayy this boog lowds a
    lot faster then most. Can you suggest a good internet hosting provider
    at a fair price? Many thanks, I appreciate it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *