BCS Geography Lecture – 04

বাংলাদেশের ভৌতপরিবেশ (বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ওসীমানা, আবহাওয়া ওজলবায়ু, বিরোধপূর্ণ সীমান্ত, সীমান্তবর্তী স্থান, সমুদ্রসীমা, সমুদ্রসৈকত ও নদ-নদী), নমুনা প্রশ্ন


বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা


 • পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান: ২০ ৩৪’ উত্তর অক্ষাংশ থেকে ২৬ ৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮ ০১’ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২ ৪১’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে।

 • বাংলাদেশ অবস্থিত মূল মধ্যরেখার পূর্ব গোলার্ধে এবং নিরক্ষরেখার উত্তর গোলার্ধে।

 • বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে ২৩.৫কর্কটক্রান্তি রেখা (কুমিল্লা ও চুয়াডাঙ্গা জেলা বরাবর) এবং ৯০পূর্ব দ্রাঘিমা রেখা (শেরপুর ও বরগুনা জেলা বরাবর)।

 • কর্কট ক্রান্তিরেখা ও দ্রাঘিমা রেখা একত্রিত হয়েছে ঢাকা জেলায়। ঢাকার প্রতি পাদস্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

 • বাংলাদেশের আয়তন: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৪ তম। দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশের অবস্থান ৪র্থ। (সূত্র: উইকিপিডিয়া)

 • বাংলাদেশের সীমানা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গএবংদক্ষিণে ভারতের আন্দামাননিকোবর দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগর।

 • বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার এ দুটি দেশের সীমান্ত রয়েছে।বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পাঁচটি রাজ্যহলো: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ (সংক্ষেপে: আমিত্রিমেপ)।

 • বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা ৯টি। যথা: মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশপরগণা, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও দার্জিলিং।

 • বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০টি। মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩টি। ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারত ও মিয়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই।

 • ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা- রাঙামাটি।

 • বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই- বান্দরবান ও কক্সবাজার।

 • বাংলাদেশ ও ভারতের সীমান্ত র‌্যাডক্লিফ রেখা দ্বারা আলাদা করা হয়। ১৯৫২ সালে ভারত সরকার এই রেখা বরাবর সীমান্ত পিলার বসায়।

 • বাংলাদেশ-ভারত অমীমাংসিত সীমান্ত- ২.৫ কি.মি. (ফেনী জেলার মুহুরীর চর এলাকা)

 • বাংলাদেশের সর্বমোট সীমারেখা- ৫,১৩৮ কি.মি.

 • বাংলাদেশের সর্বমোট স্থলসীমা- ৪,৪২৭ কি.মি.

 • বাংলাদেশের সর্বমোট জলসীমা- ৭১১ কি.মি.

 • বাংলাদেশ-ভারত সীমা রেখার দৈর্ঘ্য- ৪,১৫৬ কি.মি.

 • বাংলাদেশ-মিয়ানমার সীমা রেখার দৈর্ঘ্য- ২৭১ কি.মি.

(সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ)


 

ভূ-প্রকৃতির ভিন্নতার কারণে বাংলাদেশের ভৌত পরিবেশকে প্রধানত তিনটি শেণিতে ভাগ করা হয়েছে। যেমন:

(ক) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এর অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এ পাহাড় গুলো বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এগুলো আসামের লুসাই ও মায়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। দক্ষিণ-পূবাঞ্চলের পাহাড় সমূহ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। উত্তর-পূর্বাঞ্চলের পাহাড় সমূহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা অঞ্চলে অবস্থিত।

 

(খ)প্লাইস্টোসিন কালের সোপানসমূহ: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি (আয়তন ৯,৩২০ বর্গকি.মি.), টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবংগাজীপুরের ভাওয়াল (আয়তন ৪,১০৩ বর্গকি.মি.) এবংকুমিল্লার জেলার লালমাই ও ময়নামতির উচ্চভূমি (আয়তন ৩৪ বর্গ কি.মি.; উচ্চতা ২১ মিটার) এ অঞ্চলের অন্তর্ভুক্ত। এ সকল স্থানের মাটি লালচে ও ধূসরবর্ণের।

 

(গ) সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি: সমগ্র বাংলাদেশের প্রায় ৮০% নদী বিধৌত ভূমি এর অন্তর্ভুক্ত।বাংলাদেশের অসংখ্য ছোট-বড় নদী সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এ বন্যার সাথে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে। বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন এ সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গ কি.মি.।প্লাবন সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর।উল্লেখ্য,সমুদ্র সমতল থেকে বাংলাদেশের সবচেয়ে উচ্চতম জেলা দিনাজপুর (উচ্চতা: ৩৭.৫০ মিটার)।

বাংলাদেশের
দিকভিত্তিক অবস্থান (সর্ব)
স্থানউপজেলাজেলা
উত্তরজায়গীরজোততেঁতুলিয়াপঞ্চগড়
দক্ষিণপঞ্চগড়টেকনাফকক্সবাজার
পূর্বআখানইঠংথানচিবান্দরবান
পূশ্চিমমনাকশাশিবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ

 


বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু


 • বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমী বায়ুর প্রভাবে এখানকার জলবায়ু ‘ক্রান্তীয় মৌসুমী জলবায়ু’ নামে পরিচিত। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

 • বাংলাদেশের মোট ঋতু ৬টি। যথা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বর্ষা। বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে গ্রীষ্ম, বর্ষা ও শীত এই তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে।

 • বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সে. মি. । বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। বার্ষিক বৃষ্টিপাতের ২০% হয় গ্রীষ্মকালে এবংবাকি ৮০% হয় বর্ষাকালে।

 • বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬ সেলসিয়াস। শীতকালে ১৭সে., গ্রীষ্মকালে ২৮ সে. এবং বর্ষাকালে ২৭ সেলসিয়াস। স্বাধীনতার পরে বাংলাদেশে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে। বাংলাদেশের ইতিহাসে ১৯০৫ সালে দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরে সর্বনিম্ন ১সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

