সফটওয়্যার (সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার), অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ও নমুনা প্রশ্ন
Software (সফটওয়্যার)
Computer এর সমস্যা সমাধানের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সাজানো নির্দেশনাবলিকে Program বলে। এইProgram বা কর্মপরিকল্পনার কৌশলকে Software বলে। Software এক অদৃশ্য শক্তি যেটি ছাড়া Hardware অর্থহীন। যে Software Install বা Setup দিতে হয় না তাকে Portable Software (বহনযোগ্য) বলে।
Software এর প্রকারভেদ: সফটওয়্যার প্রথমত দুই প্রকার। যথা:
- System Software
- Application Software
System Software:
এই Software, Start-up Disk এ থাকে। এটি ছাড়া কম্পিউটার পরিচালনা অসম্ভব।এটি User এর সাথে Hardware ও Software এর সংযোগ স্থাপন করে। এটি আবার তিন প্রকার। যথা:
- Operating System
- Device Driver
- Utility Program
Operating System (OS): এটি ছাড়া Computer কাজ করতে পারে না। এর সাহায্যে Computer সকল Hardware ও Software নিয়ন্ত্রণ করে। ১৯৫১ সালে Mainframe Computer এর জন্য প্রথম এটি তৈরি করা হয়েছিল যা পরীক্ষামূলক ছিল। ১৯৭১ সালে PC (Personal Computer) এ এটি ব্যবহার করা হয়।
Device Driver: এটি এক ধরনের Computer Program যা কোনো Hardware Device এর সাথে উভমুখী যোগাযোগের মাধ্যমে তাকে পরিচালনা করে। উদাহরণ: Printer ও Scanner কাজে লাগাতে হলে এর Device Driver কম্পিউটারে Install করতে হয়।
Utility Program: Computer রক্ষণাবেক্ষণ, Virus থেকে সুরক্ষা, Daa Program এর Backup ও Recovery-সহ বিভিন্ন কাজের সুবিধা প্রদানকারী Software হলো Utility Program. উদাহরণ:
- Disk Defragmentation: Disk এর গতি বাড়ানো ও File পুনর্বিন্যস্ত করতে ব্যবহৃত হয়।
- File Handler
- Anti-Virus Software
- Sort-Merge Program
- Library Program
- Linker Program
Application Software:
কম্পিউটারের ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত Program হলো Application Software (ব্যবহারিক সফটওয়্যার)। এটি ২ প্রকার। যথা:
- Customize Software
- Package Software
Customize Software:এটি হলোব্যবহারকারী নিজে তার এক বা একাধিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে যে Program তৈরি করে। যেমন: কোনো আর্থিক প্রতিষ্ঠান তার হিসাব-নিকাশ করার জন্য একজন দক্ষ Programmer দিয়ে একটি Accounting Software তৈরি করলো; একে Customize Software বলে। এই ধরনের Software এর Access সবার থাকে না।
Package Software: বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি করা যে Program-গুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোকে Package Program বলে। বড় বড় Software নির্মাতা প্রতিষ্ঠান ক্রেতার চাহিদার দিকে লক্ষ্য রেখে এই Program তৈরি করেন।
বিভিন্ন ধরনের Package Program:
- Word Processing Software: এটি লেখার কাজে ব্যবহৃত হয়। MS Word (Microsoft Word) সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত প্যাকেজ সফটওয়্যার। এছাড়াও:
- Word Perfect
- Word Pad
- Display Writer
- Dox Writer
- Mac Write
- Note Pad
- Latex
- Lotus WordPro
- Spread-sheet Analysis Software: এটি হিসাব-নিকাশের কাজে ব্যবহৃত হয়। যেমন: বাজেট, ব্যালেন্স শিট, বাংলা স্থিতিপত্র ও স্কুল কলেজের ফলাফল তৈরিতে এটি ব্যবহৃত হয়। কিছু Spread Sheet Program হলো:
- VisiCalc (পৃথিবীর প্রথম)
- MS Excel (সবচেয়ে জনপ্রিয় ও বহুল-ব্যবহৃত)
