বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান
বাংলা একাডেমি
- বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় – ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে (ভাষা আন্দোলনের ফলে)।
- বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম – বর্ধমান হাউজ
- বাংলা একাডেমিকে বলা হয় – জাতির মননের প্রতীক
- বাংলা একাডেমি উদ্বোধন করেন এবং উদ্বেধনী ভাষণ দেন – পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার
- বাংলা একাডেমির প্রথম নির্বাহী ছিলেন – মুহম্মদ বরকতউল্লাহ
- বাংলা একাডেমির প্রথম সভাপতি – মওলানা আকরম খাঁ
- বাংলা একাডেমির প্রথম পরিচালক – ড. মুহাম্মদ এনামুল হক
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক – ড. মাযহারুল ইসলাম
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক – অধ্যাপক শামসুজ্জামান খান
- বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় – ১৯৬০ সাল থেকে
- বাংলা একাডেমির বর্তমান বিভাগ ৪ টি। (গ্রন্থাগার একটি পৃথক বিভাগের মর্যাদায়)।
ক) গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগ
খ) ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগ
গ) পাঠ্যপুস্তক বিভাগ
ঘ) প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ - বাংলা একাডেমির প্রথম প্রকাশনা – বাংলা একাডেমি পত্রিকা (১৯৫৭)
- বাংলা একাডেমিতে অবস্থিত – ভাষা আন্দোলন জাদুঘর, নজরুল মঞ্চ ও নজরুল চত্বর।
- বাংলা একাডেমি থেকে সাময়িকী ও পত্রিকা বের হয় – ৬টি।
বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা:
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – ১৫ জুলাই ১৭৮৪ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ামে।
- এশিয়াটি সোসাইটির প্রতিষ্ঠাতা – স্যার উইলিয়াম জোন্স
- ‘পাকিস্তান এশিয়াটি সোসাইটি’ প্রতিষ্ঠিত হয় – ৩ জানুয়ারি ১৯৫২
- ‘পাকিস্তান এশিয়াটি সোসাইটি’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’ রাখা হয় – ১৯৭১ সালে
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বিশ্বকোষ – বাংলাপিডিয়া।
- ‘বাংলাপিডিয়া’ প্রকাশিত হয় – ২০০৩ সালে (১৪ খন্ডে)।
- বাংলাপিডিয়ার সম্পাদক – সিরাজুল ইসলাম।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট অবস্থিত – ঢাকার সেগুনবাগিচায়
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনানকে সাথে নিয়ে।
- এটি উদ্বোধন করা হয় – ২১ ফেব্রুয়ারী ২০১০ সালে (শেখ হাসিনা উদ্বোধন করেন)।
- এর উদ্দেশ্য – বাংলাসহ বিশ্বের সব ভাষার গবেষণা, উন্নয়ন, সংরক্ষণ ও সমন্বয়-সাধন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
- বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় – ১৯৭৪ সালে ঢাকার সেগুনবাগিচায়
- শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট – ১৯৭৪ সালে ‘পাকিস্তান আর্ট কাউন্সিলের’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ প্রতিষ্ঠা – করা হয়।
- শিল্পকলা একাডেমির উদ্দেশ্য – জাতীয় সংস্কৃতির লালন ও বিকাশ
বাংলাদেশ শিশু একাডেমি
- বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় – ১৯৭৬ সালে
- শিশু একাডেমির প্রতিষ্ঠাতা – রাষ্ট্রপতি জিয়াউর রহমান
- শিশু একাডেমি অবস্থিত – দোয়েল চত্বর সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শিশু একাডেমি প্রকাশিত সচিত্র মাসিক পত্রিকা – শিশু
নজরুল ইনিস্টিটিউট
- নজরুল ইনিস্টিটিউট প্রতিষ্ঠিতি হয় – ১৯৮৫ সালে
- নজরুল ইনিস্টিটিউট – ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের’ অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- নজরুল ইনিস্টিটিউট অবস্থিত – ঢাকার ধানমন্ডিতে ‘কবিভবনে’।
বিশ্বসাহিত্য কেন্দ্র
- বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় – ১৯৮২ সালে
- বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা – অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ
- বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্লোগান – আলোকিত মানুষ চাই।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
- ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় – ১৯৭৫ সালে
- ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ইসলামিক ফাউন্ডেশন – ধর্ম মন্ত্রণালয়ের অধীনে
- ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় – ঢাকার আগারগাঁওয়ে
- ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সাময়িকী – ৭টি (১টি আরবি ভাষায়)।
- ‘ইসলামি বিশ্বকোষ’ এর প্রকাশক – ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
ভাষা ও সাহিত্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাকাল
বাংলা সাহিত্যে প্রথম
- বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ – চর্যাপদ (২৪ জন পদকর্তা)
- বাংলা সাহিত্যের প্রাচীন/প্রথম নিদর্শন ও কাব্য – চর্যাপদ
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন ও কাব্য – শ্রীকৃষ্ণকীর্ত্তন (বড়– চন্ডীদাস)
- বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি – বিহারীলাল চক্রবর্তী
- বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত
- বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি – চন্দ্রাবতী
- বাংলা ভাষার আদি/প্রথম কবি – লুইপা
- রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম এবং প্রথম বাঙালি মুসলমান কবি – শাহ মুহম্মদ সগীর
- পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি – ফকির গরীবুল্লাহ
- বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বোধসম্পন্ন কবি – ঈশ্বরচন্দ্র গুপ্ত
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য – পদ্মিনী উপাখ্যান (রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়)
- বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য – মেঘনাদবধ (মাইকেল মধুসূদন দত্ত)
- বাংলা সাহিত্যের প্রথম জীবনীগ্রন্থ/জীবনীকাব্য – শ্রীচৈতন্য-ভাগবত (১৫৪৮, বৃন্দাবন দাস)
- বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান – ইউসুফ-জোলেখা (শাহ মুহম্মদ সগীর)
- বাঙালি রচিত এবং বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ – রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১, রামরাম বসু)
- বাংলা সাহিত্য বিষয়ক প্রথম মুদ্রিত গ্রন্থ – কথোপকথন (১৮০১, উইলিয়াম কেরি)
- বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা – ম্যানুয়েল দ্যা আসসুম্পসাঁও
- বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা – রাজা রামমোহন রায়
- রোমান অক্ষরে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ – পর্তুগিজ বাংলা ব্যাকরণ (১৭৪৩, ম্যানুয়েল দ্যা আসসুম্পসাঁও)
- বাঙালি রচিত এবং বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ – গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩, রাজা রামমোহন রায়)
- প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ – A Grammar of Bengal Language – (১৭৭৮, নাথিয়েল ব্রাসি হ্যালহেড)
- বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস – আলালের ঘরের দুলাল (১৮৫৮, প্যারীচাঁদ মিত্র)
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস – দুর্গেশনন্দিনী (১৮৬৫, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস – কপালকুন্ডলা (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- একুশের প্রথম উপন্যাস – আরেক ফাল্গুন (জহির রায়হান)
- বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক – প্যারীচাঁদ মিত্র
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক – স্বর্ণকুমারী দেবী
- বাংলা সাহিত্যের প্রথম নাটক – ভদ্রার্জুন (তারাচরণ সিকদার)
- বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক – শর্মিষ্ঠা (মাইকেল মধুসূদন দত্ত)
- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম রচিত নাটক – বসন্তকুমারী (মীর মশাররফ হোসেন)
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক – কৃষ্ণকুমারী (মাইকেল মধুসূদন দত্ত)
- বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক – কুলীনকুলসর্বস্ব (রামনারায়ণ তর্করত্ন)
- একুশের প্রথম নাটক – কবর (১৯৫৩, মুনীর চৌধুরী)
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার – মাইকেল মধুসূদন দত্ত
- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার – মীর মশাররফ হোসেন
- বাংলা সাহিত্যের প্রথম প্রহসন – একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৫৯, মাইকেল মধুসূদন দত্ত)
- বাংলাদেশের প্রথম প্রামাণ্য চলচ্চিত্র – স্টপ জেনোসাইড (১৯৭১, জহির রায়হান)
- বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র – মুখ ও মুখোশ (আব্দুল জব্বার খান)
- স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – ওরা এগার জন (১৯৭২, চাষী নজরুল ইসলাম)
- বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ – বেদান্ত (১৮১৫, রাজা রামমোহন রায়)
- একুশের প্রথম সাহিত্য সংকলন – একুশে ফেব্রুয়ারী (১৯৫৩, হাসান হাফিজুর রহমান)
- একুশের প্রথম কবিতা – কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুব উল আলম চৌধুরী)
- বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ – বঙ্গভাষা ও সাহিত্য (ড. দীনেশচন্দ্র সেন)
- ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ – নীলদর্পণ (১৮৬০, দীনবন্ধু মিত্র)
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী – দিগদর্শন (১৮১৮, জন ক্লার্ক মার্শম্যান)
- মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা – সমাচার সভারাজেন্দ্র (১৮৩১, শেখ আলীমুল্লাহ)
- বাংলায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা – আজাদ (১৯৩৫, মোহাম্মদ আকরম খাঁ)
- উপমহাদেশের প্রথম সংবাদপত্র (ইংরেজি সাপ্তাহিক) – বেঙ্গল গেজেট (১৭৮০, জেমস অগাস্টাস হিকি)
- বাংলাদেশের প্রথম সংবাদপত্র – রংপুর বার্তাবহ (১৮৪৭)
- বাংলা সাহিত্যে প্রথম সাধুরীতির ব্যবহারকারী – রাজা রামমোহন রায় (১৮১৫)
- প্রথম চলিতরীতির ব্যবহারকারী – প্রমথ চৌধুরী (১৯১৪)
- বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক (পূর্ণাঙ্গ) – ভাই গিরিশচন্দ্র সেন
- বাংলা লিপির সর্বপ্রথম নকশা প্রস্তুতকারী – চার্লস উইলকিনস
- বাঙালিদের মধ্যে প্রথম বাংলা অক্ষর খোদাইকারী – পঞ্চানন কর্মকার
- বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের ব্যবহারকারী – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রামায়ণের প্রথম বাংলা অনুবাদক – কৃত্তিবাস
- মহাভারতের প্রথম বাংলা অনুবাদক – কাশীরাম দাস
- বাংলাদেশের প্রথম ছাপাখানা – বার্তাবহ যন্ত্র (রংপুর)
- ঢাকার প্রথম ছাপাখানা – বাংলা প্রেস (১৮৬০, সুন্দর মিত্র)
- বাংলা বানানরীতির সংস্কারে প্রথম ভূমিকা পালন করে – কলকাতা বিশ্ববিদ্যালয়
ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন সাহিত্যকর্ম
মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম
একাত্তর নামের সাহিত্যকর্ম
লেখকদের উপাধি
লেখকদের ছদ্মনাম
নমুনা প্রশ্ন
১. কাজী নজরুল ইসলামকে কোন ছন্দের জনক বলা হয়?
ক) অক্ষরবৃত্ত
খ) মুক্তছন্দ
গ) মুক্তক মাত্রাবৃত্ত
ঘ) গদ্যছন্দ
উত্তর: গ
২. বাংলা একাডেমিতে অবস্থিত কোনটি?
ক) লালন জাদুঘর
খ) নজরুল ইনস্টিটিউট
গ) ভাষা আন্দোলন জাদুঘর
ঘ) চারুকলা একাডেমি
উত্তর: গ
৩. ‘বাংলার মিল্টন’ কে?
ক) ভারতচন্দ্র
খ) ঈশ্বরচন্দ্র
গ) হেমচন্দ্র
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: গ
৪. বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মানিক চৌধুরী
উত্তর: গ
৫. বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র-
ক) ঢাকা প্রকাশ
খ) রংপুর বার্তাবহ
গ) সমাচার দর্পণ
ঘ) বঙ্গদর্শন
উত্তর: খ
৬. ‘আলোকিত মানুষ চাই’ কোন প্রতিষ্ঠানের স্লোগান?
ক) নজরুল ইনস্টিটিউট
খ) বিশ্বসাহিত্য কেন্দ্র
গ) বাংলা একাডেমি
ঘ) শিশু একাডেমি
উত্তর: খ
৭. মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোনটি?
ক) শিখা
খ) বঙ্গদর্শন
গ) তত্তবোধিনী
ঘ) সবুজপত্র
উত্তর: ক
৮. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
ক) সওগাত
খ) সমকাল
গ) মোহাম্মদী
ঘ) শিখা
উত্তর: ঘ
৯. বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে?
ক) মুনীর চৌধুরী
খ) ওয়াকিল আহম্মেদ
গ) আব্দুল মান্নান
ঘ) সিরাজুল ইসলাম
উত্তর: ঘ
১০. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক) ১৯৫০ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৬ সালে
উত্তর: খ
১১. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ১৯ ডিসেম্বর ১৯৭০ সালে
খ) ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে
গ) ২১ ফেব্রুয়ারি ১৯৭১ সালে
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
উত্তর: খ
১২. বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
ক) ১৯৬০ সালে
খ) ১৯৬১ সালে
গ) ১৯৬২ সালে
ঘ) ১৯৬৪ সালে
উত্তর: ক
১৩. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) প্রভাতকুমার মুখোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ক
১৪. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ক) ভদ্রার্জুন
খ) নীলদর্পণ
গ) শর্মিষ্ঠা
ঘ) কবর
উত্তর: ক
১৫. ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম-
ক) বঙ্গভাষা ও সাহিত্য
খ) বাংলা সাহিত্যের কথা
গ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
ঘ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
উত্তর: খ
১৬. ভাষা আন্দোলনের সবচেয়ে মৌলিক ও প্রমান্য গ্রন্থের লেখক কে
ক) বশীর আল হেলাল
খ) ড. রফিকুল ইসলাম
গ) বদরুদ্দিন উমর
ঘ) ড. আহমদ শরীফ
উত্তর: গ
১৭. ‘পালামৌ’ ভ্রমণকাহিনীর রচয়িতা-
ক) শরৎচন্দ্র
খ) বঙ্কিমচন্দ্র
গ) সঞ্জীবচন্দ্র
ঘ) তারাশঙ্কর
উত্তর: গ
১৮. কোন কবি পঞ্চপান্ডবদের একজন?
ক) সমর সের
খ) পেমেন্দ্র মিত্র
গ) বুদ্ধদেব বসু
ঘ) মোহিতলাল মজুমদার
উত্তর: গ
১৯. বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য রচনা করেন-
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবীনচন্দ্র সেন
গ) মাইকলে মধুসূদন দত্ত
ঘ) কায়কোবাদ
উত্তর: গ
২০. ‘একাত্তরের যিশু’ গল্পের রচয়িতা-
ক) জাহানারা ইমাম
খ) রাবেয়া খাতুন
গ) শাহরিয়ার কবির
ঘ) এম অখতার মুকুল
উত্তর: গ
২১. একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে?
ক) অ্যালেন গিন্সবার্গ
খ) হাসান হাফিজুর রহমান
গ) মাহবুব উল আলম চৌধুরী
ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর: গ
২২. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক) কবর
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
গ) জন্ডিস ও বিবিধ বেলুন
ঘ) ওরা কদম আলী
উত্তর: ক
২৩. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা-
ক) খুশবন্ত সিংহ
খ) সুখওয়ান্ত সিংহ
গ) যশোবন্ত সিংহ
ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তর: ক
২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক) আমার আছে জল
খ) জলাঙ্গী
গ) সংশপ্তক
ঘ) সারেং বউ
উত্তর: খ
২৫. নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) লালসালু
খ) ক্রীতদাসের হাসি
গ) চিলেকোঠার সেপাই
ঘ) একটি কালো মেয়ের কথা
উত্তর: ঘ
২৬. ‘রাইফেল রোটি আওরত’ উপনাসের রচয়িতা-
ক) জহির রায়হান
খ) আনোয়ার পাশা
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) হাসান হাফিজুর রহমান
উত্তর: খ
২৭. ‘হাঙ্গর নদী গ্রেনেড’ উপন্যাসের রচয়িতা কে?
ক) সেলিনা হোসেন
খ) রাবেয়া খাতুন
গ) দিলারা জামান
ঘ) সেলিনা পারভীন
উত্তর: ক
২৮. ‘এ গোল্ডেন এজ’ উপন্যাসের রচয়িতা-
ক) তাহমিনা আনাম
খ) মনিকা আলী
গ) অরুন্ধতী রায়
ঘ) এদের কেউ নন
উত্তর: ক
২৯. ‘একাত্তরের ডায়েরি’ কার রচনা?
ক) সুফিয়া কামাল
খ) জাহানার ইমাম
গ) আয়েশা ফয়েজ
ঘ) সেলিনা হোসেন
উত্তর: ক
৩০. ভারতচন্দ্রের উপাধি-
ক) রায়বাহাদুর
খ) কবি কণ্ঠহার
গ) কবিকঙ্কন
ঘ) রায়গুণাকর
উত্তর: ঘ
৩১. যুগ সন্ধিক্ষণের কবি কে?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তর: ক
৩২. ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক) শরৎচন্দ্রকে
খ) বঙ্কিমচন্দ্রকে
গ) রবীন্দ্রনাথকে
ঘ) মধুসূদন দত্তকে
উত্তর: খ
৩৩. বাংলা গদ্যের জনক-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ
৩৪. ‘অপরাজেয় কথাশিল্পী’ কাকে বলা হয়?
