27th BCS Preliminary Questions & Answers

27th BCS Preliminary Questions & Answers

২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

 

০১.   কোনটি উপন্যাস?

(ক)   নতুন চাঁদ

(খ)   কন্যা কুমারী

(গ)   গড্ডালিকা

(ঘ)   নেমেসিস

উত্তরঃ খ

০২.   লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

(ক)   আলাওল

(খ)   কোরেশী মাগন ঠাকুর

(গ)   দৌলত কাজী

(ঘ)   সৈয়দ সুলতান

উত্তরঃ গ

০৩সাপ্তাহিকসুধাকর’-এর সম্পাদক কে?

(ক)   মুন্সী মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ

(খ)   মুন্সী মোহাম্মদ মেহেরউল্লাহ

(গ)   শেখ আব্দুর রহিম

(ঘ)   ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ গ

০৪.   মাসিক মোহম্মদী কোন সালে প্রকাশিত হয়?

(ক)   ১৯২৬

(খ)   ১৯২৭

(গ)   ১৯২৮

(ঘ)   ১৯২৯

উত্তরঃ খ

০৫.   কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

(ক)   কালিকলম

(খ)   প্রগতি

(গ)   কল্লোল

(ঘ)   সবুজপত্র

উত্তরঃ গ

০৬ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?

(ক)   অরণি

(খ)   পরিচয়

(গ)   নবশক্তি

(ঘ)   ক্রান্তি

উত্তরঃ ঘ

০৭.   গ্রিক শব্দ কোনটি?

(ক)   তুফান

(খ)   লুঙ্গী

(গ)   কুশন

(ঘ)   দাম

উত্তরঃ ঘ

০৮বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসগর্আছে?

(ক)   উনিশ

(খ)   কুড়ি

(গ)   একুশ

(ঘ)   বাইশ

উত্তরঃ গ

০৯.   ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?

(ক)   একরাত্রি

(খ)   শুভা

(গ)   সমাপ্তি

(ঘ)   পোস্টমাস্টার

উত্তরঃ গ

১০.   বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

(ক)   বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

(খ)   বঙ্গভাষা ও সাহিত্য

(গ)   বাংলা সাহিত্যের কথা

(ঘ)   বাংলা সাহিত্যের রূপরেখা

উত্তরঃ খ

১১.   কত খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়েরজগত্তারিণীপদক লাভ করেন?

(ক)   ১৯১৬

(খ)   ১৯২৩

(গ)   ১৯৩৩

(ঘ)   ১৯০৩

উত্তরঃ খ

১২.   রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

(ক)   মাগধী ব্যাকরণ

(খ)   গৌড়ীয় ব্যাকরণ

(গ)   মাতৃভাষা ব্যাকরণ

(ঘ)   ভাষা ও ব্যাকরণ

উত্তরঃ খ

১৩.   ‘মেছোশব্দের প্রকৃতিপ্রত্যয় কী?

(ক)   মাছ + ও

(খ)   মেছ + ও

(গ)   মাছি + উয়া > ও

(ঘ)   মাছ + উয়া > ও

উত্তরঃ ঘ

১৪.   কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

(ক)   বাক্ + দান = বাগদান

(খ)   উৎ + ছেদ = উচ্ছেদ

(গ)   পর + পর = পরস্পর

(ঘ)   সম + সার = সংসার

উত্তরঃ গ

১৫.   বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?

(ক)   মধুসূদন দত্ত

(খ)   দীনবন্ধু মিত্র

(গ)   জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

(ঘ)   রামনারায়ণ তর্করত্ন

উত্তরঃ ঘ

১৬.   প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়

(ক)   উপমিত

(খ)   উপমান

(গ)   উপমেয়

(ঘ)   রূপক

উত্তরঃ গ

১৭.   ‘পাখী সব করে রব রাতি পোহাইলপঙক্তির রচয়িতা

(ক)   রামনারায়ণ তর্করত্ন

(খ)   বিহারীলাল চক্রবর্তী

(গ)   কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ)   মদনমোহন তর্কালংকার

উত্তরঃ ঘ

১৮.   ‘আমি কিংবদন্তীর কথা বলছি’-এর রচয়িতা কে?

(ক)   সিকানদার আবু জাফর

(খ)   আবু জাফর ওবায়দুল্লাহ

(গ)   ফররুখ আহমদ

(ঘ)   আহসান হাবীব

উত্তরঃ খ

১৯.   ‘জীবনে জ্যাঠামি সাহিত্যে ন্যাকামিসহ্য করতে পারতেন না

(ক)   বঙ্কিমচন্দ্র

(খ)   সৈয়দ মুজতবা আলী

(গ)   প্রমথ চৌধুরী

(ঘ)   প্রমথনাথ বিশী

উত্তরঃ গ

২০.   ‘ মাটি সোনার বাড়া’- উদ্বৃতিতেসোনাকোন অর্থে ব্যবহার করা হয়েছে?

(ক)   বিশেষণের অতিশায়ন

(খ)   রূপবাচক বিশেষণ

(গ)   উপাদানবাচক বিশেষণ

(ঘ)   বিধেয় বিশেষণ

উত্তরঃ ক

২১.   What would have happened if ____?

(ক)   The bridge is broken

(খ)   The bridge would break

(গ)   The bridge had broken

(ঘ)   The bridge had been broken

উত্তরঃ গ

২২.   Explain the meaning of ‘Bring to pass’.

(ক)   Cause to destroy

(খ)   Cause to happen

(গ)   Cause to carry out

(ঘ)   Cause to convince

উত্তরঃ খ

২৩Which of the following sentences is the correct one?

(ক)   Paper is made of wood

(খ)   Paper is made from wood

(গ)   Paper is made by wood

(ঘ)   Paper is made on wood

উত্তরঃ খ

২৪.   The word ‘bounty’ is closest in meaning to –

(ক)   generosity

(খ)   familiar

(গ)   dividing line

(ঘ)   sympathy

উত্তরঃ ক

২৫.   Give the correct passive form of ‘My teacher embodies all the good qualities’.

(ক)   All the good qualities are embodied by my teacher

(খ)   All the good qualities are embodied in my teacher

(গ)   All the good qualities are embodied to my teacher

(ঘ)   All the good qualities are embodied on my teacher

উত্তরঃ খ

২৬Choose the correct indirect speech – She asked me, ‘Are you happy in your new job?’

(ক)   She asked me if I was happy in my new job.

(খ)   She asked me if I have been happy in my new job

(গ)   She asked me whether I am happy in my new job

(ঘ)   She asked me if I had been happy in my new job

উত্তরঃ ক

২৭.   The meaning of the word ‘obese’ is –

(ক)   very fat

(খ)   ugly

(গ)   tardy

(ঘ)   obnoxious

উত্তরঃ ক

২৮A person who writes about his own life writes –

(ক)   a diary

(খ)   a biography

(গ)   an autobiography

(ঘ)   a chronicle

উত্তরঃ গ

২৯.   Which of the following sentences is correct?

(ক)   Why have you done this?

(খ)   Why you had done this?

(গ)   Why you have done this

(ঘ)   Why did you done this?

উত্তরঃ ক

৩০What will be the correct preposition to complete the sentence?

       ‘I am not good _____ translation’.

(ক)   in

(খ)   about

(গ)   with

(ঘ)   at

উত্তরঃ ঘ

৩১.   Which is the noun of the word ‘beautiful’.

(ক)   Beauty

(খ)   Beautify

(গ)   Beautious

(ঘ)   Beautifully

উত্তরঃ ক

৩২Fill in the blank with appropriate preposition.

       ‘Hurry up! we have to go ____ five minutes’.

(ক)   in

(খ)   on

(গ)   by

(ঘ)   for

উত্তরঃ গ

৩৩Identify the imperative sentence.

(ক)   I shall go to college

(খ)   Matin is singing a song

(গ)   Stand up

(ঘ)   It has been raining since morning

উত্তরঃ গ

৩৪.   Fill in the gap with the suitable word:

       To stay healthy, we must plan to have a balanced –

(ক)   diet

(খ)   food

(গ)   drink

(ঘ)   environment

উত্তরঃ ক

৩৫Choose the correct alternative and mark its letter on your answer sheet.

       The rich should not look down ____ the poor.

(ক)   at

(খ)   for

(গ)   towards

(ঘ)   upon

উত্তরঃ ঘ

৩৬I took the map with me, as I didn’t want to _____ my way on the journey.

(ক)   loose

(খ)   lose

(গ)   lost

(ঘ)   loss

উত্তরঃ খ

৩৭.   Every driver must be held ____ his own actions.

(ক)   responsible for

(খ)   responsible to

(গ)   liable to

(ঘ)   blamed for

উত্তরঃ ক

৩৮‘Through thick and thin’ means –

(ক)   under all conditions

(খ)   to make thick and thin

(গ)   to clear understanding

(ঘ)   of great density

উত্তরঃ ক

৩৯‘prior to’ means –

(ক)   after

(খ)   before

(গ)   immediately

(ঘ)   during the period of

উত্তরঃ খ

৪০.   Nobody knocked him down; it was an –

(ক)   incident

(খ)   occurrence

(গ)   accident

(ঘ)   event

উত্তরঃ গ

৪১.   + + + …………….. + ৫০ = কত?

(ক)   ৩৫৭২৫

(খ)   ৪২৯২৫

(গ)   ৪৫৫০০

(ঘ)   ৪৮২২৫

উত্তরঃ খ

৪২.   টাকায় ৫টি করে কিনে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

(ক)   ৪৫%

(খ)   ৪৮.৫০%

(গ)   ৫২.৭৫%

(ঘ)   ৫৬.২৫%

উত্তরঃ ঘ

৪৩.   এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়

(ক)   ৪৫% কমানো হয়েছে

(খ)   ৬.২৫% কমানো হয়েছে

(গ)   ৫% বাড়ানো হয়েছে

(ঘ)   ৬.২৫% বাড়ানো হয়েছে

উত্তরঃ খ

৪৪.   যদি একটি কাজ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

(ক)   ৭

(খ)   ৯

(গ)   ১০

(ঘ)   ১২

উত্তরঃ খ

৪৫.   শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া টাকা কমে গেল বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?

(ক)   ৪০

(খ)   ৪৮

(গ)   ৫০

(ঘ)   ৬০

উত্তরঃ ঘ

৪৬.   পিতা, মাতা পুত্রের বয়সের গড় ৩৭ বছর আবার পিতা পুত্রের বয়সের গড় ৩৫ বছর মাতার বয়স কত?

(ক)   ৩৮ বছর

(খ)   ৪১ বছর

(গ)   ৪৫ বছর

(ঘ)   ৪৮ বছর

উত্তরঃ খ

৪৭.   যদি (x – y)2 = 14 এবং xy = 2 হয়, তবে x2 + y2 = কত?

(ক)   12

(খ)   14

(গ)   16

(ঘ)   18

উত্তরঃ ঘ

৪৮.   বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

(ক)   ৪

(খ)   ৯

(গ)   ১২

(ঘ)   ১৬

উত্তরঃ খ

৪৯.   একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

(ক)   ৩৬

(খ)   ৪৮

(গ)   ৫৬

(ঘ)   ৭২

উত্তরঃ ক

৫০.   ৬০ থেকে ৮০এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে

(ক)   ৮

(খ)   ১২

(গ)   ১৮

(ঘ)   ১৪০

উত্তরঃ গ

৫১.   NIPORT কী?

(ক)   জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

(খ)   পোলট্রি ফার্ক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

(গ)   নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

(ঘ)   বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

উত্তরঃ ক

৫২.   সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেনবলা আছে?