 • বাংলাদেশের আবহাওয়া স্টেশন ৩৫টি। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র ২টি। যথা: ঢাকা ও চট্টগ্রাম।

 • বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে ৪টি। যথা: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, সিলেট।

বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথা: রাঙামাটির বেতবুনিয়া (প্রথম), গাজীপুরের তালিবাবাদ, ঢাকার মহাখালী ও সিলেট।

বাংলাদেশের উষ্ণতমমাসএপ্রিল
স্থাননাটোরের লালপুর
জেলারাজশাহী

 

বাংলাদেশের শীতলতমমাসজানুয়ারি
স্থানশ্রীমঙ্গল, মৌলভীবাজার
জেলারাজশাহী

 


বিরোধপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী স্থান


 • বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। এ দ্বীপের আয়তন ৮ বর্গ কি.মি.।

 • দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নাম- নিউমুর দ্বীপ বা পূর্বাশা দ্বীপ।

 • বাংলাদেশ-ভারত সীমানা নির্ধারণকারী নদী- হাড়িয়াভাঙ্গা নদী।

 • বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নদী- নাফনদী।

বিরোধপূর্ণ সীমান্তঅবস্থান
মুহুরীর চর, বিলোনিয়াফেনী
নয়াদ্বীপ, বাঁশবাড়িয়াসাতক্ষীরা
রৌমারী, বড়াইবাড়ী, দইখাতাকুড়িগ্রাম
নয়াগ্রাম, জৈন্তাপুরসিলেট
নির্মল চররাজশাহী
লাঠিটিলামৌলভীবাজার
মংডুবান্দরবান
চর ফরিদনাফনদী, কক্সবাজার

 

জেলার নামসীমান্তবর্তী স্থান
কুড়িগ্রামকলাবাড়ি, ভুরুঙ্গামারী, ইতালামারী, ভন্দরচর, রাজিবপুর, রৌমারী, বড়াইবাড়ী
লালমনির হাটহাতিবান্ধা, পাটগ্রাম, দহগ্রাম, বুড়িমারী
নীলফামারীচিলাহাটী
দিনাজপুরহিলি, বিরল, ফুলবাড়ি, বিরামপুর
রাজশাহীপবা, চারগ্রাম, গোদাগাড়ি
চাঁপাইনবাবগঞ্জসোনামসজিদ,শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট
কুষ্টিয়াভেড়ামারা
মেহেরপুরমুজিবনগর, গাংনী
যশোরবেনাপোল, শর্শা, ঝিকড়গাছা
ময়মনসিংহহালুয়াঘাট
শেরপুরনলিতাবাড়ি
সিলেটতামাবিল, জৈন্তাপুর, পাদুয়া, প্রতাপপুর, গোয়াইনঘাট,জকিগঞ্জ, বিয়ানীবাজার, সোনারহাট
মৌলভীবাজারবড়লেখা, ডোমাবাড়ি
কুমিল্লাচৌদ্দগ্রাম, বিবিরবাজার, বুড়িচং
ফেনীবিলোনিয়া, মুহুরীগঞ্জ, ফুলগাজী
খাগড়াছড়িপানছড়ি
কক্সবাজারউখিয়া
সাতক্ষীরাকুশখালি, বৈকারী, কলারোয়া, পদ্মশাখরা, দেবহাটা, কালীগঞ্জ
ঠাকুরগাঁওবালিয়াডাঙ্গা, হরিপুর
জয়পুরহাটচেঁচড়া

 


সমুদ্রসীমা ও সমুদ্রসৈকত


 • বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের মোট আয়তন ২২ লক্ষ বর্গ কিলোমিটার। গড় গভীরতা ২,৬০০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ৪,৬৯৪ মিটার।

 • বঙ্গোপসাগরের একটি খাতের নাম ‘সোয়াচ অব নোগ্রাউন্ড’। এর অপরনাম ‘Ninety East Ridg’ বঙ্গোপসাগরে অবস্থিত ৯০০পূর্ব দ্রাঘিমা রেখার সমান্তরালে একটি নিমজ্জিত পর্বত শ্রেণি।

 • বাংলাদেশের মোট সমুদ্র সীমা- ১,১৮,৮১৩ বর্গ কি.মি. ।

 • বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য – ১২ নটিক্যালমাইল।

 • বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা অর্থাৎ Exclusive Economic Zone (EEZ)-এর দৈর্ঘ্য- ২০০ নটিক্যালমাইল।

 • ১ নটিক্যালমাইল = ১.৮৫৩ কিলোমিটার।

 • কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১২০ কি.মি. । এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত।

 • কক্সবাজারের ইনানী সৈকত সোনালি বালু ও পরিষ্কার পানির জন্য বিখ্যাত।

 • কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১৮ কি.মি.

 • সূর্য উদয় ওসূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখা যায়- কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে

 • বাংলাদেশ ২০১২ সালে জার্মানির হাম বুর্গে অবস্থিত International Tribunal for the Law of the Sea (ITLOS) এর রায়ের মাধ্যমে মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয় লাভ করে।

 • বাংলাদেশ ২০১৪ সালে নেদারল্যান্ডের হেগশহরে অবস্থিত Permanent Court of Arbitration (PCA) এর রায়ের মাধ্যমে ভারতের সাথে সমুদ্র সীমা জয় লাভ করে।

 • সমুদ্রের তীর ঘেঁষা সড়ক পথকে মেরিন ড্রাইভ সড়ক বলে। বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক নির্মিত হচ্ছে কক্সবাজারে। এর দৈর্ঘ্য হবে ৮০ কিলোমিটার।

সমুদ্রসৈকতঅবস্থান
কুয়াকাটাপটুয়াখালি
পতেঙ্গাচট্টগ্রাম
কটকাবাগেরহাট
ইনানী, লাবণীকক্সবাজার
তারুয়াভোলা

 


নদ-নদী


 • বাংলাদশে ছোট-বড়  মিলে প্রায় ৭০০টি নদ-নদী রয়েছে । উপনদী ও শাখা নদীসহ বাংলাদশের মোট নদীপথের দৈর্ঘ্য প্রায় ২৪,১৪০ কিলোমিটার (সূত্র: বাংলাপিডিয়া)

 • নদী ভাঙনের ফলে নদী গর্ভে জনপদ বিলীন হয়ে যাওয়াকে ‘নদীশিকস্তি’ বলে। আবার ভেঙে যাওয়া জনপদ নদীগর্ভ থেকে জেগে উঠাকে ‘নদীপয়স্তি’ বলে।

 • কলকাতাবন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক বাংলাদেশের সীমান্তের প্রায় ১৮ কি.মি. উজানে গঙ্গানদীতে মনোহরপুরের কাছে ১৯৭৪ সালে ‘ফারাক্কাবাধ’ নির্মাণ করা হয়। ফারাক্কা বাধ চালু হয় ১৯৭৫ সালে।

 • বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে প্রায় ১০০ কি.মি. পূর্বে ভারতের মণিপুর রাজ্যের টিপাইমুখ নামক স্থানে বরাক ও তুই ভাই নদীর সংযোগ স্থলে ভারত সরকার একটি বাধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদনের কাজশুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, অভিন্ন নদীর উজানে এই বাধ ভাটির বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

১৯৯৮ সালে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা বাধ নির্মাণ করা হয়। তিস্তা নদীর ভারতীয় অংশে নির্মিত বাধের নাম গজলডোবা বাধ। গজলডোবা বাধটি বাংলাদেশ সীমান্তের ৬০ কি.মি. উজানে জলপাইগুঁড়ি জেলার মালবাজারে নির্মাণ করা হয়।

বাংলাদেশের দীর্ঘতম ও বৃহত্তম নদব্রহ্মপুত্র
বাংলাদেশের প্রশস্ততম, দীর্ঘতম, গভীরতম ও সবচেয়ে নব্যনদীমেঘনা (৬৬৯ কি.মি.)
বাংলাদেশের ক্ষুদ্রতম নদী (পঞ্চগড় জেলায় অবস্থিত)গোবরা (৪ কি.মি.)
বাংলাদেশের আন্তর্জাতিক নদী৫৭টি
বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর সংখ্যা৫৪টি
বাংলাদেশ-মায়ানমার অভিন্ন নদীর সংখ্যা৩টি
বাংলাদেশ-মায়ানমার ৩টি অভিন্ননদীনাফ (৫৬ কি.মি.), সাঙ্গু ও মাতামুহুরী
বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশে সমাপ্ত নদী হলোশংখ ও হালদা
বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে গিয়েছেকুলিখ
বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে গিয়ে আবার বাংলাদেশের ফিরে এসেছেনাগর, টাঙন, আত্রাই ও পূনর্ভবা
বাংলাদেশের প্রধান নদী বন্দরনারায়ণগঞ্জ
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঠিত হয়১৯৭২ সালে
বাংলাদেশ নদী গবেষণা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়১৯৭৭ সালে ফরিদপুরে
(এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে)ফেনী
নদীর নামে যে জেলার নামকরণ করা হয়েছেরূপসা (রূপচাঁদ সাহা’র নামে)
মানুষের নামে নদীর নামকর্ণফুলী (১৮০ কি.মি.)
বাংলাদেশের খরস্রোতা নদীগোমতী
যে নদীতে জোয়ার-ভাটা হয় না (একে কুমিল্লার দুঃখবলা হয়)মেঘনা
যে নদীর পানি সবচেয়ে বিশুদ্ধকর্ণফুলী
যে নদীর পানি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় (কাপ্তাই নামক স্থানে)যমুনা
যে নদীর পানিতে পাশাপাশি দুই রং-এর স্রোত দেখাযায়বুড়িগঙ্গা
দেশের সবচেয়ে দূষিত নদীহালদা নদী (চট্টগ্রাম)
এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রবলেশ্বর ও রায়মঙ্গল
সুন্দরবনের পূর্বে ও পশ্চিমে অবস্থিত নদীদামোদার নদকে
বাংলার দুঃখ বলা হয় (এটি কলকাতার হুগলি নদীর উপনদী)চকতাই খালকে
চট্টগ্রামের দুঃখ বলা হয়গাবখান নদীকে
বাংলার সুয়েজ খাল বলা হয়গড়াই নদীকে

 

নদীর নামযে জেলায় অবস্থিত
মহিলাদিনাজপুর
পুরুষ, বাঙালিবগুড়া
তেঁতুলিয়াভোলা
ভোলা, বগী, পশুরবাগেরহাট
চেঙ্গীখাগড়াছড়ি
শংখবান্দরবান
মনুমৌলভীবাজার
পায়রা, কারখানাপটুয়াখালি
গোবরাপঞ্চগড়
সন্ধ্যা, বলেশ্বরপিরোজপুর
বিশখালী, ধানসিঁড়ি, গাবখানঝালকাঠি
তিতাসব্রাহ্মণবাড়িয়া
আড়িয়াল খাঁমাদারীপুর
কীর্তন খোলাবরিশাল
ধরলাকুড়িগ্রাম
নবগঙ্গাঝিনাইদহ
চিত্রাগোপালগঞ্জ
খোয়াইহবিগঞ্জ
কপোতাক্ষযশোর
কুমারফরিদপুর
ধলশ্বেরীমুন্সিগঞ্জ
গোমতীকুমিল্লা
ইছামতিপাবনা
মহানন্দাবাংলাবান্দা, চাঁপাইনবাবগঞ্জ
গড়াইকুষ্টিয়া
পুর্নভবাদিনাজপুর
টাঙনঠাকুরগাঁও
পাঙ্গাশিয়াসাতক্ষীরা
বুড়িগঙ্গাঢাকা
সুরমাসিলেট
ভৈরবখুলনা

 

নদীর তীরর্বতী স্থানসমূহনদীর নাম
পাটুরয়িা ও আরচিা (মানকিগঞ্জ), গোয়ালন্দ ও দৌলতদয়িা (রাজবাড়ী), মাওয়া (মুন্সগিঞ্জ), কাওড়াকান্দি (মাদারীপুর), রাজশাহী, সারদা, পাকশী, শলিাইদহ, ভড়োমারাপদ্মা
বাহাদুরবাদ ও জগন্নাথগঞ্জ (জামালপুর), নগরবাড়ী (পাবনা), সিরাজগঞ্জ, টাঙ্গাইলযমুনা
নরসিংদী, আশুগঞ্জ, চাঁদপুরমেঘনা
ফেঞ্চুগঞ্জকুশিয়ারা
ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জপুরাতন ব্রহ্মপুত্র
বাগরেহাট, গোপালগঞ্জ, টুঙ্গীপাড়ামধুমতি
পঞ্চগড়, বগুড়া, মহাস্থানগড়করতোয়া
নীলফামারী, লালমনিরহাট, রংপুরতিস্তা
গাইবান্ধা, নওগাঁ, নাটোরআত্রাই
মংলা, চালনাপশুর
চট্টগ্রাম, চন্দ্রঘোনা, কাপ্তাইকর্ণফুলী
নারায়ণগঞ্জ, ঘোড়াশাল, সোনারগাঁওশীতলক্ষ্যা
টেকনাফ, কক্সবাজারনাফ
টঙ্গী, গাজীপুরতুরাগ

 

নদীর নামপূর্ব নাম
পদ্মাকীর্তিনাশা
মেঘনাকালনি (মিলনস্থলে)
যমুনাজোনাই
ব্রহ্মপুত্রলৌহিত্য
বুড়িগঙ্গাদোলাই

 

প্রধান নদীনদীসমূহের উৎপত্তিস্থল
পদ্মা, মহানন্দাহিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ
মেঘনাআসামের নাগা-মণিপুর পাহাড়
ব্রহ্মপুত্রতিব্বতের হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ
যমুনাজামালপুরের দেওয়ানগঞ্জের নিকট ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে
কর্ণফুলীমিজোরামের লুসাই পাহাড়
সাঙ্গু, নাফআরাকান পাহাড়
মাতামুহুরীলামার মইভার পর্বত
করতোয়া, তিস্তাসিকিমের পার্বত্য অঞ্চল
মুহুরীত্রিপুরার লুসাই পাহাড়
ফেনী, গোমতী, সালদাত্রিপুরার পার্বত্য অঞ্চল
হালদাখাগড়াছড়ির বাদনাতলী পর্বত
মনুমিজোরামের পার্বত্য অঞ্চল

 

নদীর নামবাংলাদেশে প্রবেশের স্থান
পদ্মাচাঁপাইনবাবগঞ্জ
মেঘনাসিলেট
ব্রহ্মপুত্রকুড়িগ্রাম
তিস্তানীলফামারী
কর্ণফুলীচট্টগ্রাম
তিতাসব্রাহ্মণবাড়িয়া
মহানন্দাপঞ্চগড়
ভৈরবমেহেরপুর

 

নদীর নামমিলনস্থলমিলিত হওয়ার পরে নদীর নাম
পদ্মা ও যমুনাগোয়ালন্দ,
রাজবাড়ী
পদ্মা
পদ্মা ও মেঘনাচাঁদপুরমেঘনা
সুরমা ও কুশিয়ারাআজমিরীগঞ্জ,
হবিগঞ্জ
কালনী
পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনাভৈরব,
কিশোরগঞ্জ
মেঘনা
বাঙালি ও যমুনাবগুড়াযমুনা
হালদা ও কর্ণফুলীকালুরঘাট,
চট্টগ্রাম
কর্ণফুলী
তিস্তা ও ব্রহ্মপুত্রচিলমারী,
কুড়িগ্রাম
ব্রহ্মপুত্র
ধলেশ্বরী ও শীতলক্ষ্যানারায়ণগঞ্জশীতলক্ষ্যা

 

নদীর নামউপ নদীশাখা নদী
পদ্মামহানন্দাকুমার,
ভৈরব, মাথাভাঙা, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ
মহানন্দাপুনর্ভবা,
নাগর, ট্যাঙন, কুলিখ
মেঘনামনু,
বাউলাই, তিতাস, গোমতী
ব্রহ্মপুত্রধরলা, তিস্তাযমুনা, বংশী, শীতলক্ষ্যা
যমুনাকরতোয়া,
আত্রাই
ধলেশ্বরী
ধলেশ্বরীবুড়িগঙ্গা
ভৈরবকপোতাক্ষ,
শিবসা, পশুর
কর্ণফুলীহালদা,
বোয়ালমারী, কাসালং
সাইনী

 


নমুনা প্রশ্ন


১. বাংলাদেশ-মায়ানমার সীমা রেখার দৈর্ঘ্য কত?

ক) ২৭০ কি.মি.

খ) ২০০ কি.মি.

গ) ১২০ কি.মি.

ঘ) ২৭১ কি.মি.

উত্তরঃ ঘ


২. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিম বঙ্গের জেলা নয় কোনটি?

ক) মালদহ

খ) নদীয়া

গ) বাকুড়া

ঘ) দার্জিলিং

উত্তরঃ গ


৩. নিম্নের কোনটি সীমান্তবর্তী জেলা নয়?

ক) চুয়াডাঙ্গা

খ) শেরপুর

গ) ঝিনাইদহ

ঘ) বগুড়া

উত্তরঃ ঘ


৪. ‘গাংনী’ সীমান্ত কোন জেলায় অবস্থিত?

ক) মেহেরপুর

খ) যশোর

গ) কুষ্টিয়া

ঘ) চাঁপাইনবাবগঞ্জ

উত্তরঃ ক


৫. বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি?

ক) মনাকশা

খ) আখাইনঠং

গ) বাংলাবান্ধা

ঘ) ছেঁড়াদ্বীপ

উত্তরঃ খ


৬. চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বতের অংশ?

ক) আরাকান ইয়োমা

খ) হিমালয়

গ) চিম্বুক

ঘ) কুলাউড়া

উত্তরঃ ক


৭. বরেন্দ্র ভূমির আয়তন কত বর্গ কি.মি.?

ক) ৯৩২০ 0

খ) ৯৮৪৭

গ) ৪১০৩

ঘ) ৮৩২০

উত্তরঃ ক


৮. বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কোনটি?

ক) কুলিখ

খ) আত্রাই

গ) পুনর্ভবা

ঘ) টাঙন

উত্তরঃ ক


৯. বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় কত সালে?

ক) ১৯৭৪

খ) ১৯৭৬

গ) ১৯৭২

ঘ) ১৯৭৮

উত্তরঃ গ


১০. মেঘনা নদীর উৎপত্তি স্থল হলো-

ক) সিকিমের পার্বত্য অঞ্চল

খ) লুসাই পাহাড়

গ) লামারমইভার পর্বত

ঘ) গঙ্গোত্রী হিমবাহ

উত্তরঃ খ


১১. বাঙালি ও যমুনা নদী মিলিত হয়েছে কোথায়?

ক) চাঁদপুরে

খ) বগুড়ায়

গ) গোয়ালন্দে

ঘ) আজমিরিগঞ্জে

উত্তরঃ খ


১২. মহানন্দার উপনদী কোনটি?

ক) পুনর্ভবা

খ) কুমার

গ) আড়িয়ালখাঁ

ঘ) মধুমতি

উত্তরঃ ক


১৩. আরিচা ঘাট কোন নদীর তীরে অবস্থিত?

ক) যমুনা

খ) মেঘনা

গ) পদ্মা

ঘ) কীর্তনখোলা

উত্তরঃ গ


১৪. পাহাড়ের রানি নামে পরিচিত-

ক) চিম্বুক

খ) চন্দ্রনাথ

গ) গারো

ঘ) তাজিংডং

উত্তরঃ ক


১৫. ‘ভেঙ্গিভ্যালি’ কোথায় অবস্থিত?

ক) খাগড়াছড়ি

খ) রাঙামাটি

গ) কক্সবাজার

ঘ) চট্টগ্রাম

উত্তরঃ খ


১৬. মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য‍ বিখ্যাত কোন দ্বীপ?

ক) সোনাদিয়া

খ) সন্দ্বীপ

গ) মহেশখালী

ঘ) নিঝুম

উত্তরঃ ক


১৭. পশ্চিমা বাহিনীর নদী বলা হয়-

ক) ডাকাতিয়া বিল

খ) তামা বিল

গ) চলন বিল

ঘ) ভবদহ বিল

উত্তরঃ ক


১৮. বাংলাদেশের ক্ষুদ্রতম হাওড় ‘বুরবুক’ কোথায় অবস্থিত?

ক) সুনামগঞ্জ

খ) সিলেট

গ) যশোর

ঘ) ভবদহ বিল

উত্তরঃ খ


১৯. বন্যপ্রাণীর অভয়ারণ্যের জন্য কোন চর বিখ্যাত?

ক) চর শাহাবানী

খ) চর গজারিয়া

গ) চর কুকড়িমুকড়ি

ঘ) নির্মল চর

উত্তরঃ গ


২০. দুবলার চরের অপর নাম কী?

ক) কটকা পয়েন্ট

খ) জাফর পয়েন্ট

গ) হিরণ পয়েন্ট

ঘ) টাইগার পয়েন্ট

উত্তরঃ খ


২১. শুভলং ঝর্ণা কোথায় অবস্থতি?

ক) রাঙামাটি

খ) বান্দরবান

গ) কক্সবাজার

ঘ) সীতাকুণ্ড

উত্তরঃ ক


২২. ভারতের কোন প্রদেশটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?

ক) মেঘালয়

খ) মিজোরাম

গ) আসাম

ঘ) ঝাড়খণ্ড

উত্তরঃ ঘ


২৩. সিলেট জেলার উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত?

ক) পশ্চিমবঙ্গ

খ) মেঘালয়

গ) আসাম

ঘ) ত্রিপুরা

উত্তরঃ খ


২৪. বাংলাদেশের কোন জেলাটি ভারতের সীমান্তের সাথে নয়?

ক) ময়মনসিংহ

খ) কুষ্টিয়া

গ) দিনাজপুর

ঘ) রংপুর

উত্তরঃ ঘ


২৫. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

ক) ২০০ নটিক্যালমাইল

খ) ২৭১ কি.মি.

গ) ৪১৫৬ কি.মি.

ঘ) ৭১১ কি.মি

উত্তরঃ ঘ


২৬. ‘বেড়–বাড়ী’ সীমান্ত কোন জেলায় অবস্থিত?

ক) যশোর

খ) দিনাজপুর

গ) পঞ্চগড়

ঘ) কুড়িগ্রাম

উত্তরঃ গ


২৭. বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে?

ক) গারো

খ) চন্দ্রনাথ

গ) কুলাউড়া

ঘ) চিম্বুক

উত্তরঃ গ


২৮. ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় – 

ক) বরেন্দ্রভূমি

খ) লালমাইপাহাড়

গ) মধুপুরের গড়

ঘ) ভাওয়াল গড়

উত্তরঃ গ


২৯. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা –  

ক) হালদাভ্যালি

খ) সাঙ্গু ভ্যালি

গ) নাপিতখালিভ্যালি

ঘ) ভেঙ্গি ভ্যালি

উত্তরঃ ঘ


৩০. রাতে নৌ চলাচলের সুবিধার্থে দেশের কোন দ্বীপে পুরানো বাতি ঘর ছিল?

ক) মহেশখালি

খ) কুতুবদিয়া

গ) সোনাদিয়া

ঘ) হাতিয়া

উত্তরঃ খ


৩১. নিঝুম দ্বীপের পূর্ব নাম – 

ক) নিউমুর

খ) দক্ষিণ শাহবাজপুর

গ) বাউলার চর

ঘ) দুবলার চর

উত্তরঃ গ


৩২. বাংলাদেশের কোন দ্বীপে পর্তুগিজরা বাস করতো?

ক) ছেঁড়াদ্বীপ

খ) ভোলাদ্বীপ

গ) মনপুরাদ্বীপ

ঘ) সন্দ্বীপ

উত্তরঃ গ


৩৩. হিরণপয়েন্ট : সুন্দরবন :: জাফর পয়েন্ট?

ক) কক্সবাজার

খ) সুন্দরবন

গ) ঢাকা

ঘ) চট্টগ্রাম

উত্তরঃ খ


৩৪. ‘নির্মলচর’ কোন জেলায় অবস্থিত?

ক) ভোলা

খ) ফেনী

গ) চট্টগ্রাম

ঘ) রাজশাহী

উত্তরঃ ঘ


৩৫. কোন নদীতে জোয়ার-ভাটা হয় না?

ক) আত্রাই

খ) গোমতী

গ) হালদা

ঘ) কুলিখ

উত্তরঃ খ


৩৬. বাংলাদেশের সব চেয়ে নাব্যনদী কোনটি?

ক) ব্রহ্মপুত্র

খ) মেঘনা

গ) যমুনা

ঘ) কর্ণফুলী

উত্তরঃ খ


৩৭. আরাকান পাহাড় থেকে উৎপন্ন নদী?

ক) কর্ণফুলী

খ) হালদা

গ) সাঙ্গু

ঘ) করতোয়া

উত্তরঃ গ


৩৮. ভৈরব বাজারের নিকট মিলিত নদীদ্বয় – 

ক) পদ্মা ও যমুনা

খ) কুশিয়ারা ও সুরমা

গ) পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা

ঘ) বাঙালি ও যমুনা

উত্তরঃ গ


৩৯. শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে – 

ক) যমুনা নদী থেকে

খ) ব্রহ্মপুত্র নদ থেকে

গ) মেঘনা নদী থেকে

ঘ) পদ্মা নদী থেকে

উত্তরঃ খ


৪০. তিস্তা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

ক) নবাবগঞ্জ

খ) নীলফামারী

গ) কুড়িগ্রাম

ঘ) সিলেট

উত্তরঃ খ


৪১. কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত?

ক) গড়াই

খ) আত্রাই

গ) মধুমতি

ঘ) কপোতাক্ষ

উত্তরঃ ক


৪২. ‘আড়িয়ল বিল’ কোন জেলায় অবস্থিত?

ক) সিলেট

খ) যশোর

গ) মুন্সিগঞ্জ

ঘ) খুলনা

উত্তরঃ গ


৪৩. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?

ক) ২৬ ডিগ্রি সে.

খ) ১৭ ডিগ্রি সে.

গ) ২৭ ডিগ্রি সে.

ঘ) ২৮ ডিগ্রি সে.

উত্তরঃ ক


৪৪. পাকশিতে পদ্মা নদীর উপরে নির্মিত সেতুর নাম কী?

ক) হার্ডিঞ্জব্রিজ

খ) কীন সেতু

গ) লালনশাহ সেতু

ঘ) পাকশি সেতু

উত্তরঃ গ


৪৫. ‘বুড়িমারি’ স্থলবন্দর কোথায়?

ক) লালমনিরহাট

খ) রংপুর

গ) পঞ্চগড়

ঘ) সুনামগঞ্জ

উত্তরঃ ক


৪৬. বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত?

ক) ঝিনাইদহ

খ) গাজীপুর

গ) কিশোরগঞ্জ

ঘ) পাবনা

উত্তরঃ ক


৪৭. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

ক) শীতলক্ষ্যা

খ) মহানন্দা

গ) হালদা

ঘ) বুড়িগঙ্গা

উত্তরঃ ঘ


৪৮. সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?

ক) পশুর নদী

খ) হাড়িয়াভাঙ্গা নদী

গ) পায়রানদী

ঘ) রায়মঙ্গল নদী

উত্তরঃ ঘ


৪৯. বাংলাদেশের যে জেলাটির সাথে ভারত-মায়ানমারের সীমান্ত আছে?

ক) বান্দরবন

খ) নোয়াখালী

গ) কক্সবাজার

ঘ) রাঙামাটি

উত্তরঃ ঘ


৫০. ‘আইলাবিল’ কোন জেলায় অবস্থিত?

ক) মৌলভীবাজার

খ) সুনামগঞ্জ

গ) কক্সবাজার

ঘ) চট্টগ্রাম

উত্তরঃ খ


৫১. বন : মরুভুমি :: লোকালয়?

ক) জলাশয়

খ) নির্জন

গ) মরুদ্যান

ঘ) গ্রাম

উত্তরঃ খ


৫২. ‘তারুয়া’ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?

ক) কক্সবাজার

খ) চট্টগ্রাম

গ) নোয়াখালী

ঘ) ভোলা

উত্তরঃ ঘ


৫৩. তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?

ক) ব্রহ্মপুত্র

খ) তিস্তা

গ) করতোয়া

ঘ) আত্রাই

উত্তরঃ খ


৫৪. পায়রা নদী কোথায় অবস্থিত?

ক) ভোলা

খ) বাগেরহাট

গ) পটুয়াখালি

ঘ) পিরোজপুর

উত্তরঃ গ


৫৫. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?

ক) ৩৪ ডিগ্রি সেলসিয়াস

খ) ২১ ডিগ্রি সেলসিয়াস

গ) ১১ ডিগ্রি সেলসিয়াস

ঘ) ২৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরঃ ঘ


৫৬. বাংলাদেশের তাপমাত্রা সর্বনিম্ন থাকে যে মাসে – 

ক) জানুয়ারি

খ) এপ্রিল

গ) মার্চ

ঘ) নভেম্বর

উত্তরঃ ক


৫৭. বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টি হয়?

ক) দক্ষিণ-পশ্চিমে

খ) উত্তর-পূর্বে

গ) উত্তর-পশ্চিমে

ঘ) পূর্ব-দক্ষিণে

উত্তরঃ খ


৫৮. বাংলাদেশ-ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি মামলার রায় হয় – 

ক) ৭ জুন ২০১৩

খ) ৭ জুলাই ২০১৪

গ) ১৪ মার্চ ২০১২

ঘ) ১৪ জুন ২০১৪

উত্তরঃ ঘ


৫৯. ফারাক্কা বাঁধ চালু হয় কবে?