ক) বঙ্কিমচন্দ্রকে
খ) শরৎচন্দ্রকে
গ) সত্যেন্দ্রনাথ দত্তকে
ঘ) ঈশ্বরচন্দ্রকে
উত্তর: খ
৩৫. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) শামসুর রাহমান
উত্তর: খ
৩৬. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে?
ক) কামিনী রায়
খ) কুসুমকুমারী দাশ
গ) বেগম রোকেয়া
ঘ) সুফিয়া কামাল
উত্তর: ঘ
৩৭. ‘শহিদ জননী’ নামে কে পরিচিত?
ক) সুফিয়া কামাল
খ) রাজিয়া মাহবুব
গ) জাহানারা ইমাম
ঘ) নুসরত জাহান
উত্তর: গ
৩৮. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ কে?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) ঈশ্বরী পাটনী
গ) গোবিন্দ দাশ
ঘ) মুকুন্দ দাস
উত্তর: ঘ
৩৯. ‘টেকচাঁদ ঠাকুর’ কার ছদ্মনাম?
ক) কালীপ্রসন্ন সিংহ
খ) প্যারীচাঁদ মিত্র
গ) দীনবন্ধু মিত্র
ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর: খ
৪০. ‘নীললোহিত’ কার ছদ্মনাম?
ক) সমরেশ মজুমদার
খ) রাজশেখর বসু
গ) সমর সেন
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: ঘ
৪১. নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম?
ক) অনিলা দেবী
খ) ভীমরুল
গ) যাযাবর
ঘ) কালকুট
উত্তর: ক
৪২. বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
ক) যাযাবর
খ) পরশুরাম
গ) জরাসন্ধ
ঘ) বনফুল
উত্তর: ঘ
৪৩. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
ক) বনফুল
খ) গাজী মিয়া
গ) জরাসন্ধ
ঘ) ভ্রমর
উত্তর: খ
৪৪. ‘বীরবল’ কার ছদ্মনাম?
ক) রামমোহন রায়
খ) প্রমথ চৌধুরী
গ) আবুল ফজল
ঘ) নবীনচন্দ্র সেন
উত্তর: খ
৪৫. রবি ঠাকুরের ছদ্মনাম হলো-
ক) পরশুরাম
খ) বিশ্বকবি
গ) সুনন্দ
ঘ) ভানুসিংহ
উত্তর: ঘ
৪৬. ‘দাদা ভাই’ এর আসল নাম কী?
ক) আবদুল্লাহ আল মুতী
খ) শওকত ওসমান
গ) কাজী মোতাহের হোসেন
ঘ) রোকনুজ্জামান খান
উত্তর: ঘ
৪৭. ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?
ক) সমরেশ বসু
খ) কালীপ্রসন্ন ঘোষ
গ) কালীপ্রসন্ন সিংহ
ঘ) যতীন্দ্রমোহন বাগচী
উত্তর: গ
৪৮. ‘দুখু মিয়া’ কোন কবির বাল্যনাম?
ক) জসীম উদ্দীন
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাশ
ঘ) অমিয় চক্রবর্তী
উত্তর: খ
৪৯. ‘একুশে ফেব্রুয়ারী’ প্রথম সংকলনের সম্পাদক কে?
ক) হাসান আজিজুল হক
খ) হাসান হাফিজুর রহমান
গ) মুনীর চৌধুরী
ঘ) আবুল বরকত
উত্তর: খ
৫০. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
ক) অগ্নিসাক্ষী
খ) চিলেকোঠার সেপাই
গ) আরেক ফাল্গুন
ঘ) অনেক সূর্যের আশা
উত্তর: গ।
তথ্যসূত্র:
১. হুমায়ূন আজাদ, লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী (১৯৭৬)
২. ক্ষেত্র গুপ্ত, বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস (কলকাতা ২০০১)
৩. ড. পার্থ চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্য পরিচয় (কলকাতা ২০০৮)
৪. শামসুজ্জামান খান, সেলিনা হোসেন ও অন্যান্য, চরিতাভিধান (বাংলা একাডেমি, জুন ১৯৮৫)
৫. ড. হায়াৎ মামুদ, ভাষাশিক্ষা : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০০৪)
৬. ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (অগ্নি পাবলিকেশন্স, এপ্রিল ২০০৪)