- Super Call
- Lotus
- Sorcim
- Symphony
- Multiplan
- Numbers
- Corel Quatropro
- Database Management Software (DBMS): একে DBM Software-ও বলে। বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার কাজে এটি ব্যবহৃত হয়। উদাহরণ: আদমশুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ ও পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয়। যেমন:
- MS Access (সবচেয়ে জনপ্রিয় ও বহুল-ব্যবহৃত)
- Oracle
- MS SQL Server
- Dbse
- Fox Pro
- 4-D (Fourth Dimension)
- File Maker Pro
- Corel-Paradox
- Lotus Approach
- Computer Aided Design (CAD): রেখা ও নকশা অঙ্কনের কাজে এটি ব্যবহৃত হয়। CAD বিভিন্ন রকমের। যেমন: Auto CAD, Turbo CAD, Fast CAD ইত্যাদি।
- Graphics Software: বিভিন্ন ছবি ও প্রচ্ছদ তৈরিতে এটি ব্যবহৃত হয়। যেমন: Adobe Photoshop, Corel Draw, Maya ইত্যাদি।
- Desktop Publication Software: বিভিন্ন ধরনের Printing কাজের জন্য এটি ব্যবহৃত হয়। যেমন: Adobe Acrobat, Adobe Page Maker, Quark Xpress ইত্যাদি।
- Multimedia Software: Digital Movie তৈরি করে তাতে Sound, Animation বা বিভিন্ন effectদেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন: Adobe Flash Player, Jet Audio Player, Windows Media Player ইত্যাদি।
- Web Browsing Software: Web-page খোলা ও দেখার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ:
- Google Chrome
- Mozilla Firefox
- Opera
- Safari
- Orbit
- Dragon
- Internet Explorer
- Netscape Navigator
- UC Browser
- Mail User Software: Email ব্যবহারের জন্য এটি ব্যবহৃত হয়। উদাহরণ:
- Netscape Messenger
- Mozilla Thunder Bird
- Microsoft (MS) Outlook Xpress
- K-mail
- Eudora
- IBM Lotus Note
- G-mail
- Y-mail
- Presentation Software: Electronic Slide Show Presentation এর জন্য এটি ব্যবহৃত হয়। উদাহরণ:
- MS Power Point
- Impress
- Corel Presentation
- Macro Media Flash
- Harvard Graphics
- Freelance Graphics
- File Compression Software: কোনো File এর সাইজ ছোট করতে ও অনাকাঙ্ক্ষিত ব্যবহার রোধ করতে এটি ব্যবহৃত হয়। যেমন: Win-Zip, Turbo Zip ইত্যাদি।
- Other Apps: এগুলো এক এক ধরনের Computer Program যা মানুষকে বিশেষ কোনো ধরনের কাজ সম্পাদনে সাহায্য করে। যেমন:
- Messenger
- What’s App
- Viber
- Imo
- Tango
- Line
- Skype
- Vine
- Meetup
- Tagged
- VK
- Flicker
- Tumbler
- Google+
Operating System
এটি একটি Software যা Computer এর যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
Operating System এর কার্যাবলি:
User Interface: ব্যবহারকারীর সাথে বিভিন্ন Software এর সংযোগ ও সমন্বয়সাধন করে।
Resource Management: Input-Output Device-গুলোর সমন্বয়-সাধন করে।
Security: ডেটা ও ইনফরমেশনকে অনাদিষ্ট ব্যবহারকারীর হাত থেকে রক্ষা করে।
Task Management: Program ব্যবহারকারীর নির্দেশ গ্রহণও বিশ্লেষণ করে।
File Management: File তৈরি, Copy, Save, Moveইত্যাদি করে।
Networking:Wi-Fi Connection ও অন্যান্য নেটওয়ার্কের সাথে যুক্ত করে।
Utilities: ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের Extra সুবিধা দেয়। যেমন: Defragmentation, Backup, Data Recovery, Antivirus ইত্যাদি।
উল্লেখযোগ্য কয়েকটি Operating System এর উদাহরণ:
MS DOS (Disk Operating System): Microsoft Company এর প্রথম OS.
PC DOS: IBM Company এটি তৈরি করে
UNIX: USA এর বেল ল্যাবরেটরিতে ১৯৬৯ সালে এটি তৈরি করে, যা সবচেয়ে পুরাতন।
LINUX: Open Source OS(এটি বিনামূল্যে পাওয়া যায়)
XENIX
Mac OS: Apple Company ম্যাকিনটোশ Computer এর জন্য এটি তৈরি করে।
Android Operating System: এটি Google এর Open Source Operating System.
Symbian: এটি Nokia এর OS
Sun Solaries
MS Windows: এটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। Microsoft এটির নির্মাতা। Windows Operating System এর বিভিন্ন রূপ:
Windows 95
Windows 98
Windows NT (New Technology)
Windows 2000
Windows XP (Windows Experience): এটি সর্বাধিক জনপ্রিয়
Windows Vista: 32 Bit ও 64 Bit
Windows 7
Windows 8
Windows 10 (Multi Desktop Feature অর্থাৎ এক সাথে একাধিক OS পরিচালনা করা যায়।
Kinds of Operating System:
- User Interface অনুসারেOperating System (OS) দুই প্রকার। যথা:
- CUI (Character User Interface): CUI হলো বর্ণভিত্তিক Operating System. উদাহরণ: MS DOS, PC DOS, UNIX, LINUX, XENIX ইত্যাদি।
- GUI (Graphical User Interface): GUI হলো চিত্রভিত্তিক Operating System. এই OS এর চিত্রভিত্তিক উপস্থাপনাকে Icon বলে। যেমন:Windows এর সকল Operating System এবং Mac OS (Apple)ইত্যাদি।
ব্যবহারকারীর সংখ্যা হিসেবে Operating Systemদুই প্রকার। যথা:
- Single User: Android, Symbian, MSDOS, PC DOS, Windows95, Windows 98 ইত্যাদি।
- Multi User:UNIX, LINUX, XENIX, Windows NT, Windows 2000/XP/Vista/7/8/10 ইত্যাদি।
মালিকানা অনুসারে Operating System দুই প্রকার। যথা:
- Open Source: Android, LINUX ইত্যাদি।
- Closed Source: একে Proprietary OS বলা হয়। Windows এর সবগুলো এবং Mac OSএর অন্তর্ভুক্ত।
Processor এর সংখ্যা অনুসারে Operating System দুই প্রকার। যথা:
- Single-Processing: MS DOS, PC DOS, Windows-এর 95, 98, XP, Vista, Android, Symbian ইত্যাদি।
- Multi-Processing: UNIX, LINUX, XENIX, Windows NT/2000/7/8/10 ইত্যাদি।
Firmware: Computer তৈরির সময় Memory তে যে সকল Program সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে Firmware বলে। এ Program এর কোনো পরিবর্তন করা যায় না। উদাহরণস্বরূপ: ROM-BIOS এর মধ্যে যে Data সংরক্ষিত থাকে তাকে Firmware বলে।
Bios: BIOS হলো Basic Input Output System. Computer এর Mother-board এর Firmware চিপের মধ্যে থাকা কতকগুলো নির্দেশনার সমষ্টি হলো BIOS. Computer Boot হওয়ার পরপর যে Software টি Run হয় সেটি হল BIOS. BIOS এর প্রধান কাজ হলো: Boot পরবর্তী Computer এর সকল Hardware check করে দেখা যাকে Power On Self-Test (POST) বলে।
যদি CPU এর সর্ব কাজ-কর্ম/যন্ত্রাংশ ঠিক থাকে তখন OS (Operating System) কে স্বয়ংক্রিয়ভাবে Hard Disk থেকে RAM এর মধ্যে তুলে দেওয়া হয় এবং Computer ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এই সামগ্রিক প্রক্রিয়াকে Booting বলে। মূলত Boot Start একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যা সম্পন্ন হওয়ার পরেই Computer কে ব্যবহার করা হয়।
- Three (3) Finger Salute: Control + Alt + Delete এই 3টি Key এর সমন্বয়ে Computer Function চালনাকে 3 Finger Salute বলে। এর কাজ হলো: Computer Reboot করা, Task Manager তলব করা এবং নতুন Program চালু করা।
- AdvancedStart-up Option: এই Option এর 2টি Mode (ধরণ) আছে। যথা: Safe Mode&Repair Mode. কোনো File System এ সমস্যা থাকলে SafeMode তা সনাক্ত করে দিতে পারে। এজন্য একে Diagnostic Mode বলা হয়। Windows চালু হওয়ার পর F8 চেপে Safe Mode চালু করা যায়।Boot Manager এর সমস্যা দূর করার জন্য Repair Mode ব্যবহার করা হয়।
Windows
- Desktop: কম্পিউটার চালু করার পর Windows এ যে প্রাথমিক Screen প্রদর্শিত হয় তাকে Desktop বলে। (Location: C)
- Taskbar: Desktop এর নীচের দিকে Start লেখা সম্বলিত Bar কে Taskbar বলে। এই Button থেকে বিভিন্ন Program, File Open ও Stop করা যায়। Windows-95 এ সর্বপ্রথম এটি ব্যবহৃত হয়। (Location: C)
- My Document: Default Setting অনুসারে এই Folder এ বিভিন্ন File সংরক্ষিত হয়। যেমন: Downloads, My Picture, My Video, My Music ইত্যাদি। (Location: C)
- My Computer:এই Folder এর ভিতর Floppy Drive (A), Hard Disk (C), CD ও DVD Drive এর আইকন থাকে। (Location: C)
- Hard Disk: এটিকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়াকে Partition বলে। এগুলো C, D, E, F ইত্যাদি নামে চিহ্নিত করা হয়।
- Control Panel: এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপশন থাকে। যেমন: System and Security, Network and Internet, Hardware and Sound, Programs, User Accounts and Family Safety, Appearance and Personalization, Clock, Language and Region, Ease of Access
- Recycle Bin: এখান থেকে মুছে ফেলা তথ্য প্রয়োজনবোধে Restore করা যায়। Recycle Bin থেকে মুছে ফেললে তা ফিরিয়ে আনা যায় না। Shift + Delete Command দিয়ে তা মুছে ফেললে তা Recycle Bin এ জমা না হয়ে স্থায়ীভাবে মুছে যায়।
- Disk Formatting: Disk কে তথ্য ধারণের উপযোগী করাকে Format বলে। Format করা হলে ঐ Disk এর সব তথ্য মুছে যায়।
- Disk Defragmentation: কম্পিউটার অত্যধিক ব্যবহারের ফলে হার্ডডিস্কের লেখাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। এর ফলে কম্পিউটারকে কোনো কিছু পড়তে বলেলে অপেক্ষাকৃত বেশি সময়ের প্রয়োজন হয়। এ অবস্থায় ডিস্কের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য Disk Defragmenter কমান্ডটি ব্যবহৃত হয়।
নমুনা প্রশ্ন
১. কম্পিউটারের কর্ম পরিকল্পনার কৌশলকে কী বলে?
ক) অপারেটিং সিস্টেম
খ) প্রোগ্রাম
গ) সফটওয়্যার
ঘ) পাওয়ার পয়েন্ট
উত্তরঃ গ
২. কী ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না?
ক) অপারেটিং সিস্টেম
খ) মাউস
গ) ফ্লপি ডিস্ক
ঘ) হার্ডডিস্ক
উত্তরঃ ক
৩. কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?
ক) Symphony
খ) Latex
গ) Multiplan
ঘ) Sorcim
উত্তরঃ খ
৪. পৃথিবীর প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম –
ক) এম এস ওয়ার্ড
খ) ভিসিক্যাল
গ) নোট প্যাড
ঘ) ম্যাক রাইট
উত্তরঃ খ
৫. নিচের কোনটি মেসেঞ্জিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
ক) Sorcim
খ) Line
গ) Viber
ঘ) Tango
উত্তরঃ ক
৬. কোনটি ইন্টারনেট ব্রাউজার হিসেবে কাজ করে না?
ক) Netscape Navigator
খ) Impress
গ) Mozilla Thunderbird
ঘ) Eudora
উত্তরঃ খ
৭. কোনটি গ্রাফিক্স সফটওয়্যার?
ক) Coral DRAW
খ) Adobe Photoshop
গ) Adobe Acrobat
ঘ) ক + খ
উত্তরঃ ঘ
৮. কোন কাজে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহৃত হয়?
ক) প্রতিবেদন ও জীবন বৃত্তান্ত লেখার কাজে
খ) বাজেট ও স্থিতিপত্র তৈরির কাজে
গ) আদমশুমারি ও ভূমি জরিপের কাজে
ঘ) ভোটার তালিকা হালনাগাদের কাজে
উত্তরঃ খ
৯. নিচের কোনটি কম্পিউটারের ভাইরাস নয়?
ক) AIDS
খ) CIH
গ) I Love You
ঘ) Cobra
উত্তরঃ ঘ
১০. কম্পিউটারের ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে-
ক) ইউজার ইন্টারফেস
খ) রিসোর্স ম্যানেজমেন্ট
গ) টাস্ক ম্যানেজমেন্ট
ঘ) ফাইল ম্যানেজমেন্ট
উত্তরঃ খ
১১. কোনটি একটি এন্টি-ভাইরাস সফটওয়্যার?
ক) সিম্যান্টেক
খ) ফুজিতসু
গ) আউট লুক
ঘ) ক্রিপার
উত্তরঃ ক
১২. My Document এর অবস্থান কোথায়?
ক) D Drive
খ) B Drive
গ) A Drive
ঘ) A Drive
উত্তরঃ ঘ
১৩. কম্পিউটার Reboot করতে প্রয়োজন হয় –
ক) Ctrl + Alt + Del
খ) Ctrl + Alt + Tab
গ) Ctrl + Alt + Shift
ঘ) Ctrl + Shift + Del
উত্তরঃ ক
১৪. POST এর পূর্ণরূপ –
ক) Power On Self-Test
খ) Power On Self-Test
গ) Point On Self-Test
ঘ) Point On Self-Test
উত্তরঃ ক
১৫. কম্পিউটারের মেমোরিতে যে প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয়, তাকে বলে –
ক) Software
খ) BIOS
গ) Fireware
ঘ) Firmware
উত্তরঃ ঘ
১৬. GUI এর পূর্ণরূপ –
ক) Graphical User Interface
খ) Global User Interface
গ) Global User Interface
ঘ) Graphics User Icon
উত্তরঃ ক
১৭. কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
ক) MS DOS
খ) LINUX
গ) UNIX
ঘ) MAC OS
উত্তরঃ খ
১৮. অ্যাপল কোম্পানির তৈরী অপারেটিং সিস্টেমের নাম –
ক) MS DOS
খ) PC DOS
গ) UNIX
ঘ) MAC OS
উত্তরঃ ঘ
১৯. ‘ওরাকল’ কোন ধরনের প্রোগ্রাম?
ক) Word Processing
খ) Database Management
গ) Database Management
ঘ) Utility Program
উত্তরঃ খ
২০. কোনটি ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্ভূক্ত নয়?
ক) Device driver
খ) Disk defragmentation
গ) File handler
ঘ) Anti-virus program
উত্তরঃ ক
ফাইল, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট (For Bank Exam)
২১. In MS word, which of the following indicates a word?
a) Backspace
b) Space bar
c) Enter
d) Tab
উত্তরঃ b
২২. Which key is to be pressed in a computer for moving to the beginning of a text?
a) Page up
b) Ctrl + Page up
c) Home
d) Ctrl + Home
উত্তরঃ c
২৩. In MS word, pressing Ctrl + X will result in-
a) Redo
b) Undo
c) Cut
d) Print
উত্তরঃ c
২৪. In MS word, which of the following shortcut commands used for central alignment?
a) Ctrl + H
b) Ctrl + N
c) Ctrl + R
d) Ctrl + E
উত্তরঃ d
২৫. In MS word, which used to spell checking?
a) F7
b) F1
c) F12
d) F9
উত্তরঃ a
২৬. When document is longer than it is wide, which page orientation should be selected?
a) Landscape
b) Portrait
c) Legal
d) None of these
উত্তরঃ b
২৭. You can produce same letter for different person by using-
a) Mail sender
b) Mail tracker
c) Mail marge
d) Mail table
উত্তরঃ c
২৮. Which one is a font style?
a) Superscript
b) Subscript
c) Regular
d) All of these
উত্তরঃ d
২৯. Which is not a Bengali font?
a) বিজয়
b) চন্দ্রবতী
c) সুতন্বী এমজে
d) সারদা
উত্তরঃ a
৩০. Maximum number of rows in an excel sheet are-
a) 65,536
b) 65,535
c) 256
d) 65,532
উত্তরঃ a
৩১. Which one is a series of recorded commands to automatic task?
a) Auditing
b) Outlining
c) Status Bar
d) Macro
উত্তরঃ d
৩২. In MS Power Point ‘Ctrl + M’ is used for-
a) Slide show
b) New slide
c) View show
d) End show
উত্তরঃ b
৩৩. DOS is stand for-
a) Disk Operating System
b) Data Operating System
c) Data Operating Service
d) None of these.
উত্তরঃ a
৩৪. “.ini & .inf” extension refers usually to what kind of file?
a) Image file
b) System file
c) Icon file
d) Backup file
উত্তরঃ b
৩৫. Which of the following is a video file?
a) .mpg
b) .ppt
c) .doc
d) .wav
উত্তরঃ a
গ্রন্থপঞ্জি:
১. মোহাম্মদ শহীদুল ইসলাম,‘ব্যবহারিক কম্পিউটার শব্দকোষ’ (বাংলা একাডেমি, ফেব্রুয়ারি ২০১৩)
২. এ জেড এম আসাদুজ্জামান, মো. মাসুদ রানা ও মোহাম্মদ আরিফুল ইসলাম, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (জুলাই ২০১৩)
৩. তামিম শাহরিয়ার সুবিন, ‘কম্পিউটার প্রোগ্রামিং’ (১ম, ২য় ও ৩য় খণ্ড)
৪. প্রফেসর নারায়ণ চন্দ্র বসাক, ‘কম্পিউটারের কথা’
৫. ড. আবদুল্লাহ আল-মুতী, ‘কম্পিউটারের আশ্চর্য জগৎ’
৬. ডা. মো. শাহনেওয়াজ হোসেন জর্জ, ‘Easy কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি’ (জুন ২০১৬)
pharmacy online 365 discount code online pharmacy europe indian pharmacy
benicar 2017 benicar generic equivalent cost of benicar
My thyroid levels have never been better since starting Synthroid 175 mcg.
Can anyone vouch for a store where to buy lasix water pill?
It’s important to follow the correct dosage and frequency while taking Lasix diuretic.
clomid 100mg cost
buy prednisone from canada
finasteride 5 mg tablet
buy azithromycin without prescription from india