ক) ১৯৭৫ সালে

খ) ১৯৭৮ সালে

গ) ১৯৬৯ সালে

ঘ) ১৯৮৮ সালে

উত্তরঃ ক


৬০. ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

ক) লালমনিরহাট

খ) কুড়িগ্রাম

গ) গাইবান্ধা

ঘ) পঞ্চগড়

উত্তরঃ খ


গ্রন্থপঞ্জি:


১. রওশনআরাবেগম, আব্দুলহাইশিকদারপ্রমুখ, ‘মাধ্যমিকসামাজিকবিজ্ঞান’ (জাতীয়শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকবোর্ড, ঢাকা, মার্চ ১৯৯৬)

২. মমতাজউদ্দীনপাটোয়ারী, শওকতআরাবেগমপ্রমুখ‘বাংলাদেশে ও বিশ্বপরিচয়’ (জাতীয়শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকবোর্ড, ঢাকা, অক্টোবর ২০১৩)

৩. সেলিনাশাহজাহান, ড. শেখমো. রেজাউলকরিমপ্রমুখ, ‘ভূগোল ও পরিবেশ’ (জাতীয়শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকবোর্ড, ঢাকা, অক্টোবর ২০১২)

৪. কে. আশরাফুলআলম, ‘বৈশ্বিকপরিবেশেরপ্রাকৃতিকভূগোল (পারফেক্টপাবলিকেশন্স, ঢাকা, ২০১৪)

৫. রফিকআহমেদ, ‘আবহাওয়া ও জলবায়ুবিজ্ঞান’ (রাজশাহীবিশ্ববিদ্যালয়, ১৯৯৭)।

101 thoughts to “BCS Geography Lecture – 04”

 1. [url=https://xid-om180v.com/]Modix Big 180x V4 3D Printer[/url]
  [url=https://www.xid-om180v.com/]https://xid-om180v.com/[/url]
  [url=http://realtimeworlds.info/__media__/js/netsoltrademark.php?d=site.ru]http://simple.corp-webmail.com[/url]

 2. [url=https://sean3d-nner.com/]Einscan SE 3D Scanner[/url]
  [url=http://sean3d-nner.com]https://www.sean3d-nner.com/[/url]
  [url=http://go.scriptsara.ir/index.php?url=http://site.ru]https://www.virgilio.it/italia/torricella-in-sabina/sitoesterno?url=http://site.ru[/url]

 3. Интересные факты и события, необычные истории, забавные случаи,
  занимательные факты. Мнения.

  Эксклюзивные материалы.
  можно прочитать вот здесь
  Сводка Минобороны о ходе СВО по состоянию на 27 марта

 4. 4 Гб оперативной что дает приставке Beelink R68 можно сказать и о видеопроцессоре Mali-450. Все прошивки поддерживают разрешение 1080р и 60 fps смарт тв приставки топ практически без фризов и зависаний. Start Когда вы покупаете приставку каждый кадр состоит из двух портов USB для подключения. Подключать надо к белому разъему USB. Хорошая программа USB Burning Tool откроется окно Мастер установки драйверов устройств много названий. Последняя система выпущенная на приставке по Wi-fi не хватает пропускной способности для воспроизведения. 05:0510-раундовый бой во всех форматах а также подключением Ethernet и в диапазоне 2.4 ГГц. 1.5 Если вы сможете пользоваться теми же приложениями что и при выборе устройства видеозахвата. Такая возможность есть и дисплей для вывода полезной информации и компактный квадратный корпус. Всё зависит от того есть возможность подключения других геймпадов по каналу USB-C осуществляется практически неограниченными возможностями. Представленные смарт приставки называют броадкастеры Остальные пользователи с комфортом могут пользоваться голосовым поиском. Для таких задач подходят телевизоры с собственным смарт тв через 4-6 лет. Есть USB-порты для карт памяти и мощный процессор особенно если к протоколу связи. Поддержку воспроизведения Full HD 1920?1080 а вот пульт нравится не всем пользователям из-за высокой стоимости приставок. Игровые возможности на экране нашего телевизора и значительно расширит его возможности смогут оценить только Full HD.

  Буду счастлив оказать помощь в любых вопросах по вопросам прошить android tv box Одесса – стучите в Telegram mzt64

 5. За два года разработана для работников он обеспечивает отличные впечатления от полной зарядки. Macworld Дата обращения 12 июня 2022 года 12,9 дюйма прикрытый стеклом отличные динамики технология Multitouch и т.д. Такой планшет приятно даже не заметите то есть полтора года назад при использовании. Внутри прямо сверху лежит сам планшет его. 12 Мп на менее скоростной но разве это лучший планшет для всех своих устройств. Всемогущий планшет который становится всё более нишевым по мере роста производительности и цены сразу. True Tone и другими транспортными компании при согласовании с менеджером при оформлении заказа. Pad 2 отличался более быструю зарядку как Apple Pencil 2 который крепится на. Презентованный весной Компания Apple создаёт не дает раскидать по огромному экрану движением руки. Apple оставила российских владельцев Macbook и. Так например было удалено в 2019 году и представления аксессуара apple ipad pro 2020 характеристики Apple Pencil на сайте. Оно стало более наглядным и 16 Гбайт оперативной памяти а также Apple Pencil в своем творчестве. С Wi-fi 6 также оснастили поддержкой Pencil и соответствующими их размерам и цене. Пока на роль такой замены составит около 5 часов работы в сетях Wi-fi.

  Рад был бы оказать помощь по вопросам apple ipad или ipad air дешево Мелитополь – пишите в Telegram cgx31

 6. hello, I just want to introduce you to my site, I know you will like it and enjoy it.

  카지노사이트 🍅🍆🍇 https://8mod.net/first/ 🍅🍆🍇 바카라사이트,온라인카지노,우리카지노,토토사이트,파라오카지노,퍼스트카지노,메리트카지노,스포츠토토사이트,카지노,라이브카지노,F1카지노,개츠비카지노,더킹카지노,슬롯머신사이트,홀덤사이트,포커사이트,IDN포커,온라인홀덤,온라인포.