(ক)   ১০ নং অনুচ্ছেদে

(খ)   ২১ (২) নং অনুচ্ছেদে

(গ)   ২৭ নং অনুচ্ছেদে

(ঘ)   ২৮ (২) নং অনুচ্ছেদে

উত্তরঃ ঘ

৫৩UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত?

(ক)   ৪৪৪ ডলার

(খ)   ৭৭০ ডলার

(গ)   ১০৭০ ডলার

(ঘ)   ১৭৭০ ডলার

উত্তরঃ ঘ

৫৪.   স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্যবীরপ্রতীকউপাধি লাভ করে কতজন?

(ক)   ৭ জন

(খ)   ৬৯ জন

(গ)   ১৭৫ জন

(ঘ)   ৪২৬ জন

উত্তরঃ ঘ

৫৫.   বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

(ক)   দিনাজপুর

(খ)   গোপালপুর

(গ)   পাকশী

(ঘ)   ঈশ্বরদী

উত্তরঃ ঘ

৫৬মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?

(ক)   ২০১০ সাল

(খ)   ২০১৫ সাল

(গ)   ২০২০ সাল

(ঘ)   ২০২৫ সাল

উত্তরঃ খ

৫৭.   রাজারবাগ পুলিশ লাইনেদুর্জয়ভাস্কর্যটির শিল্পী কে?

(ক)   হামিদুর রহমান

(খ)   মৃণাল হক

(গ)   শামীম শিকদার

(ঘ)   নভেরা আহমেদ

উত্তরঃ খ

৫৮চট্টগ্রামকক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?

(ক)   ৭০০ কি. মি.

(খ)   ৫৭০ কি. মি.

(গ)   ৩০০ কি. মি.

(ঘ)   ১৭০ কি. মি.

উত্তরঃ ঘ

৫৯.   রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?

(ক)   বিজয়স্তম্ভ

(খ)   বিজয়কেতন

(গ)   স্বাধীনতা সোপান

(ঘ)   রক্ত সোপান

উত্তরঃ ঘ

৬০বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

(ক)   রাজশাহী

(খ)   ঢাকা

(গ)   চট্টগ্রাম

(ঘ)   খুলনা

উত্তরঃ ক

৬১.   প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.?

(ক)   ৫.০৩

(খ)   ৬.০৩

(গ)   ৪.৮

(ঘ)   ৬.১৫

উত্তরঃ ঘ

৬২বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?

(ক)   পারভীন ফাতেমা

(খ)   ফিরোজা বেগম

(গ)   রওশন জাহান

(ঘ)   কানিজ ফাতেমা

উত্তরঃ খ

৬৩বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

(ক)   ১৩৬ তম

(খ)   ১৩৭ তম

(গ)   ১৩৮ তম

(ঘ)   ১৩৯ তম

উত্তরঃ ক

৬৪.   কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

(ক)   তানভীর কবীর

(খ)   হামিদুর রহমান

(গ)   হামিদুজ্জামান

(ঘ)   অস্কার বাদল

উত্তরঃ খ

৬৫জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?

(ক)   বি এ সিদ্দিকী

(খ)   খাজা ওয়াসিউদ্দিন

(গ)   হুমায়ুন রশীদ চৌধুরী

(ঘ)   শমসের মবিন চৌধুরী

উত্তরঃ গ

৬৬স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?

(ক)   ৫ জন

(খ)   ৭ জন

(গ)   ২ জন

(ঘ)   ৬ জন

উত্তরঃ গ

৬৭.   কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে?

(ক)   ১৯৯৫

(খ)   ১৯৯৬

(গ)   ১৯৯৮

(ঘ)   ২০০১

উত্তরঃ গ

৬৮লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?

(ক)   ৫ম

(খ)   ৮ম

(গ)   ৯ম

(ঘ)   ১০ম

উত্তরঃ খ

৬৯সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?

(ক)   ৮

(খ)   ১০

(গ)   ১২

(ঘ)   ১৪

উত্তরঃ ক

৭০.   বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?

(ক)   ১৯৭২

(খ)   ১৯৭৩

(গ)   ১৯৭৫

(ঘ)   ১৯৯৭

উত্তরঃ খ

৭১.   কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?

(ক)   পেট্রোল ইঞ্জিনে

(খ)   ডিজেল ইঞ্জিনে

(গ)   রকেট ইঞ্জিনে

(ঘ)   বিমান ইঞ্জিনে

উত্তরঃ ক

৭২.   সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘে্যর বিকিরণ হচ্ছে

(ক)   আলফা রশ্মি

(খ)   বিটা রশ্মি

(গ)   গামা রশ্মি

(ঘ)   রঞ্জন রশ্মি

উত্তরঃ গ

৭৩.   মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

(ক)   দুটি

(খ)   চারটি

(গ)   ছয়টি

(ঘ)   আটটি

উত্তরঃ খ

৭৪.   প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ

(ক)   রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে

(খ)   বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়

(গ)   উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

(ঘ)   সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

উত্তরঃ গ

৭৫.   বিলিরুবিন তৈরি হয়

(ক)   পিত্তথলিতে

(খ)   কিডনিতে

(গ)   প্লীহায়

(ঘ)   যকৃতে

উত্তরঃ গ

৭৬.   গাছের খাদ্য তালিকায় আছে

(ক)   N, P, K, S ও Zn

(খ)   Na, P K, S ও Zn

(গ)   N, B, K, S ও Al

(ঘ)   N, P, K, S ও Al

উত্তরঃ ক

৭৭.   মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?

(ক)   মেলানিন

(খ)   থায়ামিন

(গ)   ক্যারোটিন

(ঘ)   হিমোগ্লোবিন

উত্তরঃ ক

৭৮.   বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?

(ক)   তীক্ষ্ন দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে

(খ)   ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে

(গ)   সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে

(ঘ)   অলৌকিকভাবে

উত্তরঃ গ

৭৯.   নিচের কোনটি DNAএর নাইট্রোজেন বেস?

(ক)   ইউরাসিল

(খ)   গোয়ানিন

(গ)   পিরিডক্সিন

(ঘ)   এ্যাসপারাজিন

উত্তরঃ খ

৮০নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?

(ক)   meson

(খ)   neutron

(গ)   proton

(ঘ)   electron

উত্তরঃ ঘ

৮১.   ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণপশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?

(ক)   ডেনিস

(খ)   ক্যাটারিনা

(গ)   আইভান

(ঘ)   রিটা

উত্তরঃ খ

৮২কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভূক্ত নয়?

(ক)   ডেনমার্ক

(খ)   ফিনল্যান্ড

(গ)   নেদারল্যান্ডস

(ঘ)   যুক্তরাষ্ট্র

উত্তরঃ ঘ

৮৩মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

(ক)   নাইজেরিয়া

(খ)   লেবানন

(গ)   নাইজারনুমো

(ঘ)   উগান্ডা

উত্তরঃ ঘ

৮৪.   কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?

(ক)   রিচার্ড এম নিক্সন

(খ)   জন এফ কেনেডি

(গ)   লিন্ডন বেইনস জনসন

(ঘ)   হ্যারি এস ট্রুম্যান

উত্তরঃ খ

৮৫মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?

(ক)   হ্যারি এস ট্রুম্যান

(খ)   ফ্রাঙ্কলিন রুজভেল্ট

(গ)   জেমস মনরো

(ঘ)   তথ্যটি সঠিক নয়

উত্তরঃ খ

৮৬ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?

(ক)   ৫৪৩

(খ)   ৫৪৫

(গ)   ৪১৪

(ঘ)   ৫৪০

উত্তরঃ ক

৮৭.   কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?

(ক)   মার্কিন যুক্তরাষ্ট্র

(খ)   নিউজিল্যান্ড

(গ)   বাহামা

(ঘ)   সুইজারল্যান্ড

উত্তরঃ খ

৮৮রাসায়নিক অস্ত্র চুক্তি (Chemical weapons convention) কোন সালে স্বাক্ষরিত হয়?

(ক)   ১৯৯০

(খ)   ১৯৯৩

(গ)   ১৯৯৬

(ঘ)   ১৯৯৯

উত্তরঃ খ

৮৯কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?

(ক)   অছি পরিষদ

(খ)   সাধারণ পরিষদ

(গ)   নিরাপত্তা পরিষদ

(ঘ)   অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তরঃ গ

৯০.   কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

(ক)   ইয়াসির আরাফাত

(খ)   নাগীব মাহফুজ

(গ)   আনোয়ার সাদাত

(ঘ)   প্রফেসর আব্দুস সালাম

উত্তরঃ গ

৯১.   বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?

(ক)   খালেদ

(খ)   ফয়সাল

(গ)   আব্দুল আজিজ

(ঘ)   আব্দুল্লাহ

উত্তরঃ ঘ

৯২.   অক্সফাম (Oxfam)এর সদর দপ্তর কোথায়?

(ক)   নিউইয়র্ক

(খ)   ক্যামেনিক্স

(গ)   লন্ডন

(ঘ)   হেগ

উত্তরঃ গ

৯৩কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?

(ক)   হংকং

(খ)   শ্রীলংকা

(গ)   ম্যাকাও

(ঘ)   বাংলাদেশ

উত্তরঃ গ

৯৪.   নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?

(ক)   এবিএম চুক্তি (ABM)

(খ)   সল্ট-১ চুক্তি (SALT-1)

(গ)   সল্ট-২ চুক্তি (SALT-2)

(ঘ)   স্টার্ট-১ চুক্তি (START-1)

উত্তরঃ গ

৯৫.   Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

(ক)   ১৯৭৭

(খ)   ১৯৭৮

(গ)   ১৯৭৯

(ঘ)   ১৯৮১

উত্তরঃ ক

৯৬START-2 কী?

(ক)   টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল

(খ)   বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি

(গ)   কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি

(ঘ)   এর কোনটি নয়

উত্তরঃ গ

৯৭.   আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্যসংখ্যা কত?

(ক)   ২১

(খ)   ২২

(গ)   ২৩

(ঘ)   ২৭

উত্তরঃ ঘ

৯৮বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন (OIC) সংস্থার সদস্যপদ লাভ করে?

(ক)   ১৯৭২ সালে

(খ)   ১৯৭৩ সালে

(গ)   ১৯৭৪ সালে

(ঘ)   ১৯৭৫ সালে

উত্তরঃ গ

৯৯.   মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী . মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?

(ক)   ২১ বছর

(খ)   ২২ বছর

(গ)   ২৩ বছর

(ঘ)   ২৫ বছর

উত্তরঃ খ

১০০. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?

(ক)   সুন্নি

(খ)   শিয়া

(গ)   কুর্দি

(ঘ)   খ্রিষ্টান

উত্তরঃ গ

28th BCS Preliminary Questions & Answers

28th BCS Preliminary Questions & Answers

২৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

 

০১.   চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?

(ক)   বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে

(খ)   আরাকান রাজগ্রন্থাগার থেকে

(গ)   নেপালের রাজগ্রন্থশালা থেকে

(ঘ)   সুদূর চীন দেশ থেকে

উত্তরঃ (গ)

০২.   মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী?

(ক)   বিজয়গুপ্ত

(খ)   ভারতচন্দ্র রায়গুণাকর

(গ)   মুকুন্দরাম চক্রবর্তী

(ঘ)   কানা হরি দত্ত

উত্তরঃ (খ)

০৩বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?

(ক)   নবদ্বীপের

(খ)   মিথিলার

(গ)   বৃন্দাবনের

(ঘ)   বর্ধমানের

উত্তরঃ (খ)

০৪.   শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়াই কী ধরনের চরিত্র?

(ক)   শ্রী রাধার ননদিনী

(খ)   রাধাকৃষ্ণের প্রেমের দূতী

(গ)   শ্রী রাধার শাশুড়ি

(ঘ)   জনৈক গোপবালা

উত্তরঃ (খ)

০৫.   লোকসাহিত্য কাকে বলে?

(ক)   গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে

(খ)   লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে

(গ)   লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, ছড়া, গান ইত্যাদিকে

(ঘ)   গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে

উত্তরঃ (গ)

০৬বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?

(ক)   নবম শতকে

(খ)   ত্রয়োদশ শতকে

(গ)   ষোড়শ শতকে

(ঘ)   ঊনিশ শতকে

উত্তরঃ (ঘ)

০৭.   বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?

(ক)   দিগদর্শন

(খ)   সংবাদ প্রভাকর

(গ)   তত্ত্ববোধিনী

(ঘ)   বঙ্গদর্শন

উত্তরঃ (ক)

০৮ইয়ংবেঙ্গল কী?

(ক)   বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ

(খ)   ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

(গ)   একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম

(ঘ)   একটি সাময়িক পত্রের নাম

উত্তরঃ (খ)

০৯.   দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

(ক)   বুড়ো শালিকের গাড়ে রোঁ

(খ)   বিয়ে পাগলা বুড়ো

(গ)   কিঞ্চিত জলযোগ

(ঘ)   কল্কি অবতার

উত্তরঃ (খ)

১০.   মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?

(ক)   নটির পূজা

(খ)   বেহুলা গীতাভিনয়

(গ)   নবীন তপস্বিনী

(ঘ)   কৃষ্ণকুমারী

উত্তরঃ (খ)

১১.   কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?

(ক)   ১৮১৭ সালে

(খ)   ১৮৩২ সালে

(গ)   ১৮৫২ সালে

(ঘ)   ১৭৫৩ সালে

উত্তরঃ (ঘ)

১২.   বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?

(ক)   মোতাহের হোসেন

(খ)   ইসমাইল হোসেন সিরাজী

(গ)   মীর মশাররফ হোসেন

(ঘ)   ফররুখ আহমদ

উত্তরঃ (গ)

১৩.   রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?

(ক)   একরাত্রি

(খ)   নষ্টনীড়

(গ)   ক্ষুধিত পাষাণ

(ঘ)   মধ্যবর্তিনী

উত্তরঃ (গ)

১৪.   নজরুল ইসলামের সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি?

(ক)   মাহে নও

(খ)   সওগাত

(গ)   ধূমকেতু

(ঘ)   কালিকলম

উত্তরঃ (গ)

১৫.   জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

(ক)   ধূসর পান্ডুলিপি

(খ)   কবিতার কথা

(গ)   ঝরা পালক কবি

(ঘ)   দুর্দিনের যাত্রী

উত্তরঃ (খ)

১৬.   ‘সাত সাগরের মাঝিকাব্যগ্রন্থের রচয়িতা কে?

(ক)   কাজী নজরুল ইসলাম

(খ)   ফররুখ আহমদ

(গ)   আব্দুল কাদির

(ঘ)   বন্দে আলী মিয়া

উত্তরঃ (খ)

১৭.   বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

(ক)   অগ্নিস্বাক্ষী

(খ)   চিলেকোঠার সেপাই

(গ)   আরেক ফাল্গুন

(ঘ)   অনেক সূর্যের আশা

উত্তরঃ (গ)

১৮.   মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

(ক)   শঙ্খনীল কারাগার

(খ)   কাঁটাতারের প্রজাপতি

(গ)   জাহান্নাম হতে বিদায়

(ঘ)   আর্তনাদ

উত্তরঃ (গ)

১৯.   শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

(ক)   বনী আদম

(খ)   জননী

(গ)   চৌরসন্ধি

(ঘ)   ক্রীতদাসের হাসি

উত্তরঃ (ঘ)

২০.   “উপরোধশব্দের অর্থ কী?

(ক)   প্রতিরোধ

(খ)   উপস্থাপন

(গ)   অনুরোধ

(ঘ)   উপযোগী

উত্তরঃ (গ)

২১.   A rocket flying to the moon does not need wings because –

(ক)   It has no engine

(খ)   Space has too much dust

(গ)   It has no fuel

(ঘ)   Space is airless

উত্তরঃ (ঘ)

২২.   Rubber is notable for its –

(ক)   lightness

(খ)   heaviness

(গ)   elasticity

(ঘ)   viscosity

উত্তরঃ (গ)

২৩Julius Caesar was the ruler of Rome about

(ক)   1000 years ago

(খ)   1500 years ago

(গ)   2000 years ago

(ঘ)   3000 years ago

উত্তরঃ (গ)

২৪.   The South Pole is located in the

(ক)   Arctic

(খ)   Antarctic

(গ)   Antipodes

(ঘ)   Occident

উত্তরঃ (খ)

২৫.   Tiger : Zoology : : Mars :

(ক)   Astrology

(খ)   Cryptology

(গ)   Astronomy

(ঘ)   Telescopy

উত্তরঃ (গ)

২৬Break : Repair : : Wound

(ক)   Heal

(খ)   Hurt

(গ)   Fix

(ঘ)   Plaster

উত্তরঃ (ক)

২৭.   Frightened : Scream : : Angry :

(ক)   Cry

(খ)   Shiver

(গ)   Shout

(ঘ)   Sneer

উত্তরঃ (গ)

২৮He _____ consciousness as a result of his head hitting the car’s dashboard.

(ক)   failed

(খ)   broke

(গ)   lost

(ঘ)   passed

উত্তরঃ (গ)

২৯.   Only after I _____ home, did I remember my doctor’s appointment.

(ক)   going

(খ)   go

(গ)   went

(ঘ)   gone

উত্তরঃ (গ)

৩০When they had their first child, they put _____ a large sum for his education.

(ক)   aside

(খ)   beside

(গ)   outside

(ঘ)   under

উত্তরঃ (ক)

৩১.   Dhaka is becoming one of the _____ cities in Asia.

(ক)   more busy

(খ)   busy

(গ)   busiest

(ঘ)   most busiest

উত্তরঃ (গ)

৩২He had written the book before he _____

(ক)   retired

(খ)   had retired

(গ)   has retired

(ঘ)   will be retired

উত্তরঃ (ক)

৩৩Rirzvi requested Rini _____ telephone to attend the meeting.

(ক)   over

(খ)   through

(গ)   with

(ঘ)   by

উত্তরঃ (ক)

৩৪.   The word “precedence” means ____

(ক)   example

(খ)   priority

(গ)   elderly

(ঘ)   case

উত্তরঃ (খ)

৩৫The prices of rice are –

(ক)   raising

(খ)   risen

(গ)   rising

(ঘ)   raised

উত্তরঃ (গ)

৩৬“To get along with” means –

(ক)   to adjust

(খ)   to accompany

(গ)   to interest

(ঘ)   to walk

উত্তরঃ (ক)

৩৭.   “If winter comes, can spring be far behind?’ These lines were written by –

(ক)   Keats

(খ)   Frost

(গ)   Eliot

(ঘ)   Shelley

উত্তরঃ (ঘ)

৩৮The verb of the word “short” is –

(ক)   enshort

(খ)   shorten

(গ)   shorted

(ঘ)   shorting

উত্তরঃ (খ)

৩৯‘Light’ is to ‘dark’ as ‘cold’ is to –

(ক)   hot

(খ)   heat

(গ)   cool

(ঘ)   winter

উত্তরঃ (ক)

৪০.   Many prefer donating money _____ distributing clothes.

(ক)   than

(খ)   but

(গ)   to

(ঘ)   without

উত্তরঃ (গ)

৪১.   Julia has been ill ____ three months.

(ক)   since

(খ)   about

(গ)   in

(ঘ)   for

উত্তরঃ (ঘ)

৪২.   We were waiting for the bus. The underlined part is –

(ক)   a noun phrase

(খ)   an infinitive phrase

(গ)   a prepositional phrase

(ঘ)   a verb phrase

উত্তরঃ (ক)

৪৩.   The word ‘disinterested’ means –

(ক)   lack of interest

(খ)   indifferent

(গ)   callous

(ঘ)   neutral

উত্তরঃ (ঘ)

৪৪.   Who did write first English dictionary?

(ক)   Boswell

(খ)   Ben Johnson

(গ)   Samuel Johnson

(ঘ)   Milton

উত্তরঃ (গ)

৪৫.   New programs will be _____ next week in Bangladesh Television.

(ক)   telecast

(খ)   published

(গ)   telecasted

(ঘ)   broadcasted

উত্তরঃ (ক)

৪৬.   The word ‘electorate’ means –

(ক)   election office

(খ)   a body of voters

(গ)   many elections

(ঘ)   candidates

উত্তরঃ (খ)

৪৭.   There is no alternative ____ training.

(ক)   to

(খ)   for

(গ)   than

(ঘ)   of

উত্তরঃ (ক)

৪৮.   ‘Animal Farm’ was written by –

(ক)   George Orwell

(খ)   Stevenson

(গ)   Swift

(ঘ)   Mark Twain

উত্তরঃ (ক)

৪৯.   Which sentence is correct?

(ক)   This is an unique case

(খ)   This is a unique case

(গ)   This is a very unique case

(ঘ)   This is the most unique caser

উত্তরঃ (খ)

৫০.   I cannot _____ to pay such high prices.

(ক)   able

(খ)   but

(গ)   try

(ঘ)   afford

উত্তরঃ (ঘ)

৫১.   If you count 1 to 100, how many 5s will you pass on the way?

(ক)   10

(খ)   11

(গ)   18

(ঘ)   19

উত্তরঃ (ঘ)

৫২.   A farmer had 17 hens, All but 9 died. How many live hens were left?

(ক)   0

(খ)   9

(গ)   8

(ঘ)   16

উত্তরঃ (খ)

৫৩It two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes.

(ক)   3

(খ)   6

(গ)   9

(ঘ)   18

উত্তরঃ (খ)

৫৪.   The fifth consonant from the beginning of this sentence is the letter –

(ক)   i

(খ)   e

(গ)   a

(ঘ)   t

উত্তরঃ (ঘ)

৫৫.   If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a –

(ক)   Sunday

(খ)   Tuesday

(গ)   Wednesday

(ঘ)   Monday

উত্তরঃ (গ)

৫৬Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?

(ক)   7 meters

(খ)   14 meters

(গ)   10 meters

(ঘ)   6 meters

উত্তরঃ (গ)

৫৭.   30% of 10 is 10% of which?

(ক)   30

(খ)   60

(গ)   40

(ঘ)   600

উত্তরঃ (ক)

৫৮Rahim is 12 years old, he is three times older than Karim. What will be the age of Rahim when he is two times older than Karim?

(ক)   15 years

(খ)   16 years

(গ)   17 years

(ঘ)   18 years

উত্তরঃ (খ)

৫৯.   Divide 30 by half and add 10. What do you get?

(ক)   25

(খ)   45

(গ)   55

(ঘ)   70

উত্তরঃ (ঘ)

৬০If a man swims 4 meters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?

(ক)   0.8 mph

(খ)   1.6 mph

(গ)   2.4 mph

(ঘ)   3.2 mph

উত্তরঃ (খ)

৬১.   এক গ্রাম পানির তাপমাত্রা ২০ হতে ৩০ সেলসিয়াস বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?

(ক)   ১০ ক্যালরি

(খ)   ২ ক্যালরি

(গ)   ৩ ক্যালরি

(ঘ)   ৪ ক্যালরি

উত্তরঃ (ক)

৬২রেফ্রিজারেটরের কমপ্রেসারের কাজ কী?

(ক)   ফ্রেয়নকে ঘনীভূত করা

(খ)   ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

(গ)   ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো

(ঘ)   ফ্রেয়নকে ঠান্ডা করা

উত্তরঃ (খ)

৬৩কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?

(ক)   ১ সেকেন্ড

(খ)   ০.১ সেকেন্ড

(গ)   ০.০১ সেকেন্ড

(ঘ)   ০.০০১ সেকেন্ড

উত্তরঃ (খ)

৬৪.   টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

(ক)   স্থায়ী চুম্বক

(খ)   অস্থায়ী চুম্বক

(গ)   সংকর চুম্বক

(ঘ)   প্রাকৃতিক চুম্বক

উত্তরঃ (ক)

৬৫টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রংএর ছবি ব্যবহার করা হয়?

(ক)   ১টি

(খ)   ২টি

(গ)   ৩টি

(ঘ)   ৪টি

উত্তরঃ (গ)

৬৬পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?

(ক)   কমপ্যাক, ১৯৮৫

(খ)   এপসন, ১৯৮১

(গ)   আইবিএম, ১৯৮৩

(ঘ)   অ্যাপল, ১৯৭৭

উত্তরঃ (খ)

৬৭.   যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কী?

(ক)   ট্রান্সফর্মার

(খ)   মোটর

(গ)   জেনারেটর

(ঘ)   ডায়নামো

উত্তরঃ (ক)

৬৮বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?

(ক)   ওয়াট আওয়ারে

(খ)   ওয়াটে

(গ)   ভোল্টে

(ঘ)   কিলোওয়াট ঘন্টায়

উত্তরঃ (ঘ)

৬৯কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

(ক)   গ্লিসারিন

(খ)   ফিটকিরি

(গ)   সোডিয়াম ক্লোরাইড

(ঘ)   ক্যালসিয়াম কার্বনেট

উত্তরঃ (ঘ)

৭০.   পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

(ক)   সোডিয়াম

(খ)   পটাসিয়াম

(গ)   ম্যাগনেসিয়াম

(ঘ)   কোনটিই নয়

উত্তরঃ (ক)

৭১.   চা পাতায় কোন ভিটামিন থাকে?

(ক)   ভিটামিন-ই

(খ)   ভিটামিন-কে

(গ)   ভিটামিন-বি কমপ্লেক্স

(ঘ)   ভিটামিন-এ

উত্তরঃ (গ)

৭২.   উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?

(ক)   নাইট্রোজেনের

(খ)   ফসফরাসের

(গ)   ইউরিয়ার

(ঘ)   পটাসিয়ামের

উত্তরঃ (ক)

৭৩.   মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?

(ক)   ১৫ ইঞ্চি (প্রায়)

(খ)   ১৭ ইঞ্চি (প্রায়)

(গ)   ১৮ ইঞ্চি (প্রায়)

(ঘ)   ২০ ইঞ্চি (প্রায়)

উত্তরঃ (গ)

৭৪.   ক্যান্সার রোগের কারণ কী?

(ক)   কোষের অস্বাভাবিক মৃত্যু

(খ)   কোষের অস্বাভাবিক বৃদ্ধি

(গ)   কোষের অস্বাভাবিক জমাট বাঁধা

(ঘ)   উপরের সবগুলি

উত্তরঃ (খ)

৭৫.   ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

(ক)   অগ্ন্যাশয় হতে

(খ)   প্যানক্রিয়াস হতে

(গ)   লিভার হতে

(ঘ)   পিটুইটারী গ্ল্যান্ড হতে

উত্তরঃ (ক)

৭৬.   সুষম খাদ্যের উপাদান কয়টি?

(ক)   ৪টি

(খ)   ৫টি

(গ)   ৬টি

(ঘ)   ৮টি

উত্তরঃ (গ)

৭৭.   জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?

(ক)   আলট্রা-ভায়োলেট রশ্মি

(খ)   বিটা রশ্মি

(গ)   আলফা রশ্মি

(ঘ)   গামা রশ্মি

উত্তরঃ (ঘ)

৭৮.   জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কী?

(ক)   প্রাকৃতিক পরিবেশ

(খ)   সামাজিক পরিবেশ

(গ)   বায়বীয় পরিবেশ

(ঘ)   সাংস্কৃতিক পরিবেশ

উত্তরঃ (ক)

৭৯.   কোথায় দিন রাত্রি সর্বদা সমান?

(ক)   মেরু অঞ্চলে

(খ)   নিরক্ষরেখায়

(গ)   উত্তর গোলার্ধে

(ঘ)   দক্ষিণ গোলার্ধে

উত্তরঃ (খ)

৮০ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?

(ক)   সৌর বছর

(খ)   কসমিক ইয়ার

(গ)   আলোক বর্ষ

(ঘ)   পালসার

উত্তরঃ (খ)

৮১.   কোন্ গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?

(ক)   নেগ্রিটো

(খ)   ভোটচীন

(গ)   দ্রাবিড়

(ঘ)   অস্ট্রিক

উত্তরঃ (ঘ)

৮২ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

(ক)   ১২০৬ খ্রি.

(খ)   ১৩১০ খ্রি.

(গ)   ১৬১০ খ্রি.

(ঘ)   ১৫২৬ খ্রি.

উত্তরঃ (গ)

৮৩ঐতিহাসিক ২১দফা দাবীর প্রথম দাবীটি কী ছিল?

(ক)   বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা

(খ)   প্রাদেশিক স্বায়ত্তশাসন

(গ)   পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ

(ঘ)   বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ

উত্তরঃ (ক)

৮৪.   অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?

(ক)   ১৬ ডিসেম্বর ১৯৭৯

(খ)   ২৬ ডিসেম্বর ১৯৭৯

(গ)   ১ জানুয়ারি ১৯৮০

(ঘ)   ২১ ফেব্রুয়ারি ১৯৮০

উত্তরঃ (ক)

৮৫জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

(ক)   ৪৬.৫ মি.

(খ)   ৪৬ মি.

(গ)   ৪৫.৫ মি.

(ঘ)   ৪৫ মি.

উত্তরঃ (ক)

৮৬হাজংদের অধিবাস কোথায়?

(ক)   ময়মনসিংহ ও নেত্রকোনা

(খ)   কক্সবাজার ও রামু

(গ)   রংপুর ও দিনাজপুর

(ঘ)   সিলেট ও মণিপুর

উত্তরঃ (ক)

৮৭.   নিঝুম দ্বীপের আয়তন কত?

(ক)   ৮০ ব. মা.

(খ)   ৮২ ব. মা.

(গ)   ৮৫ ব. মা.

(ঘ)   ৯০ ব. মা.

উত্তরঃ (ঘ)

৮৮বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?

(ক)   ৮৫৪৫০ টি

(খ)   ৮৪৫০০ টি

(গ)   ৮৫৫০০ টি

(ঘ)   ৮৩৯০০ টি

উত্তরঃ (গ)

৮৯বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?

(ক)   ৭ মার্চ ১৯৭৩

(খ)   ৫ মার্চ ১৯৭৩

(গ)   ৬ এপ্রিল ১৯৭৩

(ঘ)   ১১ এপ্রিল ১৯৭৩

উত্তরঃ (ক)

৯০.   বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?

(ক)   সেন্টমার্টিন

(খ)   লালপুর

(গ)   হিলি

(ঘ)   লালমোহন

উত্তরঃ (ক)

৯১.   যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?

(ক)   ৯৯

(খ)   ১০০

(গ)   ১০১

(ঘ)   ১০২

উত্তরঃ (খ)

৯২.   ফেয়ার ফ্যাক্স কী?

(ক)   সংবাদ সংস্থা

(খ)   পরিবেশ সংস্থা

(গ)   গোয়েন্দা সংস্থা

(ঘ)   মানবাধিকার সংস্থা

উত্তরঃ (গ)

৯৩NASAএর সদর দফতর কোথায়?

(ক)   ফ্লোরিডা

(খ)   হিউস্টন

(গ)   কেপ কেনেডি

(ঘ)   টেকসাস

উত্তরঃ (ক)

৯৪.   দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?

(ক)   ৩০০ বছর

(খ)   ৩৩৫ বছর

(গ)   ৩৪২ বছর

(ঘ)   ৫০০ বছর

উত্তরঃ (গ)

৯৫.   বসনিয়ায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?

(ক)   বিল ক্লিনটন

(খ)   জিমি কার্টার

(গ)   নিক্সন

(ঘ)   রিগান

উত্তরঃ (খ)

৯৬ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

(ক)   নিকোলাস সার্কোজি

(খ)   জ্যাক শিরাক

(গ)   ফ্রাঁসিয়ে মিতেরাঁ

(ঘ)   জেনারেল দ্য গল

উত্তরঃ (ক)

৯৭.   হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?

(ক)   হিমালয়

(খ)   কুনলুন পর্বত

(গ)   ব্ল্যাক ফরেস্ট

(ঘ)   আলপস

উত্তরঃ (খ)

৯৮মেক্সিকো যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?

(ক)   সনোরা লাইন

(খ)   ম্যাকনামারা লাইন

(গ)   ডুরান্ড লাইন

(ঘ)   হিন্টারবার্গ লাইন

উত্তরঃ (ক)

৯৯.   ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?

(ক)   বেলজিয়াম

(খ)   ফ্রান্স

(গ)   জার্মানী

(ঘ)   ফিনল্যান্ড

উত্তরঃ (ক)

১০০. বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০%?

(ক)   পোল্যান্ড

(খ)   লিথুনিয়া

(গ)   কাজাকিস্তান

(ঘ)   স্লোভাকিয়া

উত্তরঃ (ঘ)

29th BCS Preliminary Questions & Answers

29th BCS Preliminary Questions & Answers

২৯ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

 

০১.   বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

(ক)   ১৩টি

(খ)   ১০টি

(গ)   ১২টি

(ঘ)   ১১টি

উত্তরঃ (ঘ)

০২.   বাংলা সাহিত্যের আদি কবি কে?

(ক)   কাহ্নপা

(খ)   চেগুনপা

(গ)   লুইপা

(ঘ)   ভূসুকুপা

উত্তরঃ (গ)

০৩.  ‘তৎসমশব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

(ক)   চলিত রীতি

(খ)   সাধু রীতি

(গ)   মিশ্র রীতি

(ঘ)   আঞ্চলিক রীতি

উত্তরঃ (খ)

০৪.   বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

(ক)   অক্ষয় দত্ত

(খ)   মার্সম্যান

(গ)   ব্রাসি হেলহেড

(ঘ)   রাজা রামমোহন

উত্তরঃ (ঘ)

০৫.   ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?

(ক)   সাত সাগরের মাঝি

(খ)   পাখির বাসা

(গ)   হাতেমতাই

(ঘ)   নৌফেল ও হাতেম

উত্তরঃ (ক)

০৬প্রাচীনতম বাঙ্গালি মুসলমান কবি কে?

(ক)   আলাওল

(খ)   সৈয়দ সুলতান

(গ)   মুহম্মদ খান

(ঘ)   শাহ মুহম্মদ সগীর

উত্তরঃ (ঘ)

০৭.   ‘চাচা কাহিনীরলেখক কে?

(ক)   সৈয়দ সামসুল হক

(খ)   শওকত ওসমান

(গ)   সৈয়দ মুজতবা আলী

(ঘ)   ফররুখ আহমদ

উত্তরঃ (গ)

০৮মুসলমান নারী জাগরণের কবি

(ক)   ফজিলাতুন্নেছা

(খ)   ফয়জুন্নেছা

(গ)   বেগম রোকেয়া

(ঘ)   শামসুন্নাহার

উত্তরঃ (ঘ)

০৯.   ‘শ্রীকৃষ্ণকীর্তণরচয়িতা কে?

(ক)   জ্ঞানদাস

(খ)   দীন চন্ডিদাস

(গ)   বড়ু চন্ডিদাস

(ঘ)   দীনহীন চন্ডিদাস

উত্তরঃ (গ)

১০.   বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?

(ক)   প্রভু যিশুর বাণী

(খ)   কৃপার শাস্ত্রের অর্থভেদ

(গ)   ফুলমণি ও করুণার বিতরণ

(ঘ)   মিশনারি জীবন

উত্তরঃ (খ)

১১.   কবি আলাওলের জন্মস্থান কোনটি?

(ক)   ফরিদপুরের সুরেশ্বর

(খ)   চট্টগ্রামের জোবরা

(গ)   বার্মার আরাকান

(ঘ)   চট্টগ্রামের পটিয়া

উত্তরঃ (খ)

১২.   ‘অনলপ্রবাহরচনা করেন

(ক)   সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

(খ)   মোজাম্মেল হক

(গ)   এয়াকুব আলী চৌধুরী

(ঘ)   মনিরুজ্জামান ইসলামাবাদি

উত্তরঃ (ক)

১৩.   ‘অগ্নিবীণাবাক্যের প্রথম কবিতা কোনটি?

(ক)   ধূমকেতু

(খ)   বিদ্রোহী

(গ)   প্রলয়োল্লাস

(ঘ)   অগ্রপথিক

উত্তরঃ (গ)

১৪.   বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

(ক)   কল্লোল

(খ)   সবুজপত্র

(গ)   বঙ্গদর্শন

(ঘ)   কালিকলম

উত্তরঃ (খ)

১৫.   ‘জনৈকশব্দটির সন্ধি বিচ্ছেদ

(ক)   জন + ইক

(খ)   জন + এক

(গ)   জনৈ + এক

(ঘ)   জন + ঈক

উত্তরঃ (খ)

১৬.   বাক্যের তিনটি গুণ কী কী?

(ক)   আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়

(খ)   আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা

(গ)   যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়

(ঘ)   কোনটিই নয়

উত্তরঃ (খ)

১৭.   ‘একাত্তরের চিঠি’-কোন জাতীয় রচনা?

(ক)   মুক্তিযুদ্ধের বিবরণ

(খ)   মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

(গ)   মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন

(ঘ)   ভিন্নধর্মী ডায়েরি

উত্তরঃ (গ)

১৮.   বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

(ক)   ১৯৫৫ খ্রিস্টাব্দে

(খ)   ১৩৫৫ বঙ্গাব্দে

(গ)   ১৯৫২ খ্রিস্টাব্দে

(ঘ)   ১৩৫২ বঙ্গাব্দে

উত্তরঃ (ক)

১৯.   সনেট কবিতার প্রবর্তক কে?

(ক)   দ্বিজেন্দ্র লাল রায়

(খ)   রজনীকান্ত সেন

(গ)   মাইকেল মধুসূদন দত্ত

(ঘ)   অতুলপ্রসাদ সেন

উত্তরঃ (গ)

২০.   সমাস ভাষাকে কী করে?

(ক)   সংক্ষেপ করে

(খ)   বিস্তৃত করে

(গ)   অর্থপূর্ণ করে

(ঘ)   অর্থের রূপান্তর ঘটায়

উত্তরঃ (ক)

২১.   I have not heard from him ____

(ক)   long since

(খ)   for a long time

(গ)   since long

(ঘ)   for long

উত্তরঃ (ক)

২২.   Honey is _____ sweet.

(ক)   very

(খ)   too much

(গ)   much too

(ঘ)   excessive

উত্তরঃ (ক)

২৩Your conduct admits _____ no excuse.

(ক)   to

(খ)   for

(গ)   of

(ঘ)   at

উত্তরঃ (গ)

২৪.   He had a ____ headache.

(ক)   strong

(খ)   acute

(গ)   serious

(ঘ)   bad

উত্তরঃ (ঘ)

২৫.   I shall not ____ the examination this year.

(ক)   give

(খ)   appear at

(গ)   sit

(ঘ)   go for

উত্তরঃ (খ)

২৬They travelled to Savar ____

(ক)   on foot

(খ)   by walking

(গ)   on their feet

(ঘ)   by foot

উত্তরঃ (ক)

২৭.   He said that he ____ be unable come.

(ক)   will

(খ)   shall

(গ)   should

(ঘ)   would

উত্তরঃ (ঘ)

২৮Neither Rini nor Simi ____ qualified for the job.

(ক)   are

(খ)   is

(গ)   were

(ঘ)   had

উত্তরঃ (খ)

২৯.   He said that he ____ the previous day.

(ক)   had come

(খ)   had come

(গ)   came

(ঘ)   arrived

উত্তরঃ (খ)

৩০He watched the boat _____ down the river.

(ক)   to foot

(খ)   floating

(গ)   was floating

(ঘ)   had floating

উত্তরঃ (খ)

৩১.   ‘Sky’ is to ‘bird’ as ‘water’ is to ____

(ক)   feather

(খ)   fish

(গ)   boat

(ঘ)   lotus

উত্তরঃ (খ)

৩২‘Good’ is to ‘bad’ as ‘white’ is to ____

(ক)   dark

(খ)   black

(গ)   grey

(ঘ)   ebony

উত্তরঃ (খ)

৩৩‘Botany’ is to ‘plants’ as Zoology’ is to ____

(ক)   flowers

(খ)   trees

(গ)   dear

(ঘ)   animals

উত্তরঃ (ঘ)

৩৪.   The bad news struck him like a bolt from the ____

(ক)   sky

(খ)   heavers

(গ)   firmament

(ঘ)   blue

উত্তরঃ (ঘ)

৩৫When one is ‘pragmatic’ he is being ___

(ক)   wasteful

(খ)   productive

(গ)   practical

(ঘ)   fussy

উত্তরঃ (গ)

৩৬“Into the ____ of death rode the isx hundred”.

(ক)   city

(খ)   turnnel

(গ)   road

(ঘ)   valley

উত্তরঃ (ঘ)

৩৭.   “To be or not to be, that is the ___.”

(ক)   meaning

(খ)   question

(গ)   answer

(ঘ)   issue

উত্তরঃ (খ)

৩৮“I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.”

(ক)   desire

(খ)   hope

(গ)   dream

(ঘ)   wish

উত্তরঃ (গ)

৩৯Who wrote the two famous novels. ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’?

(ক)   Thomas Hardy

(খ)   Jane Austen

(গ)   George Eliot

(ঘ)   Charles Dickens

উত্তরঃ (ঘ)

৪০.   Who wrote the plays, ‘The Tempest’ and ‘The Mid Summer Night’s Dream’?

(ক)   Ben Jonson

(খ)   Christopher Marlowe

(গ)   John Dryden

(ঘ)   William Shakespeare

উত্তরঃ (ঘ)

৪১.   ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক)   ১৯১১ সালে

(খ)   ১৯২১ সালে

(গ)   ১৯৩১ সালে

(ঘ)   ১৯৪১ সালে

উত্তরঃ (খ)

৪২.   বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?

(ক)   ১৪টি

(খ)   ৪০টি

(গ)   ৩৪টি

(ঘ)   ৫০টি

উত্তরঃ খ

৪৩.   বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

(ক)   লর্ড কার্জন

(খ)   লর্ড ওয়েলেসলি

(গ)   লর্ড ডালহৌসি

(ঘ)   লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ (ক)

৪৪.   বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?

(ক)   সেন্টমার্টিন

(খ)   সাতগ্রাম

(গ)   মুজিবনগর

(ঘ)   চৌদ্দগ্রাম

উত্তরঃ (ক)

৪৫.   আইএলও সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক)   লন্ডন

(খ)   জেনেভা

(গ)   নিউইয়র্ক

(ঘ)   দিল্লী

উত্তরঃ (খ)

৪৬.   এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক)   ব্যাংকক

(খ)   সিঙ্গাপুর

(গ)   দিল্লী

(ঘ)   কলম্বো

উত্তরঃ (ক)

৪৭.   ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক)   লন্ডন

(খ)   ব্রাসেলস

(গ)   বন

(ঘ)   প্যারিস

উত্তরঃ (খ)

৪৮.   বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

(ক)   ভারত

(খ)   শ্রীলংকা

(গ)   মিয়ানমার

(ঘ)   রাশিয়া

উত্তরঃ (ক)

৪৯.   বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

(ক)   সৈয়দ নজরুল ইসলাম

(খ)   তাজউদ্দিন আহমেদ

(গ)   শেখ মুজিবুর রহমান

(ঘ)   ক্যাপটেন মনসুর আলী

উত্তরঃ (গ)

৫০.   সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী?

(ক)   সোনারগাঁ

(খ)   জাহাঙ্গীরনগর

(গ)   ঢাকা

(ঘ)   গৌড়

উত্তরঃ (ঘ)

৫১.   বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

(ক)   শেখ মুজিবুর রহমান

(খ)   জেনারেল আতাউল গণি ওসমানি

(গ)   তাজউদ্দিন আহমদ

(ঘ)   ক্যাপটেন মনসুর আলী

উত্তরঃ (খ)

৫২.   পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?

(ক)   ৩টি

(খ)   ৫টি

(গ)   ৭টি

(ঘ)   ৯টি

উত্তরঃ (ক)

৫৩East London কোথায় অবস্থিত?

(ক)   ইংল্যান্ডে

(খ)   জার্মানিতে

(গ)   আমেরিকায়

(ঘ)   দক্ষিণ আফ্রিকায়

উত্তরঃ (ঘ)

৫৪.   ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

(ক)   লর্ড কার্জন

(খ)   লর্ড মাউন্টব্যাটেন

(গ)   লর্ড বেন্টিক

(ঘ)   লর্ড ওয়াভেল

উত্তরঃ (খ)

৫৫.   মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

(ক)   ৪টি

(খ)   ৭টি

(গ)   ১১টি

(ঘ)   ১৪টি

উত্তরঃ (গ)

৫৬মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

(ক)   জর্জ বুশ

(খ)   হিলারী ক্নিনটন

(গ)   বরার্ট গেইট

(ঘ)   কন্ডালিৎসা রাইস

উত্তরঃ বর্তমানে রেক্স টিলারসন

৫৭.   ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

(ক)   সোনিয়া গান্ধী

(খ)   ড. মনমোহন সিং

(গ)   মমতা ব্যানার্জী

(ঘ)   রাহুল গান্ধী

উত্তরঃ বর্তমানে নরেন্দ্র মোদি

৫৮জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক)   লন্ডন

(খ)   নিউইয়র্ক

(গ)   প্যারিস

(ঘ)   মস্কো

উত্তরঃ (খ)

৫৯.   সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

(ক)   দিল্লী

(খ)   ইসলামাবাদ

(গ)   কাঠমান্ডু

(ঘ)   ঢাকা

উত্তরঃ (গ)

৬০টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

(ক)   পদ্মা

(খ)   যমুনা

(গ)   নাফ

(ঘ)   কর্ণফুলী

উত্তরঃ (গ)

৬১.   কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?

(ক)   RAM

(খ)   ROM

(গ)   হার্ডওয়্যার

(ঘ)   সফটওয়্যার

উত্তরঃ (খ)

৬২সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন দেশে?

(ক)   যুক্তরাষ্ট্র

(খ)   ভারত

(গ)   জাপান

(ঘ)   নেপাল

উত্তরঃ (ক)

৬৩ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়?

(ক)   বিদ্যুৎ

(খ)   তাপ

(গ)   চুম্বক

(ঘ)   কিছুই হয় না

উত্তরঃ (ক)

৬৪.   যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদেরকে কি বলা হয়?

(ক)   আইসোটোপ

(খ)   আইসোটোন

(গ)   আইসোমার

(ঘ)   আইসোবার

উত্তরঃ (খ)

৬৫চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

(ক)   বায়ুমন্ডলীয় প্রতিসরণে

(খ)   আলোর বিচ্ছুরণে

(গ)   অপাবর্তনে

(ঘ)   দৃষ্টিভ্রমে

উত্তরঃ (ক)

৬৬লাল আলোতে নীল রংয়ের বস্তু কেমন দেখায়?

(ক)   বেগুনী

(খ)   সবুজ

(গ)   হলুদ

(ঘ)   কালো

উত্তরঃ (ঘ)

৬৭.   বৈদ্যুতিক বালবের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?

(ক)   সংকর ধাতু

(খ)   সীসা

(গ)   টাংস্টেন

(ঘ)   তামা

উত্তরঃ (গ)

৬৮জারণ বিক্রিয়ায় কি ঘটে?

(ক)   ইলেক্ট্রন গ্রহণ

(খ)   ইলেক্ট্রন আদান-প্রদান

(গ)   ইলেক্ট্রন বর্জন

(ঘ)   শুধু তাপ উৎপন্ন হয়

উত্তরঃ (গ)

৬৯নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?

(ক)   P4O10

(খ)   MgO

(গ)   CO

(ঘ)   ZnO

উত্তরঃ (খ)

৭০.   কোন ধাতু পানি অপেক্ষা হালকা?

(ক)   ম্যাগনেসিয়াম

(খ)   ক্যালসিয়াম

(গ)   সোডিয়াম

(ঘ)   পটাসিয়াম

উত্তরঃ (গ)

৭১.   পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

(ক)   সোডিয়াম

(খ)   পটাসিয়াম

(গ)   ম্যাগনেসিয়াম

(ঘ)   জিংক

উত্তরঃ (ক)

৭২.   কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?

(ক)   ডারউইন

(খ)   লুইপাস্তুর

(গ)   প্রিস্টলি

(ঘ)   ল্যাভয়েসিয়ে

উত্তরঃ (খ)

৭৩.   সুষম খাদ্যের উপাদান কয়টি?

(ক)   ৪টি

(খ)   ৫টি

(গ)   ৬টি

(ঘ)   ৮টি

উত্তরঃ (গ)

৭৪.   গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?

(ক)   উষ্ণতা থেকে রক্ষার জন্য

(খ)   অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য

(গ)   আলো থেকে রক্ষার জন্য

(ঘ)   ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য

উত্তরঃ (খ)

৭৫.   পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

(ক)   আলিবার্ড

(খ)   এস্ট্রোলার হল

(গ)   ওবেরী হল

(ঘ)   কসমস

উত্তরঃ (ক)

৭৬.   সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?

(ক)   ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

(খ)   ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

(গ)   ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

(ঘ)   ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

উত্তরঃ (ক)

৭৭.   জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?

(ক)   ৬ ঘন্টা ১৩ মি.

(খ)   ৮ ঘন্টা

(গ)   ১২ ঘন্টা

(ঘ)   ১৩ ঘন্টা ১৫ মি.

উত্তরঃ (ক)

৭৮.   কোনটি বায়ুর উপাদান নহে?

(ক)   নাইট্রোজেন

(খ)   হাইডড্রোজেন

(গ)   কার্বন

(ঘ)   ফসফরাস

উত্তরঃ (ঘ)

৭৯.   অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?

(ক)   চুন

(খ)   সেভিং সোপ

(গ)   ফিটকিরি

(ঘ)   কস্টিক সোডা

উত্তরঃ (গ)

৮০কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?

(ক)   পায়খানা, প্রস্রাবখানায়

(খ)   গোসলখানায়

(গ)   পুকুরে

(ঘ)   নালায়

উত্তরঃ (ক)

৮১.   ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক তাদের সমষ্টি কত?

(ক)   ১৪৬

(খ)   ৯৯

(গ)   ১০৫

(ঘ)   ১০৭

উত্তরঃ (ঘ)

৮২.  40 সংখ্যাটি a হতে 11 কম গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে?

(ক)   a + 11 = 40

(খ)   a + 40 = 11

(গ)   a = 40 + 11

(ঘ)   a = 40 + 1

উত্তরঃ (গ)

৮৩পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

(ক)   ৯

(খ)   ১০

(গ)   ১

(ঘ)   -১

উত্তরঃ (গ)

৮৪.   ., .০১ .০০১১এর সমষ্টি কত?

(ক)   ০.০১১১১

(খ)   ১.১১১১

(গ)   ১১.১১০১

(ঘ)   ১.১০১১১

উত্তরঃ (খ)

৮৫.  1.16এর সাধারণ ভগ্নাংশ কোনটি?

(ক)  \(1\frac { 1 }{ 6 } \)

(খ)  \(1\frac { 8 }{ 45 } \)

(গ)  \(1\frac { 16 }{ 99 } \)

(ঘ)  \(1\frac { 4 }{ 25 } \)

উত্তরঃ (ঘ)

৮৬৪টি টাকার নোট ৮টি টাকার নোট একত্রে ৮টি টাকার নোটের কত অংশ?

(ক)  \(\frac { 1 }{ 4 } \)

(খ)  \(\frac { 1 }{ 2 } \)

(গ)  \(\frac { 1 }{ 8 } \)

(ঘ)  \(\frac { 1 }{ 16 } \)

উত্তরঃ (খ)

৮৭.   পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে

(ক)   ৯

(খ)   ১২

(গ)   ১৪

(ঘ)   ১৫

উত্তরঃ (ঘ)

৮৮Which of the following integers has the most divisors?

(ক)   88

(খ)   91

(গ)   95

(ঘ)   99

উত্তরঃ (ক)

৮৯Successive discount of 20% and 15% are equal to a single discount of –

(ক)   30%

(খ)   32%

(গ)   34%

(ঘ)   35%

উত্তরঃ (খ)

৯০.   City B is 5 miles east of city A. City C is 10 miles southeast of city B. Which of the following is the closest to the distance from city A to City C?

(ক)   11 miles

(খ)   12 miles

(গ)   13 miles

(ঘ)   14 miles

উত্তরঃ (ঘ)

৯১.   ‘আবদুল্লাহউপন্যাসের রচয়িতা কে?

(ক)   মোহাম্মদ নজীবর রহমান

(খ)   কাজী ইমদাদুল হক

(গ)   শেখ ফজলুল করিম

(ঘ)   মমতাজ উদ্দিন আহম্মেদ

উত্তরঃ (খ)

৯২.   বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম

(ক)   দূর্গেশনন্দিনী

(খ)   কপালকূন্ডলা

(গ)   কৃষ্ণকান্তের উইল

(ঘ)   রজনী

উত্তরঃ (ক)

৯৩দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?

(ক)   নাফ

(খ)   তেঁতুলিয়া

(গ)   আড়িয়াল খাঁ

(ঘ)   হাড়িয়াভাঙ্গা

উত্তরঃ (ঘ)

৯৪.   খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

(ক)   নিউইয়র্কে

(খ)   রোমে

(গ)   জেনেভায়

(ঘ)   অটোয়ায়

উত্তরঃ (খ)

৯৫.   গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?

(ক)   ফখরুদ্দিন মোবারক শাহ

(খ)   হোসেন শাহ

(গ)   শায়েস্তা খাঁ

(ঘ)   ঈশা খাঁ

উত্তরঃ (খ)

৯৬ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?

(ক)   ব্যাডমিন্টন

(খ)   লন টেনিস

(গ)   টেবিল টেনিস

(ঘ)   ক্রিকেট

উত্তরঃ (খ)

৯৭.   পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?

(ক)   লোহা

(খ)   সিলিকন

(গ)   পারদ

(ঘ)   তামা

উত্তরঃ (ক)

৯৮অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন

(ক)   ব্রেইল

(খ)   কপার্নিকাস

(গ)   ডেভিটবোর

(ঘ)   টমাস আলভা এডিসন

উত্তরঃ (ক)

৯৯.   পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?

(ক)   পেট্রোলিয়াম

(খ)   ইউরেনিয়াম-২৩৫

(গ)   অক্সিজেন

(ঘ)   হাইড্রোজেন

উত্তরঃ (খ)

১০০. বৈদ্যুতিক হিটার ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?

(ক)   তামা

(খ)   নাইক্রোম

(গ)   স্টেনিয়াম

(ঘ)   প্লাটিনাম

উত্তরঃ (খ)

30th BCS Preliminary Questions & Answers

30th BCS Preliminary Questions & Answers

৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

 ০১.   বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

(ক)   ২০০৭ সালে

(খ)   ১৯০৭ সালে

(গ)   ১৯০৯ সালে

(ঘ)   ১৯১৬ সালে

উত্তরঃ (খ)

০২.   নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?

(ক)   বীরবল

(খ)   ভিমরুল

(গ)   অনিলাদেবী

(ঘ)   যাযাবর

উত্তরঃ (গ)

০৩.  ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?

(ক)   প্যারীচাঁদ মিত্র

(খ)   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ)   দমোদর বন্দ্যোপাধ্যায়

(ঘ)   শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (ক)

০৪.   ‘অনীক’ শব্দের অর্থ-

(ক)   সূর্য

(খ)   সমুদ্র

(গ)   যুদ্ধক্ষেত্র

(ঘ)   সৈনিক

উত্তরঃ (ঘ)

০৫.   জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

(ক)   মধ্যপদলোপী কর্মধারয়

(খ)   ষষ্ঠী তৎপুরুষ

(গ)   পঞ্চমী তৎপুরুষ

(ঘ)   উপমান কর্মধারয়

উত্তরঃ (ক)

০৬Anatomy শব্দের অর্থ-

(ক)   সাদৃশ্য

(খ)   স্নায়ুতন্ত্র

(গ)   শরীরবিদ্যা

(ঘ)   অঙ্গ-সঞ্চালন

উত্তরঃ (গ)

০৭.   কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

(ক)   গোবিন্দ দাস

(খ)   কায়কোবাদ

(গ)   কাহ্ন পা

(ঘ)   ভুসুকু পা

উত্তরঃ (ঘ)

০৮.  ‘আফতাব’ শব্দের সমার্থ কোনটি?

(ক)   অর্ণব

(খ)   রাতুল

(গ)   অর্ক

(ঘ)   জলধি

উত্তরঃ (গ)

০৯.   বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ –

(ক)   বাগ + আম্বর

(খ)   বাগ + আড়ম্বর

(গ)   বাক্ + আম্বর

(ঘ)   বাক্ + আড়ম্বর

উত্তরঃ (ঘ)

১০.   ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ – এই চরণদ্বয়ের লেখক –

(ক)   রবীন্দ্রনাথ ঠাকুর

(খ)   কুসুমকুমারী দাস

(গ)   মদনমোহন তর্কালঙ্কার

(ঘ)   কৃষ্ণচন্দ্র মজুমদার

উত্তরঃ (গ)

১১.   ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?

(ক)   রূপকথা

(খ)   ছোটগল্প

(গ)   গ্রাম্যগীতিকা

(ঘ)   রূপকথা-উপকথা

উত্তরঃ (ক)

১২.   বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?

(ক)   ২

(খ)   ৪

(গ)   ৩

(ঘ)   ৫

উত্তরঃ (গ)

১৩.   ‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?

(ক)   শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ)   সুভাষ মুখোপাধ্যায়

(গ)   কাজী ইমদাদুল হক

(ঘ)   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (ঘ)

১৪.   নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?

(ক)   ভ

(খ)   ঠ

(গ)   ফ

(ঘ)   চ

উত্তরঃ (ঘ)

১৫.   ‘অপ’ কী ধরনের উপসর্গ?

(ক)   সংস্কৃত

(খ)   বাংলা

(গ)   বিদেশি

(ঘ)   মিশ্র

উত্তরঃ (ক)

১৬.   নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?

(ক)   ১৮৪৭-১৯১১

(খ)   ১৮৫২-১৯১২

(গ)   ১৮৫৭-১৯১১

(ঘ)   ১৮৪৭-১৯১২

উত্তরঃ (ঘ)

১৭.   রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

(ক)   স্বরবৃত্ত

(খ)   অক্ষরবৃত্ত

(গ)   মন্দাক্রাস্তা

(ঘ)   মাত্রাবৃত্ত

উত্তরঃ (ঘ)

১৮.   ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?

(ক)   সহ + চর + র্য

(খ)   সহচর + ৎ ফলা

(গ)   সহচর + য

(ঘ)   কোনটিই নয়

উত্তরঃ (গ)

১৯.   ‘পাড়াতলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-

(ক)   মুকুন্দরাম চক্রবর্তী

(খ)   সৈয়দ শামসুল হক

(গ)   শামসুর রাহমান

(ঘ)   সেলিম আলদীন

উত্তরঃ (গ)

২০.   ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-

(ক)   মুন্সী মেহেরুল্লা

(খ)   সঞ্জয় ভট্টাচার্য

(গ)   কামিনী রায়

(ঘ)   মোজাম্মেল হক

উত্তরঃ (খ)

         In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word :-

২১.   IMPROVEMENT

(ক)   Promotion

(খ)   Advancement

(গ)   Betterment

(ঘ)   Preference

উত্তরঃ (গ)

২২.   AMICABLE

(ক)   Interesting

(খ)   Loving

(গ)   Affectionate

(ঘ)   Friendly

উত্তরঃ (ঘ)

       In each of the following questions, choose the word opposite in meaning to the given word:

২৩LIABILITY

(ক)   Treasure

(খ)   Debt

(গ)   Asset

(ঘ)   Property

উত্তরঃ (গ)

২৪.   HATE

(ক)   Admire

(খ)   Abhor

(গ)   Concern

(ঘ)   Loathe

উত্তরঃ (ক)

২৫.   A song embodying religious and sacred emotions –

(ক)   Lyric

(খ)   Ode

(গ)   Hymn

(ঘ)   Ballad

উত্তরঃ (গ)

২৬Time after twilight and before night –

(ক)   Evening

(খ)   Dawn

(গ)   Dusk

(ঘ)   Eclipse

উত্তরঃ (গ)

       Fill in the blanks in the following sentences by selecting the most appropriate alternative from among the four choices given:

২৭.   Parliamentary democracy demands discipline and _____ to the rules.

(ক)   adherence

(খ)   respectful

(গ)   Knowledge

(ঘ)   awareness

উত্তরঃ (ক)

২৮Reason is the highest faculty _____ on human by their creator.

(ক)   entrusted

(খ)   endowed

(গ)   bestowed

(ঘ)   conferred

উত্তরঃ (গ)

২৯.   Rishan walks as if he _____ lame.

(ক)   is

(খ)   had been

(গ)   has

(ঘ)   were

উত্তরঃ (ঘ)

৩০One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer :

(ক)   Neither you nor I am in a sound position

(খ)   Laziness is detrimental for success

(গ)   He begged the favour of my granting him leave

(ঘ)   Your action is not in conformity with the law

উত্তরঃ (খ)

৩১.   One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer :

(ক)   He has no desire for fame

(খ)   I intend going to Rajshahi

(গ)   He is too miserly to part with his money

(ঘ)   He has invited me for dinner

উত্তরঃ (খ)

         Each of the following idioms is followed by some alternatives. Choose the one which best expresses its meaning :-

৩২To keep one’s head –

(ক)   to save oneself

(খ)   to be self respectful

(গ)   to keep calm

(ঘ)   None of these

উত্তরঃ (গ)

৩৩To put the cart before the horse –

(ক)   to offer a person what he cannot eat

(খ)   to force a person to do something

(গ)   to raise obstacle

(ঘ)   to reverse the natural order of things

উত্তরঃ (ঘ)

৩৪.   To read between the lines –

(ক)   to concentrate

(খ)   to suspect

(গ)   to read carefully

(ঘ)   to grasp the hidden

উত্তরঃ (ঘ)

         I each of the following questions, a sentence has been given in Active voice. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in Passive voice :

৩৫I know him.

(ক)   He is known by me

(খ)   He was known to me

(গ)   He has been known by me

(ঘ)   He is known to me

উত্তরঃ (ঘ)

৩৬A lion may be helped even by a little mouse.

(ক)   A little mouse may even help a lion

(খ)   Even a little mouse help a lion

(গ)   A little mouse can even help a lion

(ঘ)   Even a little mouse ought to help a lion

উত্তরঃ (খ)

৩৭.   Choose the correctly spelt word :-

(ক)   Liesure

(খ)   Leisure

(গ)   Leasure

(ঘ)   Lesiure

উত্তরঃ (খ)

৩৮Choose the correctly spelt word :-

(ক)   Superceed

(খ)   Superseed

(গ)   Supercede

(ঘ)   Supersede

উত্তরঃ (ঘ)

       Of the four alternative given under each sentence, find the one that best fits into the blank space :-

৩৯The horror movie scared them out of their –

(ক)   wits

(খ)   seats

(গ)   lives

(ঘ)   funds

উত্তরঃ (ক)

৪০.   The people who carry a coffin at a funeral are called –

(ক)   undertakers

(খ)   supporters

(গ)   pallbearers

(ঘ)   mourners

উত্তরঃ (গ)

৪১.   বখতিয়ার খলজী বাংলা জয় করেন কোন সালে?

(ক)   ১২১২

(খ)   ১২০০

(গ)   ১২০৪

(ঘ)   ১২১১

উত্তরঃ (গ)

৪২.   প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?

(ক)   মালদ্বীপ

(খ)   সন্দ্বীপ

(গ)   হাতিয়া

(ঘ)   বরিশাল

উত্তরঃ (ঘ)

৪৩.   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?

(ক)   ৪টি

(খ)   ৫টি

(গ)   ৬টি

(ঘ)   ২টি

উত্তরঃ (ক)

৪৪.   বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?

(ক)   ফরিদপুর

(খ)   চাঁদপুর

(গ)   চট্টগ্রাম

(ঘ)   ঢাকা

উত্তরঃ (ক)

৪৫.   সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

(ক)   টেকনাফ

(খ)   কক্সবাজার

(গ)   পটুয়াখালী

(ঘ)   খুলনা

উত্তরঃ (গ)

৪৬.   বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?

(ক)   ৩১-০১-০৭

(খ)   ১-১১-০৭

(গ)   ৩-১১-০৭

(ঘ)   ১-১০-০৭

উত্তরঃ (খ)

৪৭.   ৬-দফা দাবী কোথায় উত্থাপিত হয়?

(ক)   ঢাকা

(খ)   লাহোর

(গ)   দিল্লী

(ঘ)   চট্টগ্রাম

উত্তরঃ (খ)

৪৮.   দেশের প্রথম ঔসধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?

(ক)   গজারিয়া

(খ)   গাজীপুর

(গ)   সাভার

(ঘ)   ভালুকা

উত্তরঃ (ক)

৪৯.   ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?

(ক)   ১৯৯৮

(খ)   ১৯৯৯

(গ)   ২০০০

(ঘ)   ২০০১

উত্তরঃ (গ)

৫০.   বাংলাদেশের জাতীয় ফল কোনটি?

(ক)   আম

(খ)   কাঁঠাল

(গ)   কলা

(ঘ)   পেঁপে

উত্তরঃ (খ)

৫১.   ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(ক)   ঢাকা

(খ)   কাঠমুন্ডু

(গ)   থিম্পু

(ঘ)   মালে

উত্তরঃ (গ)

৫২.   বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

(ক)   EU

(খ)   WTO

(গ)   NATO

(ঘ)   FIFA

উত্তরঃ (খ)

৫৩.  আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?

(ক)   ডিনামাইট

(খ)   বিদ্যুৎ

(গ)   পোলিও টিকা

(ঘ)   কয়লা

উত্তরঃ (ক)

৫৪.   নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?

(ক)   জাপান

(খ)   যুক্তরাজ্য

(গ)   ফ্রান্স

(ঘ)   সুইডেন

উত্তরঃ (ঘ)

৫৫.   হাজার হ্রদের দেশ কোনটি?

(ক)   নরওয়ে

(খ)   ফিনল্যান্ড

(গ)   ইন্দোনেশিয়া

(ঘ)   জাপান

উত্তরঃ (খ)

৫৬.  কোথায় সেনাবাহিনী নেই?

(ক)   সুদান

(খ)   সাইপ্রাস

(গ)   মালদ্বীপ

(ঘ)   ভুটান

উত্তরঃ (গ)

৫৭.   কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?

(ক)   ১৮৬৪ সালে

(খ)   ১৮৬৮ সালে

(গ)   ১৮৬৬ সালে

(ঘ)   ১৮৬১ সালে

উত্তরঃ

৫৮.  বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

(ক)   ২৬ জুন

(খ)   ১ আগস্ট

(গ)   ১ মে

(ঘ)   ১০ ডিসেম্বর

উত্তরঃ (ঘ)

৫৯.   FIFA প্রতিষ্ঠিত হয় কবে?

(ক)   ১৯০৪

(খ)   ১৯২৪

(গ)   ১৯১৪

(ঘ)   ১৯০৫

উত্তরঃ (ক)

৬০.  কিরগিজস্তানের রাজধানী কোথায়?

(ক)   বিশবেক

(খ)   আলমা আতা

(গ)   আশখাবাদ

(ঘ)   উলানবাটের

উত্তরঃ (ক)

৬১.   রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-

(ক)   হাইড্রোজেন সরবরাহ করে

(খ)   নাইট্রোজেন সরবরাহ করে

(গ)   অক্সিজেন সরবরাহ করে

(ঘ)   অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

উত্তরঃ (ঘ)

৬২.  গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?

(ক)   বৃষ্টিপাত কমে যাবে

(খ)   নিম্নভূমি নিমজ্জিত হবে

(গ)   উত্তাপ অনেক বেড়ে যাবে

(ঘ)   সাইক্লোনের প্রবণতা বাড়বে

উত্তরঃ (খ)

৬৩.  সংকর ধাতু পিতলের উপাদান-

(ক)   তামা ও টিন

(খ)   তামা ও দস্তা

(গ)   তামা ও নিকেল

(ঘ)   তামা ও সিসা

উত্তরঃ (খ)

৬৪.   বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

(ক)   কম হয়

(খ)   খুব কম হয়

(গ)   একই হয়

(ঘ)   বেশি হয়

উত্তরঃ (গ)

৬৫.  রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়-

(ক)   গামা রশ্মি

(খ)   বিটা রশ্মি

(গ)   কসমিক রশ্মি

(ঘ)   রঞ্জন রশ্মি

উত্তরঃ (ঘ)

৬৬.  ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-

(ক)   এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে

(খ)   চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

(গ)   এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়

(ঘ)   ইনসুলিনের অভাবে এ রোগ হয়

উত্তরঃ (খ)

৬৭.   এনজিওপ্লাস্টি হচ্ছে-

(ক)   হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

(খ)   হৃৎপিন্ডে নতুন শিরা সংযোজন

(গ)   হৃৎপিন্ডের মত টিস্যু কেটে ফেলে দেয়া

(ঘ)   হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

উত্তরঃ (ক)

৬৮.  অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?

(ক)   ফিটকিরি

(খ)   চুন

(গ)   সেভিং সোপ

(ঘ)   কস্টিক সোডা

উত্তরঃ (ক)

৬৯.  ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

(ক)   কিউলেক্স

(খ)   এডিস

(গ)   এ্যানোফিলিস

(ঘ)   সব ধরনের মশা

উত্তরঃ (খ)

৭০.   সুনামির (Tsunami) কারণ হলো-

(ক)   আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

(খ)   ঘূর্ণিঝড়

(গ)   চন্দ্র ও সূর্যের আকর্ষণ

(ঘ)   সমুদ্র তলদেশের ভূমিকম্প

উত্তরঃ (ঘ)

৭১.   কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?

(ক)   ৭০ বছর

(খ)   ৬৫ বছর

(গ)   ৭৬ বছর

(ঘ)   ৮০ বছর

উত্তরঃ (গ)

৭২.   জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

(ক)   কৃত্রিম সার প্রয়োগ

(খ)   পানি সেচ

(গ)   জমিতে নাইট্রোজেন ধরে রাখা

(ঘ)   প্রাকৃতিক সার প্রয়োগ

উত্তরঃ (খ)

৭৩.   কিসের অভাবে ফসলের পরিপক্ক বিলম্বিত হয়?

(ক)   দস্তা

(খ)   সালফার

(গ)   নাইট্রোজেন

(ঘ)   পটাশিয়াম

উত্তরঃ (খ)

৭৪.   নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

(ক)   পরমাণু শক্তি

(খ)   কয়লা

(গ)   পেট্রোল

(ঘ)   প্রাকৃতিক গ্যাস

উত্তরঃ (ক)

৭৫.   বিশ্ব পরিবেশ দিবস কোনটি?

(ক)   ৫ মে

(খ)   ১৫ মে

(গ)   ৫ জুন

(ঘ)   ১৫ জুন

উত্তরঃ (গ)

৭৬.   কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান-প্রাদনের প্রযুক্তিকে বলা হয়-

(ক)   ই-মেইল

(খ)   ইন্টারকম

(গ)   ইন্টারনেট

(ঘ)   টেলিগ্রাম

উত্তরঃ (গ)

৭৭.   কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?

(ক)   শূন্যতার

(খ)   কঠিন পদার্থে

(গ)   তরল পদার্থে

(ঘ)   বায়বীয় পদার্থে

উত্তরঃ (ঘ)

৭৮.   কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়?

(ক)   পেপসিন

(খ)   এমাইলেজ

(গ)   রেনিন

(ঘ)   ট্রিপসিন

উত্তরঃ (গ)

৭৯.   স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-

(ক)   দার্শনিক

(খ)   পদার্থবিদ

(গ)   কবি

(ঘ)   রসায়নবিদ

উত্তরঃ (খ)

৮০.  ফল পাকানোর জন্য দায়ী কী?

(ক)   ইথিলিন

(খ)   প্রপিন

(গ)   লাইকোগেন

(ঘ)   মিথিলিন

উত্তরঃ (ক)

৮১.   কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

(ক)   ৮৯

(খ)   ৭০

(গ)   ১৭০

(ঘ)   ১৪২

উত্তরঃ (খ)

৮২.  নিচের কোনটি মৌলিক সংখ্যা?

(ক)   ৯১

(খ)   ৮৭

(গ)   ৬৩

(ঘ)   ৫৯

উত্তরঃ (ঘ)

৮৩.  নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

(ক)   0.3

(খ)  \(\sqrt { 0.3 } \)

(গ)  \(\frac { 1 }{ 3 } \)

(ঘ)  \(\frac { 2 }{ 5 } \)

উত্তরঃ (ক)

৮৪.   একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট সংখ্যাটি কত?

(ক)   ৩৪০

(খ)   ৩৪১

(গ)   ৩৪২

(ঘ)   ৩৪৪

উত্তরঃ (খ)

৮৫.  ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে ক একা কাজটি ২০ দিনে করতে পারে খ এক কাজটি কত দিনে করতে পারবে?

(ক)   ২৫ দিনে

(খ)   ৩০ দিনে

(গ)   ৩৫ দিনে

(ঘ)   ৪০ দিনে

উত্তরঃ (খ)

৮৬f(x) = x3+kx2-6x-9; K-এর মান কত হলে F(3) = 0 হবে?

(ক)   1

(খ)   -1

(গ)   2

(ঘ)   0

উত্তরঃ (ঘ)

৮৭.   x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?

(ক)   xz > yz

(খ)  \(\frac { x }{ z } >\frac { y }{ z } \)

(গ)  \(\frac { z }{ x } <\frac { z }{ y } \)

(ঘ)   xz < yz

উত্তরঃ (গ)

৮৮.  একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?

(ক)   ৩০ মিটার

(খ)   ৪০ মিটার

(গ)   ৫০ মিটার

(ঘ)   ৬০ মিটার

উত্তরঃ (গ)

৮৯.  নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?

(ক)   ax2+bx+c = 0

(খ)   y2 = ax

(গ)   x2+y2 = 16

(ঘ)   y2 = 2x+7

উত্তরঃ (গ)

৯০.   \(a-\frac { 1 }{ a } =3\) হলে, \({ a }^{ 3 }+\frac { 1 }{ { a }^{ 3 } } \) এর মান কত?

(ক)   9

(খ)   18

(গ)   27

(ঘ)   36

উত্তরঃ (খ)

৯১.   \(\log _{ a }{ \frac { m }{ n } } \) কত?

(ক)   logam – logan

(খ)   logam + logan

(গ)   logam × logan

(ঘ)   কোনটিই নয়

উত্তরঃ (ক)

৯২.   A + b = 7 এবং a2 + b2 = 25 হলে, নিচের কোনটি ab এর মান হবে?

(ক)   12

(খ)   10

(গ)   6

(ঘ)   কোনটিই নয়

উত্তরঃ (ক)

৯৩.  দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

(ক)   সন্নিহিত কোণ

(খ)   সরল কোণ

(গ)   পূরক কোণ

(ঘ)   সম্পূরক কোণ

উত্তরঃ (ঘ)

৯৪.   বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কী বলা হয়?

(ক)   ব্যাস

(খ)   ব্যাসার্ধ

(গ)   বৃত্তচাপ

(ঘ)   পরিধি

উত্তরঃ (ক)

৯৫.   দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?

(ক)   একটি তিনবাহু অপরটির তিন বাহুর সমান

(খ)   একটি তিন কোণ অপরটির তিন কোণের সমান

(গ)   একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই বাহু ও অনুরূপ বাহুর সমান

(ঘ)   একটি দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান

উত্তরঃ (খ)

৯৬.  কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

(ক)   ৬ : ৫ : ৪

(খ)   ৩ : ৪ : ৫

(গ)   ১২ : ৮ : ৪

(ঘ)   ৬ : ৪ : ৩

উত্তরঃ (খ)

৯৭.   একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৩০ হলে মিনারটির উচ্চতা কত?

(ক)   \(20\sqrt { 3 } \) মিটার

(খ)   \(\frac { 20 }{ \sqrt { 3 } } \) মিটার

(গ)   20 মিটার

(ঘ)   \(10\sqrt { 3 } \)মিটার

উত্তরঃ (খ)

৯৮.  \(13\frac { 3 }{ 4 } %\) এর সমান-

(ক)  \(\frac { 11 }{ 80 } \)

(খ)  \(\frac { 11 }{ 20 } \)

(গ)  \(\frac { 1 }{ 9 } \)

(ঘ)  \(\frac { 1 }{ 8 } \)

উত্তরঃ (ক)

৯৯.   ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

(ক)   ৪

(খ)   ১৪

(গ)   ১৬

(ঘ)   ১২

উত্তরঃ (ঘ)

১০০. 3x2+2x2-21x-20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-

(ক)   x+2

(খ)   x-2

(গ)   x+1

(ঘ)   x-1

উত্তরঃ (গ)