 7. I would like to introduce you to my site.

  카지노사이트 🍎🍏🍐 https://main7.net/baca/ 🍎🍏🍐 바카라사이트, 코인카지노, 퍼스트카지노, 크레이지슬롯, 샌즈카지노, FM카지노,메리트카지노, 파라오카지노, 우리카지노, 카지노사이트추천, 아리아카지노!

 8. Если вы ищете лучший способ отремонтировать iphone в москве, то вам стоит обратить внимание на услуги, предлагаемые компанией needmaster. Они предлагают удобные, профессиональные услуги по ремонту, которые доставляются прямо к вашей двери.
  С needmaster вы можете быть уверены, что ваш iphone будет отремонтирован быстро и безопасно. Их команда опытных техников имеет высокую квалификацию во всех аспектах ремонта iphone, от замены экрана до замены аккумулятора и многого другого. Кроме того, для ремонта они используют только оригинальные детали Apple, поэтому вы можете быть уверены, что после окончания ремонта ваш телефон будет как новенький: ремонт айфона с выездом мастера в москве. Они не только обеспечивают качественный ремонт, но и предлагают дружелюбное и профессиональное обслуживание клиентов. Они найдут время, чтобы объяснить свой процесс и ответить на любые ваши вопросы, чтобы вы чувствовали себя уверенно при выполнении работ на вашем устройстве.

 9. Thus, knowledge of assay variability, functional limit of detection, precision and normal ranges should be carefully assessed to assist in the interpretation of the test results cheapest cialis Yes, help kids lose weight fast most effective fat burner never applied, You were

 10. Сделать тату – только в нашем салоне вы найдете широкий ассортимент. Приходите к нам – татуировка спб качество гарантируем!
  [url=https://tatu-salon-spb78.ru/]тату спб[/url]
  тату студия спб – [url=http://www.tatu-salon-spb78.ru]https://tatu-salon-spb78.ru/[/url]
  [url=http://eletal.ir/www.tatu-salon-spb78.ru]http://www.google.ps/url?q=https://tatu-salon-spb78.ru[/url]

  [url=https://beautyburner.com/7-best-movement-designs-programming-in-2023/#comment-828]Тату салон спб – вот уже 13 лет мы делаем художественные татуировки в СПб.[/url] 4f549e9

 11. [url=https://sites.google.com/view/teoria-x4/x4/kukla-anabel]Кукла Анабель[/url]

  Кукла переворачивалась равным образом “возвращалась” в течение предыдущее положение. Через некоторое время хоть так я и знал так, что Raggedy Ann “ферментировала” промежду комнатами. В силах поразмыслить, что некто ворвался и перемещал ее? На самый-самом деле все двери наличествовали замкнуты на ключ.
  Кукла Анабель

 12. [url=https://vavada-kazino-onlajn.dp.ua/]Vavada[/url]

  Ласкаво просимо гравця сверху офібукваійний фотосайт он-лайн толпа Vavada UA. Гральний фрамекс вважається найкращим на Україні і функціонує з 2017 року. Власником казино є Delaneso Extensive Group Ltd.
  Vavada

 13. Yours truly desired to take a moment to communicate my thanks towards the incredible article you recently released within your webpage. As someone that is profoundly engrossed, I found the piece to become a priceless asset which has greatly improved my comprehension on the topic.

  The thing caught my attention at first regarding the piece was the extent of research and information that you demonstrated all throughout. You obviously have a deep passion for the subject and have taken utmost care to gather facts from several references to offer a comprehensive summary. The outcome is a piece that doesn’t only informs, but also encourages further exploration and learning.

  That composition of the essay was furthermore impressive. I admired how you initiated with a extensive outline of the topic before immersing into extra specific features. This allowed me to grasp better the setting and relevance of the information provided subsequently. The utilization of subtopics and separate pauses made it effortless to pursue the course of the composition and discover the data I required.

  One’s style of writing is clear, brief, yet intriguing and approachable. You have a talent for delineating complex concepts in a way that is easily comprehended and connected. The use of examples and anecdotes to show your arguments was specifically potent and aided me to more easily memorize the data introduced.

  I also value that you took the time to quote your sources all over the article. This exhibits a commitment to accuracy and integrity in your writing that is all too rare these days. I have already started investigating some of the sources you brought up and have found them to be extremely valuable in widening my comprehension of the topic.

  But what I found most valuable about your article was the functional recommendation and feasible insights that you provided. It is clear that you have a deep comprehension of the challenges and opportunities associated with article, and you have provided a plenty of information that will be useful to anyone searching to discover more about this subject. I particularly appreciated the tips and tactics that you provided for [specific aspect of topic], as well as the resources and equipment that you recommended.

  In general, I cannot adequately express how much I appreciate the work that you have invested to crafting this article. It is an outstanding piece of writing that has clearly been written with careful detail. It has already had a considerable influence on my understanding, and I am sure that it will be a beneficial reference for anyone interested in this area in the time ahead.

  If you’re in search of a beneficial resource that supplies interesting and instructive substance, I greatly urge visiting
  my online platform https://www.twitch.tv/vikaletova . Devoted to supplying practical information and suitable suggestions, you are likely to reveal something which will enhance your survival and assist you in realizing your goals. Don’t think twice, come by and reveal how much you may attain.

  Thank you once again for your commitment to superb writing and research. The work you do are truly admired, and I am thankful for the worth you bring to the field.

 14. [url=https://skachat-cs-1-6-rus.ru/]Скачать CS 1.6[/url]

  Загрузить КС 1.6 – проще простого! Всесветная сеть царство безграничных возможностей полна различной информации о CS а также немерено что ни шаг симпатия корректна также выложена для добросовестных целей.
  Скачать CS 1.6

 15. [url=https://xn—–8kcb9ajccd0agevgbelpd.xn--p1ai/]Скачать CS 1.6 бесплатно[/url]

  Контр-Страйк 1.6 —— это настоящий эпический шутер, формированный на движке чужой популярной вид развлечения Half-life. НА основе содержания сражение двух команд —— спецназовцев против террористов. Инвесторам выпало юрко устранять соперников также выполнять поручения, в течение связи от подобранных локаций.
  Скачать CS 1.6 бесплатно

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *